গ্লাসগো বিশ্ববিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্লাসগো বিশ্ববিদ্যালয়
কুলচিহ্ন
লাতিন: Universitas Glasguensis
নীতিবাক্যলাতিন: Via, Veritas, Vita
বাংলায় নীতিবাক্য
পথ, সত্য, জীবন
ধরনপ্রাচীন সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়
স্থাপিত১৪৫১; ৫৭৩ বছর আগে (1451)
বৃত্তিদান£২০০.৬ মিলিয়ন (৩১ জুলাই ২০১৮ সালের হিসাবে)[১]
বাজেট£৬২৬.৫ মিলিয়ন (২০১৭-১৮)[১]
আচার্যড্যাম ক্যাথরিন গ্রেনার
রেক্টরআমির আনোয়ার
অধ্যক্ষস্যার অ্যান্টন মাস্কেল্টি
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ
২,৯৪২[২]
প্রশাসনিক ব্যক্তিবর্গ
৪,০০৩[২]
শিক্ষার্থী30,805 (২০১৮/১৯)[৩]
স্নাতক21,060 (২০১৮/১৯)[৩]
স্নাতকোত্তর9,745 (২০১৮/১৯)[৩]
অবস্থান,
পোশাকের রঙ
                     
আরও
অধিভুক্তিকমনওয়েলথ বিশ্ববিদ্যালয়গুলির সমিতি
ইউরোপীয় গবেষণা-নিবিড় বিশ্ববিদ্যালয়গুলির গিল্ড
পেগাসাস
রাসেল গোষ্ঠী
ইউনিভার্সিটিস ২১
উনিভার্সিটিজ ইউকে
ওয়েবসাইটwww.gla.ac.uk
মানচিত্র

গ্লাসগো বিশ্ববিদ্যালয় স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থিত একটি সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয়পাপাল বুল দ্বারা ১৮৫২ সালে প্রতিষ্ঠিত এটি ইংরেজি-ভাষী বিশ্বের চতুর্থতম বিশ্ববিদ্যালয় এবং স্কটল্যান্ডের চারটি প্রাচীন বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে একটি। এডিনবরা, অ্যাবরদিন এবং সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়গুলির পাশাপাশি বিশ্ববিদ্যালয়টি ১৮তম শতাব্দীতে স্কটিশ আলোকিতকরণের একটি অংশ ছিল।

প্রাক-আধুনিক যুগের বিশ্ববিদ্যালয়গুলির সাথে সাধারণ গ্লাসগো মূলত ধনী পটভূমির শিক্ষার্থীদের শিক্ষা প্রদান করে; তবে, উনিশ শতকে ক্রমবর্ধমান নগর ও বাণিজ্যিক মধ্যবিত্ত শ্রেণীর শিক্ষার্থীদের প্রয়োজনীয়তাও সরবরাহ করে এটি ব্রিটিশ উচ্চ শিক্ষায় অগ্রণী হয়ে ওঠে। গ্লাসগো বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের যে সকল পেশার জন্য প্রস্তুত করতে তাদের পরিষেবা দিয়েছে, সেগুলি হল - আইন, চিকিৎসা, সিভিল সার্ভিস, শিক্ষকতা ও গির্জা। এটি বিজ্ঞান ও প্রকৌশল ক্ষেত্রে পেশার জন্য স্বল্প কিন্তু ক্রমবর্ধমান সংখ্যক শিক্ষার্থীদের প্রশিক্ষণ প্রদান করেছে।[৪] ২০১৭–১৮ অর্থবছরের জন্য £৬১০.১ মিলিয়ন ব্যয়ের সাথে এই প্রতিষ্ঠানের বার্ষিক আয় ছিল £৬২৬.৫ মিলিয়ন ডলার যার মধ্যে £১৮০.8 মিলিয়ন ডলার গবেষণা অনুদান এবং চুক্তি থেকে আসে।[১] এটি ইউনিভার্সিটিজ ২১, রাসেল গোষ্ঠী এবং ইউরোপীয় গবেষণা-নিবিড় বিশ্ববিদ্যালয়গুলির গিল্ডের সদস্য।

বিশ্ববিদ্যালয়টি মূলত শহরের হাই স্ট্রিটে অবস্থিত; ১৮৭০ সাল থেকে, এর প্রধান ক্যাম্পাসটি শহরের পশ্চিম প্রান্তের গিলমোরহিলে অবস্থিত।[৫] অতিরিক্ত হিসাবে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ভবন অন্য কোথাও অবস্থিত, যেমন বিয়ার্সডেনের ভেটেরিনারি স্কুল এবং ডামফ্রিসের ক্রিকটন ক্যাম্পাস[৬]

প্রাক্তন শিক্ষার্থী বা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মীদের মধ্যে জেমস উইলসন (আমেরিকার প্রতিষ্ঠাতা পিতা), দার্শনিক ফ্রান্সিস হ্যাচসন, ইঞ্জিনিয়ার জেমস ওয়াট, দার্শনিক ও অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথ, পদার্থবিদ লর্ড কেলভিন, সার্জন জোসেফ লিস্টার, সাত জন নোবেল বিজয়ী ও তিন ব্রিটিশ প্রধানমন্ত্রী রয়েছেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Reports and Financial Statements for the Year to 31 July 2018" (পিডিএফ)। University of Glasgow। ৩১ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১৮ 
  2. "Annual review 2013–14: Staff numbers"। University of Glasgow। ৩০ জুন ২০১৫। ১ ফেব্রুয়ারি ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৫ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; HESA citation নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. Paul L. Robertson, "The Development of an Urban University: Glasgow, 1860–1914," History of Education Quarterly, Winter 1990, Vol. 30#1 pp 47–78
  5. "University of Glasgow :: About us :: maps and travel"। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৪ 
  6. "Building Knowledge – An Architectural History of the University of Glasgow" published by Historic Scotland in association with the University (2013)

বহিঃসংযোগ[সম্পাদনা]