আদ্রিয়া সান্তোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আদ্রিয়া সান্তোস
২০১৬ প্যারালিম্পিক্সে সান্তোস (ডানদিকে)
ব্যক্তিগত তথ্য
জন্ম১১ অগস্ট ১৯৭৪
নানুক, ব্রাজিল[১]
ক্রীড়া
ক্রীড়াপ্যারালিম্পিক অ্যাথলেটিক্স
অক্ষমতার শ্রেণিবিন্যাসT11
বিভাগস্প্রিন্ট
পদকের তথ্য

আদ্রিয়া সান্তোস (ইংরেজি: Ádria Santos; জন্ম: ১১ অগস্ট ১৯৭৪) হলেন ব্রাজিলের একজন অবসরপ্রাপ্ত প্যারালিম্পিক স্প্রিন্টার। তিনি প্রায় অন্ধ হয়ে জন্মেছিলেন, ১৯৯৪ খ্রিস্টাব্দে তিনি তাঁর দৃষ্টিশক্তি পুরোপুরি হারিয়েছিলেন। তিনি ১৯৮৮ থেকে ২০০৮ খ্রিস্টাব্দ পর্যন্ত পর পর ছটা প্যারালিম্পিকসে টি - ১১ বিভাগে অংশগ্রহণ করেছিলেন এবং প্রত্যেক বার কমপক্ষে একটি করে পদক জিতেছিলেন।[১] তিনি ২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একজন মশাল বহনকারী ছিলেন।

সান্তোস ২০০৩ খ্রিস্টাব্দে একজন প্রাক্তন পোল ভল্টার রাফায়েলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, যিনি তাঁর পথপ্রদর্শক এবং প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে, এই দম্পতির একটা কন্যা সন্তান আছে।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ádria Santos. brasil2016.gov.br
  2. Husband, rope help blind runner reach Paralympc podium. Chinadaily.com.cn (10 September 2008). Retrieved on 2016-09-18.

বহির্সংযোগসমূহ[সম্পাদনা]