বছর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Year থেকে পুনর্নির্দেশিত)
একবছর দিনের নির্দিষ্ট সময়ে সূর্যের অবস্থান বদল ইলাস্ট্রেশন

এক বছর বলতে সূর্যকে ঘিরে কক্ষপথে পৃথিবী ঘোরার সময় একই ঘটনা দুইবার ঘটার মধ্যে সময়ের ব্যবধানকে বোঝায়। যেকোন গ্রহের ক্ষেত্রেই এই সংজ্ঞা প্রযোজ্য। যেমন - মঙ্গল গ্রহের বছর বলতে মঙ্গল গ্রহের জন্য এক বছরকে বোঝায়।

প্রতীক[সম্পাদনা]

প্রতীক a[সম্পাদনা]

এসআই উপসর্গ গুণক[সম্পাদনা]

Ka বা কিলোবর্ষ (kiloannus জন্য), এক হাজার (১০) বছর সমান সময়ের একটি একক

Ma বা মেগাবর্ষ (megaannus-এর জন্য), দশ লক্ষ (১০) বছর সমান সময়ের একটি একক।

Ga বা গিগাবর্ষ (gigaannus-এর জন্য), একশো কোটি (১০) বছর সমান সময়ের একটি একক।

Ta বা টেরাবর্ষ (teraannus-এর জন্য), এক লক্ষ কোটি (১০১২) বছর সমান সময়ের একটি একক।

Pa বা পিটাবর্ষ (petaannus-এর জন্য), দশ কোটি কোটি (১০১৫) বছর সমান সময়ের একটি একক।

Ea বা এক্সাবর্ষ (exaannus-এর জন্য), দশ হাজার কোটি কোটি (১০১৮) বছর সমান সময়ের একটি একক।

প্রতীকসমূহ y এবং yr[সম্পাদনা]

এসআই সংক্ষেপ নয় এসআই-পূর্বনির্ধারিত সমতুল্য মাত্রার ক্রম
kyr ka
  • হাজার বছর
myr Ma
  • দশ লাখ বছর
byr Ga
  • শত কোটি বছর
kya বা tya "ka ago"
mya "Ma ago"
bya বা gya "Ga ago"

তথ্যসূত্র[সম্পাদনা]