উইল এইটকিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Will Aitken থেকে পুনর্নির্দেশিত)

উইল এইটকিন একজন মার্কিন-কানাডিয়ান ঔপন্যাসিক, সাংবাদিক এবং চলচ্চিত্র পরিচালক।[১][২]

১৯৭৪ সালে মন্ট্রিল শহরে তিনি প্রথম Librairie L'Androgyne নামে এলজিবিটি বইয়ের দোকান চালু করেন।[১] তিনি কাজের বৈচিত্র্য হিসেবে বিভিন্ন সময় সিবিসি, বিবিসি, ন্যাশনাল পাবলিক রেডিও, দ্য গ্লোব এন্ড মেইল, মাচলিন, প্যারিস রিভিউ, ক্রিস্টোফার স্ট্রিট এবং ন্যাশনাল পোস্টের সাহিত্য কলাকৌশলী ও চলচ্চিত্র সমালোচক হিসেবে কাজ করেছেন।[৩]

১৯৮৯ সালে তিনি তার প্রথম উপন্যাস টেরে হাট প্রকাশ করেন।[৪] তিনি এরপর আরো তিনটি উপন্যাস প্রকাশ করেন।[৩]

তিনি সাম্প্রতিক সময়ে মন্ট্রিলের ডসন কলেজে চলচ্চিত্র শিক্ষা নিয়ে পাঠদান করছেন।[১] ২০১১ সালে, তিনি লুচিনো ভিসকনটির ১৯৭১ সালের চলচ্চিত্র ডেথ ইন ভিনিসের উপর একটি জটিল বিশ্লেষনী লেখা প্রকাশ করেন। এটি আর্সেনাল পাল্প প্রেসের কুয়ির ফিল্ম ক্লাসিক সিরিজের অংশ হিসেবে প্রকাশিত হয়। এর নাম ছিল Death in Venice: A Queer Film Classic[১]

কাজ[সম্পাদনা]

উপন্যাস[সম্পাদনা]

গবেষণাধর্মী বই[সম্পাদনা]

সংকলন[সম্পাদনা]

  • Madder Love: Queer Men and the Precincts of Surrealism (ed. Peter Dubé). ২০০৮

তথ্যসূত্র[সম্পাদনা]