বসুজ্যেষ্ঠ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Vasujyeshtha থেকে পুনর্নির্দেশিত)
বসুজ্যেষ্ঠ
'শুঙ্গ সম্রাট'
রাজত্বখ্রিস্টপূর্ব ১৪১- খ্রিস্টপূর্ব ১৩১
পূর্বসূরিঅগ্নিমিত্র[১]
উত্তরসূরিবসুমিত্র
পিতাঅগ্নিমিত্র[১]

বসুজ্যেষ্ঠ (সংস্কৃত: बसुज्येष्ठ) বা সুজ্যেষ্ঠ (সংস্কৃত: सुज्येष्ठ; মৎস্য পুরাণ অনুসারে) (রাজত্বকাল ১৩১-১২৪ খ্রিস্টপূর্বাব্দ) শুঙ্গ রাজবংশের তৃতীয় সম্রাট ছিলেন।

সংক্ষিপ্ত পরিচিতি[সম্পাদনা]

বসুজ্যেষ্ঠ ১৩১ খ্রিস্টপূর্বাব্দে পিতা অগ্নিমিত্রের স্থলে সিংহাসন লাভ করেন।[১] বসুজ্যেষ্ঠের রাজত্বকাল সম্বন্ধে বিশেষ কিছু জানা যায় না। মহাকবি কালিদাস তার মালবিকাগ্নিমিত্রম কাব্যে বসুজ্যেষ্ঠ সম্বন্ধে উল্লেখ করেছেন। সিন্ধু নদের তিনি ইন্দো-গ্রীক সাম্রাজ্যের সেনাবাহিনীকে যুদ্ধে পরাজিত করেন। তিনি পিতামহ পুষ্যমিত্র শুঙ্গের মত অশ্বমেধ যজ্ঞ সম্পন্ন করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Lahiri, Bela (1974). Indigenous States of Northern India (Circa 200 B.C. to 320 A.D.) Calcutta: University of Calcutta, pp.47-50
বসুজ্যেষ্ঠ
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
অগ্নিমিত্র
শুঙ্গ সম্রাট
খ্রিস্টপূর্ব ১৪১- খ্রিস্টপূর্ব ১৩১
উত্তরসূরী
বসুমিত্র