বিষয়বস্তুতে চলুন

তনুশ্রী শংকর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Tanusree Shankar থেকে পুনর্নির্দেশিত)
তনুশ্রী শংকর
রাষ্ট্রপতি ভবনে তনুশ্রী শঙ্কর একটি অনুষ্ঠানে
জন্ম (1956-03-16) ১৬ মার্চ ১৯৫৬ (বয়স ৬৮)
পেশানৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক
দাম্পত্য সঙ্গীআনন্দশঙ্কর

তনুশ্রী শঙ্কর (জন্ম: ১৬ মার্চ ১৯৫৬)[] হলেন একজন ভারতীয় নৃত্যশিল্পী এবং নৃত্য পরিচালক। তিনি ভারতের কলকাতায় থাকেন। তিনি ১৯৭০ এবং ১৯৮০ এর দশকে আনন্দ শঙ্কর সেন্টার ফর পারফর্মিং আর্টসের একজন নেতৃস্থানীয় নৃত্যশিল্পী ছিলেন। তিনি একজন অভিনেত্রীও এবং আগুন (১৯৮৮), দ্য নেমসেক (২০০৬), একটি তারার খোঁজে: বিয়ন্ড দ্য স্টারস (২০১০) ইত্যাদি ছবিতে অভিনয়ের জন্য পরিচিত।[] তনুশ্রী সৃজনশীল এবং পরীক্ষামূলক নৃত্যের প্রতি তাঁর অবদানের জন্য ২০১১ সালের সংগীত নাটক অকাদেমি পুরস্কার এর প্রাপক।[]

তনুশ্রী শঙ্করের নৃত্য পরিচালনা শাস্ত্রীয় নৃত্যের সংমিশ্রণ নয়, কিন্তু অসামান্য এবং মৌলিক। এই ধারাটি উদয় শঙ্করের "নতুন নৃত্যের" ওপর ভিত্তি করে তৈরি।[] তনুশ্রী শঙ্কর এখন তনুশ্রী শঙ্কর ডান্স কোম্পানি নামে একটি নৃত্য বিদ্যালয় চালান এবং নিজে নৃত্য প্রশিক্ষণ দেন।[] তিনি আধুনিক পশ্চিমী ব্যালে অভিব্যক্তির সাথে ঐতিহ্যবাহী ভারতীয় নৃত্যের মিশ্রণ করে তাঁর নিজস্ব আধুনিক নৃত্যশৈলীটি গড়ে তুলেছেন। তিনি ভারতের লোকজ এবং আঞ্চলিক নৃত্যের ধরনের পাশাপাশি নিজের বংশের দ্বারাও অনুপ্রাণিত হয়েছেন। তিনি " থাং-তা " (মণিপুরী তলোয়ার নৃত্য) এর মতো সমৃদ্ধ স্থানীয় ভারতীয় ঐতিহ্যকে ব্যাপকভাবে অনুসরণ করেন।[]

কৃতিত্ব

[সম্পাদনা]

তিনি ব্রিটিশ হাই কমিশন কর্তৃক আয়োজিত কলকাতা কার্নিভালের প্রধান নৃত্য পরিচালক ছিলেন, এই অনুষ্ঠানটি ২০০২ সালে ভারতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল। ২০০৮ সালে, প্যারিসে, তিনি বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মাতা সঞ্জয় লীলা বানসালি পরিচালিত "পদ্মাবতী" নামে একটি ইন্দো-ফরাসি ব্যালের নৃত্য পরিচালনা করেছিলেন, আন্তর্জাতিক শিল্পীদের নিয়ে।[] তিনি নিজের নাচের দল নিয়ে সারা বিশ্বে ব্যাপকভাবে ভ্রমণ করেন। তাঁর শেষ উল্লেখযোগ্য প্রযোজনাগুলির মধ্যে রয়েছে উত্তরণ (আত্মার উত্থান) এবং চিরন্তন (দ্য ইটারনাল) যা রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীতের উপর ভিত্তি করে তৈরি।

পরিবার

[সম্পাদনা]

তনুশ্রী শঙ্করের জন্ম কলকাতায়, তাঁর বাবা ছিলেন ভারতীয় সেনাবাহিনীতে ডাক্তার।[] তার স্বামী, প্রয়াত আনন্দশঙ্কর, ছিলেন একজন সঙ্গীত রচয়িতা, যিনি সঙ্গীত ধারা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করেছিলেন। তাঁদের একটি মেয়ে শ্রীনন্দা শঙ্কর রয়েছেন। তনুশ্রী শঙ্কর নৃত্যশিল্পী পণ্ডিত উদয় শঙ্কর এবং অমলা শঙ্করের পুত্রবধূ। সেতারবাদক রবি শঙ্কর তাঁর খুড়শ্বশুর ছিলেন।

পুরস্কার

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Tanushree Shankar"sangeetnatak.gov.in। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  2. "Tanushree Shankar"IMDb। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪ 
  3. "Tanusree Shankar | WEF" (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-১০। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪ 
  4. "TANUSREE SHANKAR DANCES DOWN MEMORY LANE"www.telegraphindia.com 
  5. "Rousing performance by Tanusree ensemble"india-herald.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-০৪ 
  6. "TANUSREE SHANKAR DANCES DOWN MEMORY LANE"telegraphindia.com। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 
  7. "Akademi awards for 47 personalities"deccanherald.com। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]