গ্রিম ভ্রাতৃদ্বয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৫৫ সালের ভিলহেল্ম (বামে) এবং জ্যাকব গ্রিম-এর পেইন্টিং এলিসাবেথ জেরিকো-বোমান এর আঁকা

জার্মান ভাতৃদ্বয় ইয়াকপ গ্রিম (জন্ম-১৭৮৫,মৃত্যু-১৮৬৩) এবং ভিলহেল্ম গ্রিম (জন্ম-১৭৮৬,মৃত্যু-১৮৫৯) কে একত্রে গ্রিম ভাতৃদ্বয় নামে অভিহিত করা হয়। এই দুই ভাই পরষ্পরের সহযোগীতায় জার্মান পৌরাণিক কাহিনী এবং লোক কাহিনী সংগ্রহ এবং প্রকাশ করেন। গ্রিমস ফেয়ারি টেইলস নামে এগুলো পরিচিত। ইয়াকপ গ্রিম মূলত একজন জার্মান ভাষাতত্ত্ববিদ। তুলনামূলক ভাষাতত্ত্বের অন্যতম প্রতিষ্ঠাতা।