উমা থারম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
উমা থারম্যান
Uma Thurman
২০১১ সালে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে থারম্যান
জন্ম
উমা করুণা থারম্যান

(1970-04-29) ২৯ এপ্রিল ১৯৭০ (বয়স ৫৩)
পেশাঅভিনেত্রী, মডেল
কর্মজীবন১৯৮৫-বর্তমান
দাম্পত্য সঙ্গীগ্যারি ওল্ডম্যান (বি. ১৯৯০; বিচ্ছেদ. ১৯৯২)
ইথান হক (বি. ১৯৯৮; বিচ্ছেদ. ২০০৫)
সঙ্গীআরপাড বুসন (২০০৭-২০০৯; ২০১১-২০১৪)
সন্তান৩, মায়া হক-সহ
পিতা-মাতারবার্ট থারম্যান
নিনা ভন শ্লেব্রুজ

উমা করুণা থারম্যান (ইংরেজি: Uma Karuna Thurman; জন্ম: ২৯ এপ্রিল ১৯৭০)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী ও মডেল। তিনি প্রণয়ধর্মী হাস্যরসাত্মক থেকে শুরু করে নাট্যধর্মী, বিজ্ঞান কল্পকাহিনি ও মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৮৫ সালের ডিসেম্বর থেকে ১৯৮৬ সালের মে মাসে ব্রিটিশ ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে মডেল হিসেবে কাজ করার পর তিনি ডেঞ্জারাস লিয়াজুঁ (১৯৮৮) চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি কোয়েন্টিন টারান্টিনোর পাল্প ফিকশন (১৯৯৪) ছবিতে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব পুরস্কারবাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তাকে প্রায়ই টারান্টিনোর অনুপ্রেরণা-প্রদানকারী হিসেবে আখ্যায়িত করা হয়[২] এবং তিনি টারান্টিনোর কিল বিল চলচ্চিত্র যুগলে (২০০৩-২০০৪) প্রধান নারী চরিত্রে অভিনয় করে আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৩]

তার অন্যান্য উল্লেখযোগ্য চলচ্চিত্র হল হেনরি অ্যান্ড জুন (১৯৯০), দ্য ট্রুথ অ্যাবাউট ক্যাটস অ্যান্ড ডগস (১৯৯৬), ব্যাটম্যান অ্যান্ড রবিন (১৯৯৭), গ্যাটাকা (১৯৯৭), লে মিজেরাবল (১৯৯৮), দ্য প্রডিউসার্স (২০০৫), মাই সুপার এক্স-গার্লফ্রেন্ড (২০০৬) এবং লার্স ফন ট্রায়ারের নাইম্ফোম্যানিয়াক (২০১৩) ও দ্য হাউজ দ্যাট জ্যাক বিল্ট (২০১৮)। ২০১১ সালে থারম্যান কান চলচ্চিত্র উৎসবের ৬৪তম আয়োজনের মূল প্রতিযোগিতার জুরি সদস্য এবং ২০১৭ সালে ৭০তম আয়োজনের অঁ সের্তে রেগার বিভাগের জুরি সভাপতি ছিলেন।

টেলিভিশনে তিনি এইচবিওর টিভি চলচ্চিত্র হিস্টেরিক্যাল ব্লাইন্ডনেস (২০০২)-এ অভিনয় করে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন এবং এনবিসির পাঁচ পর্বের সঙ্গীতধর্মী ধারাবাহিক স্ম্যাশ (২০১২)-এ অভিনয় করে নাট্যধর্মী ধারাবাহিকে সেরা অতিথি অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[৪] তিনি মিনি ধারাবাহিক দ্য স্ল্যাপ (২০১৫) ও ধারাবাহিক ইমপোস্টার্স (২০১৭-২০১৮)-এ শ্রেষ্ঠাংশে অভিনয় করেন। দ্য প্যারিসিয়ান ওম্যান (২০১৭-২০১৮) মঞ্চনাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার ব্রডওয়ে মঞ্চে অভিষেক ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Uma Thurman - Actors and Actresses - Films as Actress:, Other Films:, Publications"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯ 
  2. হিডেগার্ড, এরিক (২৯ এপ্রিল ২০০৪)। "Quentin Tarantino and Uma Thurman: A Magnificent Obsession"রোলিং স্টোন (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯ 
  3. "Uma Thurman"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯ 
  4. জোন্স, কেনেথ (১৯ জুলাই ২০১২)। "Uma Thurman's 'Smash' Turn Is Emmy-Nominated, So Is Choreography and Music; Jim Parsons, Denis O'Hare, Tonys Also Honored"প্লেবিল (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]