সুর্খেত জেলা
অবয়ব
(Surkhet District থেকে পুনর্নির্দেশিত)
| সুর্খেত জেলা सुर्खेत जिल्ला | |
|---|---|
| জেলা | |
নেপালের মানচিত্রে সুর্খেত জেলার অবস্থান | |
| দেশ | |
| বিকাস ক্ষেত্র | মধ্যপশ্চিমাঞ্চল |
| অঞ্চল | ভেরী |
| সদরদপ্তর | বীরেন্দ্রনগর |
| আয়তন | |
| • মোট | ২৪৫১ বর্গকিমি (৯৪৬ বর্গমাইল) |
| জনসংখ্যা (2011) | |
| • মোট | ৩,৫০,৮০৪ |
| • জনঘনত্ব | ১৪০/বর্গকিমি (৩৭০/বর্গমাইল) |
| সময় অঞ্চল | এনপিটি (ইউটিসি+৫:৪৫) |
| ওয়েবসাইট | www.ddcsurkhet.gov.np |
সুর্খেত জেলা (নেপালি: सुर्खेत जिल्ला, ) হচ্ছে নেপালের মধ্য-পশ্চিমাঞ্চল বিকাস ক্ষেত্রের ভেরী অঞ্চলের একটি জেলা। এ জেলা দেশের রাজধানী কাঠমান্ডু থেকে ৬০০ কিলোমিটার (৩৭৩ মাইল) পশ্চিমে অবস্থিত। এই জেলার আয়তন ২,৪৫১ কিমি২ (৯৪৬ মা২)। ২০০১ সালের আদমশুমারি অনুসারে এ জেলার লোকসংখ্যা ২৮৮,৫২৭ জন এবং ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী এ জেলার লোকসংখ্যা ৩৫০,৮০৪ জন। বীরেন্দ্রনগর হচ্ছে এই জেলার সদরদপ্তর যেটি প্রস্তাবিত ভেরী-কর্ণালী ফেডারেল প্রদেশের রাজধানী।