অ্যালি ম্যাকগ্র

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
অ্যালি ম্যাকগ্র
Ali MacGraw
১৯৭২ সালে ম্যাকগ্র
জন্ম
এলিজাবেথ অ্যালিস ম্যাকগ্র

(1939-04-01) ১ এপ্রিল ১৯৩৯ (বয়স ৮৫)
পেশাঅভিনেত্রী, মডেল, লেখিকা, প্রাণি অধিকারকর্মী
কর্মজীবন১৯৬৮-বর্তমান
দাম্পত্য সঙ্গীরবিন হোয়েন (বি. ১৯৬১; বিচ্ছেদ. ১৯৬২)
রবার্ট ইভান্স (বি. ১৯৬৯; বিচ্ছেদ. ১৯৭২)
স্টিভ ম্যাকুইন (বি. ১৯৭৩; বিচ্ছেদ. ১৯৭৮)
সন্তানজশ ইভান্স

এলিজাবেথ অ্যালিস "অ্যালি" ম্যাকগ্র (ইংরেজি: Elizabeth Alice "Ali" MacGraw; জন্ম: ১ এপ্রিল ১৯৩৯)[১] হলেন একজন মার্কিন অভিনেত্রী, মডেল, লেখিকা ও প্রাণি অধিকারকর্মী। তিনি গুডবাই, কলম্বাস (১৯৬৯) চলচ্চিত্রে অভিনয় করে প্রথম খ্যাতি অর্জন করেন এবং এই কাজের জন্য বর্ষসেরা নবাগত অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন। তিনি ১৯৭০ সালে লাভ স্টোরি চলচ্চিত্রে অভিনয় করে আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি অর্জন করেন এবং এই কাজের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কারের মনোনয়ন লাভ করেন এবং সেরা নাট্য চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

ম্যাকগ্র ১৯৭২ সালে বিশ্বের শীর্ষ নারী বক্স অফিস তারকা হিসেবে গণ্য হন[২] এবং মাত্র তিনটি চলচ্চিত্রে কাজ করেও এই খ্যাতি অর্জন করায় গ্রম্যান্‌স চাইনিজ থিয়েটারে তার হস্ত ও পায়ের ছাপ যুক্ত করা হয়। তিনি পরবর্তী কালে কয়েকটি জনপ্রিয় মারপিটধর্মী চলচ্চিত্র দ্য গেটঅ্যাওয়ে (১৯৭২) ও কনভয় (১৯৭৮); প্রণয়মূলক ক্রীড়া-নাট্যধর্মী চলচ্চিত্র প্লেয়ার্স (১৯৭৯); হাস্যরসাত্মক চলচ্চিত্র জাস্ট টেল মি হোয়াট ইউ ওয়ান্ট (১৯৮০) এবং ঐতিহাসিক উপন্যাস ভিত্তিক টেলিভিশন ধারাবাহিক দ্য উইন্ডস অব ওয়ার (১৯৮৩)। ১৯৯১ সালে তিনি তার আত্মজীবনী মুভিং পিকচার্স প্রকাশ করেন।

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

অ্যালি ম্যাকগ্র।

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্রের শিরোনাম মূল শিরোনাম চরিত্র টীকা
১৯৬৮ আ লাভলি ওয়ে টু ডাই A Lovely Way to Die মেলোডি
১৯৬৯ গুডবাই, কলম্বাস Goodbye, Columbus ব্রেন্ডা প্যাটিমকিন বর্ষসেরা নবাগত অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

মনোনীত - শ্রেষ্ঠ নবাগত বিভাগে বাফটা পুরস্কার

১৯৭০ লাভ স্টোরি Love Story জেনিফারর ক্যাভালারি সেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার

শ্রেষ্ঠ বিদেশি অভিনেত্রী বিভাগে দাভিদ দি দোনাতেল্লো মনোনীত - শ্রেষ্ঠ অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কার

১৯৭২ দ্য গেটওয়ে The Getaway ক্যারল ম্যাকয়

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Ali MacGraw Biography (1939-)"ফিল্ম রেফারেন্স (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ 
  2. "Poll Names Charles Bronoson, Ali MacGraw, Sean Connery"টলেডো ব্লেড (ইংরেজি ভাষায়)। ২০ জানুয়ারি ১৯৭২। সংগ্রহের তারিখ ১ এপ্রিল ২০১৯ – গুগল নিউজ-এর মাধ্যমে। 

বহিঃসংযোগ[সম্পাদনা]