খিল রাজ রেগমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
খিল রাজ রেগমি
खिलराज रेग्मी
মন্ত্রীপরিষদের সভাপতি
ভারপ্রাপ্ত
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
১৪ মার্চ, ২০১৩
রাষ্ট্রপতিরাম বরণ যাদব
পূর্বসূরীবাবুরাম ভট্টরায়
নেপালের প্রধান বিচারপতি
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
৬ মে, ২০১১
নিয়োগদাতারাম বরণ যাদব
পূর্বসূরীরাম প্রসাদ শ্রেষ্ঠ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1949-05-31) ৩১ মে ১৯৪৯ (বয়স ৭৪)
পাল্পা, নেপাল
দাম্পত্য সঙ্গীশান্তা রেগমি
সন্তান
প্রাক্তন শিক্ষার্থীত্রিভুবন বিশ্ববিদ্যালয়
ধর্মহিন্দু

খিলরাজ রেগমি, ওজিডিবি, ওটিএসপি, (নেপালি: खिलराज रेग्मी; জন্ম: ৩১ মে, ১৯৪৯) পাল্পা জেলায় জন্মগ্রহণকারী নেপালের বর্তমান মন্ত্রী পরিষদের সভাপতি ও বিশিষ্ট রাজনীতিবিদ। মার্চ, ২০১৩ সাল থেকে তিনি সমঝোতামূলক প্রার্থী হিসেবে নেপালের বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। ২০১৩ সালের শুরুর দিকে বৃহৎ রাজনৈতিক দলগুলো রাজী হওয়ায় স্বলমেয়াদীভিত্তিতে মন্ত্রীপরিষদের সভাপতি হিসেবে নির্বাচন তত্ত্বাবধান ও তদারকীর জন্য তাকে মনোনীত করা হয়। অতঃপর ১৪ মার্চ, ২০১৩ তারিখে প্রেসিডেন্ট রাম বরণ যাদব তাকে শপথ বাক্য পাঠ করান।[১][২]

এছাড়াও, মে, ২০১১ সাল থেকে নেপালের প্রধান বিচারপতি রামপ্রসাদ শ্রেষ্ঠা’র অবসর গ্রহণের পর প্রেসিডেন্ট যাদব কর্তৃক প্রধান বিচারপতি হিসেবে নিযুক্তি লাভ করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

নেপালের পালপা জেলায় রেগমি জন্মগ্রহণ করেন। ১৯৭২ থেকে ১৯৭৪ সালের মধ্যে সুপ্রিম কোর্টে সেকশন অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর ১৯৭৪ থেকে ১৯৮৫ সময়কালে জেলা হাকিম হিসেবে দেশের বিভিন্ন জেলায় চাকরি করেন। প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা ডেপুটি রেজিস্ট্রার হিসেবে ১৯৯১ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টে মনোনীত হন। পাশাপাশি হাকিম ও মুখ্য হাকিমরূপে নেপালের বিভিন্ন আদালতে শুনানী কার্যক্রম পরিচালনা করেন। ২০০৩ সালে সুপ্রিম কোর্টের বিচারপতি হন। ৬ মে, ২০১১ তারিখে প্রধান বিচারপতি পদে নিয়োগপ্রাপ্ত হন রেগমি। বর্তমানে তিনি সরকারের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রীর কার্যাবলী পালন করে যাচ্ছেন। প্রধান রাজনৈতিক দলগুলোর সম্মতিক্রমে নিরপেক্ষ সরকার গঠনকল্পে ভীতিহীন, প্রভাবমুক্ত এবং সমতাসূচক নির্বাচন আয়োজন করাই তার প্রধান দায়িত্ব।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "CV Khil Raj Regmi"Supreme Court of Nepal। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৩ 
  2. "CJ Regmi assumes office"The Kathmandu Post। ৬ মে ২০১১। ১৭ মার্চ ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২ 
  3. "Regmi named new Chief Justice"The Kathmandu Post। ১১ এপ্রিল ২০১১। ২৪ এপ্রিল ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২ 
  4. "Hearing for new chief justice"The Kathmandu Post। ২৯ এপ্রিল ২০১১। ১৫ মে ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১২