তমাস পার্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Thomas Partey থেকে পুনর্নির্দেশিত)
তমাস পার্তি
২০১৯ সালে আতলেতিকো মাদ্রিদের হয়ে পার্তি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তমাস তেয়ে পার্তি[১]
জন্ম (1993-06-13) ১৩ জুন ১৯৯৩ (বয়স ৩০)
জন্ম স্থান ক্রোবো ওদুমাসে, ঘানা
উচ্চতা ১.৮৫ মিটার (৬ ফুট ১ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আর্সেনাল
জার্সি নম্বর
যুব পর্যায়
২০১১–২০১২ ওদোমেতাহ
২০১২–২০১৩ আতলেতিকো মাদ্রিদ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৩–২০১৫ আতলেতিকো মাদ্রিদ বি ২৮ (৩)
২০১৩–২০১৪মায়োর্কা (ধার) ৩৭ (৫)
২০১৪–২০১৫আলমেরিয়া (ধার) ৩১ (৪)
২০১৫–২০২০ আতলেতিকো মাদ্রিদ ১৩২ (১২)
২০২০– আর্সেনাল ২৪ (০)
জাতীয় দল
২০১৬– ঘানা ৩২ (১০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:০৫, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:০৫, ৪ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

তমাস তেয়ে পার্তি (ইংরেজি: Thomas Partey; জন্ম: ১৩ জুন ১৯৯৩; তমাস পার্তি নামে সুপরিচিত) হলেন একজন ঘানায়ীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইংল্যান্ডের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনাল এবং ঘানা জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১১–১২ মৌসুমে, ঘানায়ীয় ফুটবল ক্লাব ওদোমেতাহের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পার্তি ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং পরবর্তীকালে আতলেতিকো মাদ্রিদের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন।[২] ২০১৩–১৪ মৌসুমে, স্পেনীয় ক্লাব আতলেতিকো মাদ্রিদ বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; আতলেতিকো মাদ্রিদ বি-এর হয়ে দুই মৌসুমে ২৮ ম্যাচে ৩টি গোল করার পর আতলেতিকো মাদ্রিদে যোগদান করেছেন, এরপূর্বে তিনি রিয়াল ক্লাব দেপোর্তিভো মায়োর্কমায়োর্কা এবং আলমেরিয়ার হয়ে এক মৌসুম করে ধারে খেলেছেন। আতলেতিকো মাদ্রিদের হয়ে তার প্রথম মৌসুমে তিনি দিয়েগো সিমেওনের অধীনে ২০১৫–১৬ উয়েফা চ্যাম্পিয়নস লিগের রানার-আপ হয়েছেন। ২০২০–২১ মৌসুমে, তিনি প্রায় ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে আতলেতিকো মাদ্রিদ হতে ইংরেজ ক্লাব আর্সেনালে যোগদান করেছেন।

২০১৬ সালে, পার্তি ঘানার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ঘানার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৩২ ম্যাচে ১০টি গোল করেছেন। তিনি ঘানার হয়ে এপর্যন্ত ২টি আফ্রিকা কাপ অব নেশন্সে (২০১৭ এবং ২০১৯) অংশগ্রহণ করেছেন, যার মধ্যে ২০১৭ সালে আভরাম গ্রান্টের অধীনে আফ্রিকা কাপ অব নেশন্সের চতুর্থ স্থান অধিকার করেছেন।

ব্যক্তিগতভাবে, পার্তি বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০১৮ সালে এসডব্লিউএজি বর্ষসেরা ক্রীড়াবিদের পুরস্কার এবং টানা দুই বছর ঘানার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের অন্যতম।[৩][৪][৫] দলগতভাবে, পার্তি এপর্যন্ত ৩টি শিরোপা জয়লাভ করেছেন, যার সবগুলো আতলেতিকো মাদ্রিদের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

তমাস তেয়ে পার্তি ১৯৯৩ সালের ১৩ই জুন তারিখে ঘানার ক্রোবো ওদুমাসেতে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

৪ সেপ্টেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ঘানা ২০১৬
২০১৭ ১০
২০১৮
২০১৯
২০২০
২০২১
সর্বমোট ম্যাচ গোল

অর্জন[সম্পাদনা]

ক্লাব[সম্পাদনা]

আতলেতিকো মাদ্রিদ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Acta del Partido celebrado el 18 de mayo de 2019, en Valencia" [Minutes of the Match held on 18 May 2019, in Valencia] (স্পেনীয় ভাষায়)। Royal Spanish Football Federation। ৪ মার্চ ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ জুন ২০১৯ 
  2. "FEATURE: From Odumase to Madrid: Thomas Partey has arrived"SportsWorldGhana। ১৭ নভেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ৪ সেপ্টেম্বর ২০২১ 
  3. Okine, Sammy Heywood (১৩ মে ২০১৯)। "Full List Of 2018 SWAG Award Winners :: Ghana Olympic Committee"ghanaolympic.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২১ 
  4. Zurek, Kweku (৮ জুলাই ২০১৮)। "Ghana Football Awards: Partey named Footballer of the Year"। Graphic। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  5. Douihech, Mayssa (২২ জুলাই ২০১৯)। "2019 Ghana Football Awards: Full list of winners"। Orange Football Club। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২০ 
  6. "Thomas Partey will be recognised as La Liga champion after Atleti win - Balague - MyJoyOnline.com"myjoyonline.com। সংগ্রহের তারিখ ২২ মে ২০২১ 
  7. "Real Madrid 1-1 Atletico Madrid (5-3 pens)"। ২৮ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  8. Murray, Scott (১৬ মে ২০১৮)। "Marseille 0-3 Atlético Madrid: 2018 Europa League final – as it happened"The Guardianআইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 
  9. sport, Guardian (১৫ আগস্ট ২০১৮)। "Diego Costa double helps Atlético beat Real Madrid 4-2 in Uefa Super Cup"The Guardianআইএসএসএন 0261-3077। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৯ 

বহিঃসংযোগ[সম্পাদনা]