হাইনরিখ হাইনে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
হাইনরিশ হাইনে
মরিস ড্যানিয়াল অপেনহেমের আঁকা হাইনের একটি প্রতিকৃতি
মরিস ড্যানিয়াল অপেনহেমের আঁকা হাইনের একটি প্রতিকৃতি
জন্মহাইনরিশ হাইনে
(১৭৯৭-১২-১৩)১৩ ডিসেম্বর ১৭৯৭
ডুসেল্ডওর্ফ, জার্মানি
মৃত্যু১৭ ফেব্রুয়ারি ১৮৫৬(1856-02-17) (বয়স ৫৮)
প্যারিস, ফ্রান্স
পেশাকবি, রচনাকার, সাংবাদিক, সাহিত্য সমালোচক
জাতীয়তাজার্মান
নাগরিকত্বজার্মান
শিক্ষা প্রতিষ্ঠানবন
বার্লিন
গ্যটিঙেন
সাহিত্য আন্দোলনরোমান্টিসিজম
উল্লেখযোগ্য রচনাবলিBuch der Lieder, Reisebilder, Germany. A Winter's Tale, Atta Troll, Romanzero
আত্মীয়সলোমন হাইনে, গুস্তাভ হাইনে ভন গেলদার্ন

ক্রিশ্চিয়ান যোহান হাইনরিশ হাইনে (জার্মান: Christian Johann Heinrich Heine) (ডিসেম্বর ১৩, ১৭৯৭ - ফেব্রুয়ারি ১৭, ১৮৫৬) ছিলেন জার্মান কবি, সাংবাদিক, গদ্যকার এবং সাহিত্য সমালোচক। জার্মানির বাইরে তিনি মূলত প্রথমদিকের গীতধর্মী কবিতাগুলোর জন্য জনপ্রিয় হন। তার কবিতাগুলো পরবর্তীতে রবার্ট স্যুম্যান ও ফ্রেঞ্জ স্যুম্যানের মত বিখ্যত সঙ্গিত পরিচালকরা কম্পোজ করে সঙ্গীতে রুপান্তর করেন। তার অনেক কবিতা রাজনৈতীক ব্যাঙ্গ বিদ্রুপময় হওয়ায় জার্মান সরকার সেগুলো নিষিদ্ধ ঘোষণা করেছিল। তিনি তার জীবনের শেষ পচিশ বছর ফ্রান্সে নির্বাসনে কাটান এবং ১৭ ফেব্রুয়ারি ১৮৫৬ সালে পরলোক গমন করেন।[১]

গ্যালারি[সম্পাদনা]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Sammons in Heinrich Heine: Alternative Perspectives 1985-2005 , p. 343,344

উৎস[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

ইংরেজি ভাষায়[সম্পাদনা]

জার্মান ভাষায়[সম্পাদনা]