আলাপ:ভারতে বাংলা ভাষা আন্দোলন

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

অপসারণের আপত্তি[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... বাংলা ভাষার অধিকারের জন্য ভারতে সর্ব প্রথম আন্দোলন হয় এবং সেটির ঐতিহাসিক দলিল আছে। সেই সমস্তই এই উইকিপেডিয়া নিবন্ধে সূত্র হিসাবে দেওয়া হয়েছে/হচ্ছে/হবে। অর্থাৎ এটি কোনো ভাবেই অপসারণের যোগ্য় নয়। তথ্য় সূত্র থাকলে সেইটিকে আশাকরি স্বরচিত বলে গন্য করাহয় না!!! সুতরাং যে অপসারণের ট্যাগ লাগানো হয়েছে এবং স্বরচিত বলে বলা হয়েছে সেটি সম্পূর্ণ ভাবে অর্বাচীন প্রতিভাত হচ্ছে। আমি এই অপসারণ ট্যাগের তীব্র বিরিধিতা করছি। Ami.bangali 2ed

@Ami.bangali 2ed: ভারতে সংঘটিত ভাষা আন্দোলন নিয়ে ইতিমধ্যেই বাংলা উইকিপিডিয়াতে নিবন্ধ আছে। আপনি এই তালিকায় ভাষা আন্দোলন সংক্রান্ত নিবন্ধসমূহ পাবেন। আলোচ্য নিবন্ধে উল্লেখিত ছত্তিশগঢ়ের ঘটনা ইতিমধ্যেই বাংলা ভাষা আন্দোলন (মানভূম)তে বিস্তারিত বর্নিত। S Shamima Nasrin (আলাপ) ১১:০৫, ২১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

নিবন্ধ টি ভারতের ভাষা আন্দোলন। সেই নিবন্ধে সব ভাষা আন্দোলনের কিছু উল্লেখ থাকবেই। বৃহত আকারে পড়ার জন্য জানার জন্য বাকি মূল নিবন্ধ তো আছেই। Ami.bangali 2ed (আলাপ) ১৯:২০, ২১ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

: আমি এই নিবন্ধের দ্রুত অপসারণ কিংবা অপসারণ প্রস্তাবণা সমর্থন করি না। কিন্তু অপসারণ ট্যাগ কোনপ্রকার আলোচনা ছাড়া একক সিদ্ধান্তে সরিয়ে ফেলা সমর্থনযোগ্য নয়। কোন নিবন্ধে অপসারণ প্রস্তাবনা মানেই সেটা অপসারণ নয়। ফেরদৌস২১:৪৮, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

প্রশাসক ফেরদৌস সঠিক বলেছেন। অপসারণ প্রস্তাবনা আর অপসারণ এক জিনিস নয়। আমার তৈরি প্রথমদিককার কিছু নিবন্ধেও এরকম প্রস্তাব এসেছিল। পরে তার পূনর্বিবেচনা হয়। এই নিবন্ধটি উন্নত করলে খুব ভাল মানসম্মত নিবন্ধ হতে পারে। রেখে দেওয়া হোক। Pinakpani (আলাপ) ০৯:১৫, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি) Pinakpani (আলাপ) ০৯:১৫, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

অপসারণের আপত্তি[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ এটিতে এখনো কাজ চলছে। নির্ভরযোগ্য তথ্যসূত্র দেওয়া হয়েছে। কল্যাণ সরকার (আলাপ) ২০:১৮, ২২ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উপমহাদেশের প্রথম ভাষা আন্দোলন[সম্পাদনা]

@Ferdous: উপমহাদেশের প্রথম বাংলা ভাষা আন্দোলনের স্থান মানভূম। যা সংগঠিত হয় ১৯৪০ থেকে। এর যথাযথ প্রমান অর্থাৎ লিংক( ব্লগের লিঙ্ক নয়) দেওয়া হয়েছিলো। সেটা মোছা হয়েছে। এর কারণ কি?? উপযুক্ত তথ্যসূত্র থাকলেও সেই সম্পাদনা কি করে মোছা যায়?? পশ্চিমবাংলা (আলাপ) ০৩:১৪, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

