অঘোষ মূর্ধন্য স্পর্শধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Voiceless retroflex plosive থেকে পুনর্নির্দেশিত)

অঘোষ মূর্ধন্য স্পর্শধ্বনি একটা ব্যঞ্জনধ্বনি। এই ব্যঞ্জনধ্বনিটা বিশ্বের অনেকগুলো কথ্য ভাষায় ধ্বনিমূলক হিসাবে ব্যবহার করা হয়।

আইপিএতে [ʈ]
বাংলা লিপিতে ট্‌‌‌ যেমন "টান", "কাটা", "ইট", ইত্যাদি।

বর্তমান বাংলা ভাষায় "ট" বর্ণের বিভিন্নভাবে উচ্চারণ করা হয়। জিহ্বার ডগাটি উল্টিয়ে মূর্ধার কাছে স্পর্শ করে উচ্চারণ করলে এটি সঠিক মূর্ধন্যধ্বনি বলা হয়। জিহ্বার ডগাটি দাঁতের পেছনের কঠিন অংসে স্পর্শ করলে এটি দন্ত্যমূলীয়ধ্বনি বলা হয়, ইংরেজিতে যেমন উচ্চারিত।