ভিশল সিং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Vishaul Singh থেকে পুনর্নির্দেশিত)
ভিশল সিং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামভিশল অ্যান্থনি সিং
জন্ম (1989-01-12) ১২ জানুয়ারি ১৯৮৯ (বয়স ৩৫)
জর্জটাউন, গায়ানা
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনলেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৩১১)
২১ এপ্রিল ২০১৭ বনাম পাকিস্তান
শেষ টেস্ট৪ মে ২০১৭ বনাম পাকিস্তান
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০৯ - ২০১৬গায়ানা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৭৬
রানের সংখ্যা ৬৩ ৩,৯৮৫ ২১৩
ব্যাটিং গড় ১০.৫০ ৩৩.২০ ৩০.৪২
১০০/৫০ ০/০ ৮/১৮ ০/০
সর্বোচ্চ রান ৩২ ১৬১ ৪৯
বল করেছে - ৭৬ -
উইকেট - -
বোলিং গড় - ০.০০ -
ইনিংসে ৫ উইকেট -
ম্যাচে ১০ উইকেট -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ২/– ৪৯/– ০/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৩০ অক্টোবর ২০২০

ভিশল অ্যান্থনি সিং (ইংরেজি: Vishaul Singh; জন্ম: ১২ জানুয়ারি, ১৯৮৯) জর্জটাউন এলাকায় জন্মগ্রহণকারী গায়ানীয় বংশোদ্ভূত ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। ২০১০-এর দশকের মাঝামাঝি সময়কাল থেকে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে গায়ানা দলের প্রতিনিধিত্ব করেন ভিশল সিং। দলে তিনি মূলতঃ বামহাতি মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে খেলছেন। এছাড়াও, লেফট-আর্ম অর্থোডক্স বোলিংয়ে পারদর্শী তিনি।

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

২০০৯ সাল থেকে ভিশল সিংয়ের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান রয়েছে। ২০০৮-০৯ মৌসুমের রিজিওন্যাল ফোর ডে কম্পিটিশনে বার্বাডোসের বিপক্ষে শেষ খেলায় ২০ বছর বয়সী ভিশল সিংকে গায়ানার পক্ষে খেলতে দেখা যায়।[১] পরের মৌসুমে তিনি মাত্র দুইটি প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলায় অংশ নিতে পেরেছিলেন।

২০১০-১১ মৌসুমে মাঝারিসারির ব্যাটসম্যান হিসেবে গায়ানা দলে প্রত্যাবর্তন করেন। ঐ প্রতিযোগিতায় ড্র হওয়া খেলায় বার্বাডোসের বিপক্ষে অর্ধ-শতরানের ইনিংস খেলেন। নিজ দেশে বার্বাডোসের বিপক্ষে ১৬৪ বল মোকাবেলান্তে ৬৬ রান সংগ্রহ করতে পেরেছিলেন তিনি।[২] এ বছরেও তেমন ভালো খেলেননি। ফলশ্রুতিতে, ফেব্রুয়ারি, ২০১৪ সালের পূর্ব-পর্যন্ত প্রথম-শ্রেণীর খেলার বাইরে অবস্থান করেন।

২০১৪-১৫ মৌসুমে ফিরে ৪৭৯ রান সংগ্রহ করেন। ঐ মৌসুমে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তিনি তার প্রথম শতরানের ইনিংস খেলেন। ত্রিনিদাদ ও টোবাগোর বিপক্ষে ২২৯ বলে ১৪১ রান তুলে দলকে ইনিংস ব্যবধানে জয়লাভে ভূমিকা রাখেন।[৩]

স্বর্ণালী সময়[সম্পাদনা]

এর পরের মৌসুমে ৫০.৮৫ গড়ে ৭১২ রান তুলে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকে পরিণত হন। ২০১৫-১৬ মৌসুমে চমৎকার ক্রীড়ানৈপুণ্য প্রকাশ করেন। লিওয়ার্ড আইল্যান্ডস ও বার্বাডোসের বিপক্ষে উপর্যুপরী শতরানের ইনিংস খেলেন। লিওয়ার্ডের বিপক্ষে ৩৮৫ বলে ১৫০ ও বার্বাডোসের বিপক্ষে ২৪১ বলে ১২১ রান তুলেন তিনি।[৪][৫] এরফলে, গায়ানা দল সফলতার সাথে প্রথম-শ্রেণীর ক্রিকেটের শিরোপা বিজয়ে সমর্থ হয়।

২০১৬-১৭ মৌসুমে তার খেলার মান পূর্বেকার দুই মৌসুমের অনুরূপ ছিল না। তাসত্ত্বেও, অক্টোবর, ২০১৬ সালে তাকে সফরকারী শ্রীলঙ্কা এ দলের বিপক্ষে খেলার জন্যে রাখা হয়। ঐ খেলায় তিনি ১৬১ রান সংগ্রহ করেন। ওয়েস্ট ইন্ডিজ সভাপতি একাদশে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয়। এপ্রিল, ২০১৭ পাকিস্তানের বিপক্ষে খেলেন তিনি। তিনদিনের ঐ খেলায় ১৩৫ রানে অপরাজিত থাকেন। ফলশ্রুতিতে, কিংস্টনে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে তাকে খেলার জন্যে আমন্ত্রণ জানানো হয়।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ভিশল সিং। সবগুলো টেস্টই পাকিস্তানের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২১ এপ্রিল, ২০১৭ তারিখে কিংস্টনে সফরকারী পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১০ মে, ২০১৭ তারিখে রোসিওতে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি। তাকে কোন ওডিআইয়ে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

এপ্রিল, ২০১৭ সালে সফররত পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেট খেলার উদ্দেশ্যে তাকে ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত করা হয়।[৬] ২১ এপ্রিল, ২০১৭ তারিখে সাবিনা পার্কে পাকিস্তান দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। প্রথম ইনিংসে ৯ রান তুলে ওয়াহাব রিয়াজের বলে কট আউটে বিদেয় নেন। কিন্তু, দূর্বলমানের ক্রীড়াশৈলী প্রদর্শনের কারণে তাকে খেসারত গুণতে হয়। ২০১৭ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে দলে রাখা হয়নি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. First-class matches played by Vishaul Singh – CricketArchive. Retrieved 30 December 2015.
  2. Guyana v Barbados, Regional Four Day Competition 2010/11 – CricketArchive. Retrieved 30 December 2015.
  3. Trinidad and Tobago v Guyana, WICBoard Professional Cricket League Regional 4 Day Tournament 2014/15 – CricketArchive. Retrieved 30 December 2015.
  4. Guyana v Leeward Islands, WICB Professional Cricket League Regional 4 Day Tournament 2015/16 – CricketArchive. Retrieved 30 December 2015.
  5. Guyana v Barbados, WICB Professional Cricket League Regional 4 Day Tournament 2015/16 – CricketArchive. Retrieved 30 December 2015.
  6. "Kieran Powell recalled to West Indies Test squad"ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ১৮ এপ্রিল ২০১৭ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]