স্তিভেন জোঞ্জি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Steven Nzonzi থেকে পুনর্নির্দেশিত)
স্তিভেন জোঞ্জি
২০১৬ সালে স্তিভেন জোঞ্জি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম স্তিভেন এনকেম্বোয়াঞ্জা মাইক ক্রিস্তোফের জোঞ্জি[১]
জন্ম (1988-12-15) ১৫ ডিসেম্বর ১৯৮৮ (বয়স ৩৫)
জন্ম স্থান লা গারেনে-কলম্বেস, ফ্রান্স
উচ্চতা ১.৯৬ মিটার (৬ ফুট ৫ ইঞ্চি)[২]
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
সেভিয়া
জার্সি নম্বর ১৫
যুব পর্যায়
১৯৯৮–১৯৯৯ রেসিং প্যারিস
১৯৯৯–২০০২ প্যারিস সেন্ট জার্মেই
২০০২–২০০৩ সিএ লিসিয়েক্স
২০০৩–২০০৪ কঁন
২০০৪–২০০৫ বুভে
২০০৫–২০০৭ আমিয়েন্স
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৭–২০০৯ আমিয়েন্স ৩৭ (১)
২০০৯–২০১২ ব্ল্যাকবার্ন রোভার্স ৮৬ (৫)
২০১২–২০১৫ স্টোক সিটি ১০৯ (৬)
২০১৫– সেভিয়া ৮৬ (৬)
জাতীয় দল
২০০৯–২০১০ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
২০১৭– ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৪ নভেম্বর ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।

স্তিভেন এনকেম্বোয়াঞ্জা মাইক ক্রিস্তোফার জোঞ্জি (জন্ম: ১৫ ডিসেম্বর ১৯৮৮) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবলার, যিনি স্পেনীয় ক্লাব সেভিয়া এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে একজন মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

তিনি লিগ ২ ক্লাব আমিয়েন্সের হয়ে খেলার মাধ্যমে তিনি তার পেশাদার ক্যারিয়ার শুরু করেন। তিনি তার খেলার মাধ্যমে সকলকে মুগ্ধ করে দিয়ে ২০০৯ সালে ৬৫০,০০০ ইউরোর বিনিময়ে প্রিমিয়ার লিগ ক্লাব ব্ল্যাকবার্ন রোভার্সে যোগদান করেন। তিনি তিন মৌসুমের জন্য ইউড পার্কে খেলেছেন, যখন ব্ল্যাকবার্ন রোভার্স অবনমিত হয়ে নিম্নস্তরের লিগে চলে যায়। যদিও তিনি প্রিমিয়ার লিগেই থেকে যান; তিনি ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে প্রিমিয়ার লিগের অন্য ক্লাব স্টোক সিটিতে যোগদান করেন। স্টোক সিটিতে তিনি টনি পুলিসের নেতৃত্বে নিজেকে দলের একজন প্রধান সদস্য হিসেবে গড়ে তোলেন। তিনি ২০১৪–১৫ মৌসুমে স্টোক সিটি বছরের সেরা খেলোয়াড়ের পুরস্কার জয়লাভ করেন। অতঃপর ২০১৫ সালের জুলাই মাসে, ৭ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্পেনীয় ক্লাব সেভিয়ায় যোগদান করেন এবং তিনি তার প্রথম মৌসুমেই উয়েফা ইউরোপা লিগ জয়লাভ করতে সক্ষম হন।

জোঞ্জি ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। তিনি তার পৈতৃকসূত্রীয় দেশ ডিআর কঙ্গোর হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। অন্যদিকে, তিনি ইংল্যান্ড জাতীয় দলের হয়ে খেলতে চেয়েছিলেন, কিন্তু তাতে তিনি ব্যর্থ হন।[৩] অতঃপর ২০১৭ সালের নভেম্বর মাসে, তিনি ফ্রান্স জাতীয় ফুটবল দল|ফ্রান্স জাতীয় দলের]] হয়ে খেলার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেন।

সম্মাননা[সম্পাদনা]

সেভিয়া

ব্যক্তিগত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "List of Players under Written Contract Registered Between 01/08/2010 and 31/08/2010" (পিডিএফ)। The Football Association। ২২ আগস্ট ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১০ 
  2. "Nzonzi"। Sevilla FC। সংগ্রহের তারিখ ১৮ মে ২০১৮ 
  3. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; EngTele নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
  4. "UEFA Europa League Squad of the Season"। UEFA। ২০ মে ২০১৬। 

বহিঃসংযোগ[সম্পাদনা]