ভিস্তুলা নদী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Vistula থেকে পুনর্নির্দেশিত)
ভিস্তুলা নদী
প্রাকৃতিক বৈশিষ্ট্য
মোহনাGdańsk Bay, Baltic Sea
দৈর্ঘ্য১,০৪৭ কিমি (৬৫১ মাইল)
মানচিত্রে ভিস্ত্তুলা নদী
নদীটির নৈস্বর্গিক সৌন্দর্য

ভিস্তুলা নদী (পোলীয়: Wisła) পোল্যান্ডের দীর্ঘতম নদী এবং পূর্ব ইউরোপের অন্যতম প্রধান নদী। এর দৈর্ঘ্য ১,০৯০ কিলোমিটার। এটি দক্ষিণ-পশ্চিম (পোল্যান্ডে

কার্পেথীয় পর্বতমালা) উত্তর ঢালে উৎপত্তিলাভ করে প্রথমে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, এরপর পর্যায়ক্রমে পূর্ব দিকে ও পশ্চিম দিকে বাঁক নিয়েছে। বাল্টিক সাগরের বাহু গদান্‌স্ক উপসাগরে পতনের আগে এটি দুইটি জলপ্রণালীতে শাখায়িত হয়েছে। এর প্রধান উপনদীগুলি মধ্যে আছে সান, নারেভ, বুগ এবং বর্দা নদী। ছোট নৌযানের মাধ্যমে ভিস্তুলার প্রায় সমস্ত অংশে পরিবহন সম্ভব। এটি খালের মাধ্যমে ওডার নদীব্যবস্থার সাথে সংযুক্ত। ভিস্তুলার উপরে অবস্থিত প্রধান পোলীয় নদীবন্দর শহরগুলির মধ্যে আছে ক্রাকভ, ওয়ারস, এবং তোরুন। এর মোহনার পশ্চিমে গদান্‌স্ক সমুদ্রবন্দর অবস্থিত।