উপমহাদেশের প্রথম বাংলা ভাষা আন্দোলন মানভূমে হয়েছিলো। উপযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে লেখা হলেও সেটা কেন মুছে দেওয়া হলো তার উপযুক্ত কারণ জানানো হলো না, এবার আমি কি আমার পুরনো সম্পাদনা ফেরাতে পারি?? পশ্চিমবাংলা (আলাপ) ১৩:০৮, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

বিহার ও মানভূমের ভাষা আন্দোলন[সম্পাদনা]

মানভূমে ভাষা আন্দোলনের মাধ্যমে বাঙালিরা তাদের স্বাধীন পুরুলিয়া জেলা পায়।কিন্তু বিহারের বাকি অংশ ভাষা আন্দোলন বর্তমানেও প্রাসঙ্গিক। ভাষার দাবিতে এই আন্দোলন এখনো চলছে। অর্থাৎ দুটি ভিন্ন প্রেক্ষাপট ও এবং সময় সরণিতেও ভিন্ন। সুতরাং দুটি ভিন্ন ভাষা আন্দোলন। এই দুটিকে একত্র করার তীব্র আপত্তি জানাচ্চি। পশ্চিমবাংলা (আলাপ) ০৩:২৪, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আসামের বরাক ও ব্রহ্মপুত্র উপতক্যার ভাষা আন্দোলন[সম্পাদনা]

@Ferdous: বিহারের ভাষা আন্দোলনের মতন এখানেও দুটি ভিন্ন সময়য়ে ঘটা দুটি আন্দোলন। বরাকের ভাষা আন্দোলনের মাধ্যমে সেখানে বাংলা ভাষা ও বাঙালিরা তাদের অধিকার সম্পূর্ন ভাবে প্রতিষ্ঠা করেছে। কিন্তু আসামের বাকি অংশে অর্থাৎ ব্রহ্মপুত্র উপতক্যার আন্দোলন এখনো প্রাসঙ্গিক, এখনো আন্দোলন চলছে । সেই অংশ কখনোই বরাকের সাথে যুক্ত হতে পারে। দুটি কে এক করার তীব্র প্রতিবাদ করছি। পশ্চিমবাংলা (আলাপ) ০৩:২৯, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ভাষা আন্দোলনের প্রেক্ষাপট প্রসঙ্গ[সম্পাদনা]

@Ferdous: দ্বিজাতি তত্ত্বে ভারত ভাগ হয়ে পাকিস্তান তৈরি হয়। এবং স্বাধীনতার পর ভারত হয় ধর্মনিপক্ষ দেশ, কিন্তু পাকিস্তান হয় মুসলিম রাষ্ট্র। প্রসঙ্গত অধুনা বাংলাদেশও একটি মুসলিম রাষ্ট্র। সুতরাং পাকিস্তান যে ব্রিটিশ ভারতের মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র হিসেবে গণ্য হয় তার যথার্ত প্রমান আছে। অপরপক্ষে ধর্মনিরপেক্ষ ভারত থেকে ঠিক কত পরিমান বাঙালি মুসলিম পাকিস্তানে গেছে তার হিসাব আমার জানা নেই। আপনি কি একটু পরিসংখ্যান দিতে পারেন?? জিন্নার পৃথক পাকিস্তানের দাবি কি ভুলে গেছেন? এই ধরণের তথ্যকে বিকৃত করে মনগড়া সম্পাদনা করা ইতিহাসকে চেপে দেওয়ার অভিসন্ধি প্রকাশ পাচ্চে না??!! পশ্চিমবাংলা (আলাপ) ০৩:৪২, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

আমি আপনাকে কিছুই দিতে আগ্রহী নই। উইকিপিডিয়া ব্যক্তিগত ধ্যান ধারণা, বিশ্বাস লক্ষ্য প্রকাশের স্থান নয়। স্ট্রং তথ্যসূত্র না থাকলে ট্রিভিয়াল তথ্যসূত্র দিয়ে প্রকাশ করা সকল তথ্যই মুছে ফেলতে পারেন যে কোন উইকিপিডিয়ান। আর উইকিপিডিয়ার স্তম্ভসমূহের মধ্যে দুটি বিষয় আছে উল্লেখযোগ্যতা এবং বিশ্বকোষীয় মান। আপনি কিছু ক্ষেত্রে একই ঘটনাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে লিখছেন। ব্লগের মত বর্ণনায় দীর্ঘসূত্রতা আনছেন। এটা বিশ্বকোষের জন্য কাম্য হতে পারেনা।

