জন এডওয়ার্ড কোর্টনি বডলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন এডওয়ার্ড কোর্টনি বডলি, ১৮৭৫

জন এডওয়ার্ড কোর্টনি বডলি (ইংরেজি: John Edward Courtenay Bodley; ৬ জুন, ১৮৫৩ – ২৮ মে, ১৯২৫) ছিলেন একজন ইংরেজ সিভিল সার্ভেন্ট। তিনি ফ্রান্স নিয়ে লেখালিখির জন্য বিখ্যাত।

তাঁর লেখা উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল ফ্রান্স (১৮৯৮, দুই খণ্ডে)[১], L'Anglomanie et les Traditions Françaises (১৮৯৯), দ্য করোনেশন অফ এডওয়ার্ড দ্য সেভেনথ: আ চ্যাপ্টার অফ ইউরোপিয়ান অ্যান্ড ইম্পিরিয়াল হিস্ট্রি (১৯০৩), দ্য চার্চ ইন ফ্রান্স (১৯০৬), কার্ডিনাল ম্যানিং; দ্য ডিকে অফ আইডিয়ালিজম ইন ফ্রান্স; দ্য ইনস্টিটিউট অফ ফ্রান্স (১৯১২), L'Age Mécanique et le Déclin de l'idéalisme en France (১৯১৩), দ্য রোমান্স অফ দ্য ব্যাটেল-লাইন ইন ফ্রান্স (১৯২০)।

তিনি ছিলেন বডলিয়ান গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা স্যার স্যার টমাস বডলির বংশধর।[২] লেখক আর. ভি. সি. বডলি ও শিল্পী জোসেলিন রেজিনাল্ড কোর্টনি বডলি তাঁর দুই পুত্র।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Review of France by J. E. C. Bodley"The Quarterly Journal188: 160–182। জুলাই ১৮৯৮। 
  2. How to Stop Worrying and Start LivingPocket Books। ১৯৮১। পৃষ্ঠা 280। আইএসবিএন 978-0-671-44530-0। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]