গুয়াহাটি স্থাপত্যবিদ্যা মহাবিদ্যালয়
ধরন | প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান |
---|---|
স্থাপিত | ২০০৬ |
অধ্যক্ষ | এস. কে. নাওয়াজ আলি |
পরিচালক | বিশ্ব দত্ত |
শিক্ষার্থী | ৫০০ |
অবস্থান | , , |
অধিভুক্তি | আসাম বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয় |
ওয়েবসাইট | guwarchcollege |
গুয়াহাটি স্থাপত্যবিদ্যা মহাবিদ্যালয় (Guwahati College of Architecture) আসামের গুয়াহাটিতে অবস্থিত একটি উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। আসাম তথা উত্তর-পূর্বাঞ্চলে স্থাপত্যবিদ্যার শিক্ষার জন্য ২০০৬ সালে এই মহাবিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়।
মহাবিদ্যালয়টি গুজরাত-এর আহমদাবাদের কেন্দ্রীয় পরিবেশ পরিকল্পনা এবং প্রযুক্তিবিদ্যা বিশ্ববিদ্যালয়র সাথে ছাত্র-ছাত্রী এবং শিক্ষকদের আদানপ্রদানের বোঝাপড়ার চুক্তিতে স্বাক্ষর করেছে।[১] মহাবিদ্যালয়টি পিডিলাইট উৎকৃষ্ট পুরস্কারের জন্যেও অংশগ্রহণ করেছিলেন।[২]
শিক্ষা
[সম্পাদনা]মহাবিদ্যালয়টি স্থাপত্যবিদ্যার দুটি পাঠ্যক্রম দেয় :
- স্থাপত্যবিদ্যার স্নাতক (Bachelor of Architecture) – ৫ বছর
- স্থাপত্যবিদ্যার স্নাতকোত্তর (Master of Architecture) – ২ বছর[৩]
চৌহদ্দি
[সম্পাদনা]গুয়াহাটি স্থাপত্যবিদ্যা মহাবিদ্যালয় পশ্চিম গুয়াহাটির জু রোডে অবস্থিত।[৪] মহাবিদ্যালয়ের চৌহদ্দিতে একটি গ্রন্থাগার, একটি ৫৫০টি এক যুক্ত প্রেক্ষাগৃহ, দুটি কর্মশালা, ক্রীড়ার সুবিধা এবং কম্পিউটার কেন্দ্র আছে। গোটা মহাবিদ্যালয় চৌহদ্দিতে ওয়াই-ফাই ইন্টারনেটের সুবিধা আছে। এর শ্রেণীকক্ষসমূহে আধুনিক প্রযুক্তি যেমন ডিজিটাল অঙ্কন স্টুডিও ইত্যাদির সুবিধা আছে।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "About Us"। guwarchcollege.com। Guwahati College of Architecture। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।
- ↑ "Building Blocks"। telegraphindia.com। The Telegraph India। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১৫।
- ↑ "Courses"। guwarchcollege.com। Guwahati College of Architecture। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।
- ↑ "Top B Arch Colleges in Assam"। mapsofindia.com। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।
- ↑ "Campus"। guwarchcollege.com। Guwahati College of Architecture। ২৫ নভেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ নভেম্বর ২০১৫।