ভারত ধর্মনিরপেক্ষ রাষ্ট্র এটা নিয়ে আমার কোন আপত্তি নেই। তবে দ্বিজাতিতত্ত্ব এবং এর ভিত্তিতে ভাগ হওয়া দুটি রাষ্ট্র গঠনের সময়ে রাষ্ট্র দুটির ঐ পরিচয় ছিলো। আর আমি কোথাও উল্লেখ করিনি যে ভারত হিন্দু রাষ্ট্র। মনগড়া তথ্য কোথাও আমি দেইনি। বরং আপনার ব্লগ ধাঁচের লেখাকে উইকিশৈলীতে আনতে আমার আধা রাত কেটে গেলো। আপনি আসামের ঘটনাকে বরাক ভ্যালি ও ব্রহ্মপুত্র ভ্যালীতে ভাগ করতে চাইলে আসাম অনুচ্ছেদের অধীনে অনুচ্ছেদ তৈরী করে লিখুন। সব শেষে আবারো অনুরোধ থাকবে ভাষার নিরপেক্ষতা বজায় রাখুন। বক্তব্যে তথ্যসূত্র আনুন, ব্যক্তি আক্রমণ নয়। ফেরদৌস০৯:১৯, ২৪ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)[উত্তর দিন]

ভারতে বাংলা ভাষা আন্দোলন[সম্পাদনা]

ভারতে বাংলা ভাষা আন্দোলন- এই নিবন্ধটি নিয়ে বেশ কিছু সমস্যা এখানে আলোচনা হয়েছে। অনেকেই এই নিবন্ধের তথ্যসূত্র নিয়ে প্রশ্ন তুলেছেন। কিন্তু আমাদের ভাবা উচিত যেই এই নিবন্ধটি লেখে থাকুক সে বাংলা ভাষার জন্য বাঙালির সংগ্রামের কথা বাংলা উইকিতে তুলে ধরেছেন। ভারতের যে বিভিন্ন অংশে বাঙালি যে বাংলা ভাষার জন্য লড়াই করছে তারই প্রকাশ ঘটেছে এই নিবন্ধে। ভাষা আন্দোলনের কথা আসলে পূর্ব বঙ্গ তথা বাংলাদেশের কথা আসবে। তবে সকলকে একটা কথা মনতে হবে যে ১৯৫২ এর ভাষা আন্দোলন কিন্তু বাংলাদেশের প্রতিটি বাঙালি এক সঙ্গে সেই আন্দোলনে যোগ দিয়েছিল এবং একটি ভাষা আন্দোলন চলেছিল। কিন্তু ভারতে তেমন ঘটেনি। ভারতে বিভিন্ন প্রদেশের বাঙালি নিজেদের মত করে বাংলা ভাষার জন্য আন্দোলন করেছে। ফলে প্রতিটি আন্দোলনকে একটি নিবন্ধ লেখার জন্য ভারতে বাংলা ভাষা আন্দোলন- এমনি একটি নিবন্ধ। ফলে সকলের কাছে অনুরোধ এই নিবন্ধটির মানউন্নয় করার জন্য। আমি এই নিবন্ধে তথ্যসূত্র যোগের চেষ্টা চালাছি। আমি আশা করছি দ্রুত নিবন্ধটি থেকে ট্যাগ গুলি তুলে নেওয়া হবে।আর একটি কথা পশ্চিমবাংলা ও Ami.bangali 2ed আপনাদের কাছে অনুরোধ রইল সকলের সঙ্গে সংযত থেকে কথা বলার। এখানে সকলে বাংলা ভাষার জন্য লেখা লেখি করে । কেউ আপনার শতরু না। ধন্যবাদখাঁ শুভেন্দু (আলাপ) ০৭:১২, ৫ জানুয়ারি ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]