কারাগার (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কারাগার
পরিচালককালাম কায়সার
প্রযোজকইমরুল শাহেদ
রচয়িতাওয়াকিল আহমেদ (সংলাপ)
চিত্রনাট্যকারকালাম কায়সার
কাহিনিকারওয়াকিল আহমেদ
শ্রেষ্ঠাংশে
সুরকারফরিদ আহমেদ
চিত্রগ্রাহকসিরাজুল ইসলাম সিরাজ
সম্পাদকআলাউদ্দিন আলাল
পরিবেশকতন্নি তন্ময় কথাচিত্র
মুক্তি
  • ৭ জানুয়ারি ২০০৩ (2003-01-07)[১]
দেশবাংলাদেশ
ভাষাবাংলা

কারাগার কালাম কায়সার পরিচালিত ২০০৩ সালের বাংলাদেশী মারপিটধর্মী নাট্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন ইমরুল শাহেদ এবং পরিবেশনা করে তন্নি তন্ময় কথাচিত্র। এর কাহিনী ও সংলাপ লিখেছেন ওয়াকিল আহমেদ এবং চিত্রনাট্য লিখেছেন কালাম কায়সার। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, পপি, শাহনূর ও ফাহিম।

চলচ্চিত্রটি ২০০৩ সালের ৭ই জানুয়ারি মুক্তি পায়। পপি এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য ২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে পুরস্কার অর্জন করেন।[২]

অভিনয়শিল্পীদল[সম্পাদনা]

সঙ্গীত[সম্পাদনা]

চলচ্চিত্রটির সঙ্গীত পরিচালনা করেছেন ফরিদ আহমেদ। গীত রচনা করেছেন মনিরুজ্জামান মনির, মিল্টন খন্দকার, কবির বকুল ও সালাম মাহমুদ। গানে কণ্ঠ দিয়েছেন কনকচাঁপা, আসিফ আকবর, ডলি সায়ন্তনী, বেবী নাজনীনমনির খান। "কেউ বলে পথকলি" গানটির গীত রচনা ও সুর করেছেন ফকির শাহাবুদ্দিন

গানের তালিকা[সম্পাদনা]

নং.শিরোনামগীতিকারসুরকারকণ্ঠশিল্পী(গণ)দৈর্ঘ্য
১."কেউ বলে পথকলি"ফকির শাহাবুদ্দিনফকির শাহাবুদ্দিন  
২."এই জন্মটা একবার"মনিরুজ্জামান মনিরফরিদ আহমেদআসিফ আকবরডলি সায়ন্তনী৪:৪১
৩."দেখ নারে আমারে" ফরিদ আহমেদডলি সায়ন্তনী৩:৫৪
৪."দিন কেটে যায়" ফরিদ আহমেদমনির খান ও ডলি সায়ন্তনী৩:৫৮

পুরস্কার ও মনোনয়ন[সম্পাদনা]

পুরস্কার বিভাগ মনোনীত ফলাফল সূত্র
২৮তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার শ্রেষ্ঠ অভিনেত্রী পপি বিজয়ী [৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৬৩২। আইএসবিএন 984-70194-0045-9 
  2. শাওন, রাশেদ। "চার দশকে আমাদের সেরা চলচ্চিত্রগুলো"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৮ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ নভেম্বর ২০১২ 
  3. "জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্তদের নামের তালিকা (১৯৭৫-২০১২)" (পিডিএফ)এফডিসিবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন 

বহিঃসংযোগ[সম্পাদনা]