সোমালি ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Somali Football Federation থেকে পুনর্নির্দেশিত)
সোমালি ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৫১; ৭৩ বছর আগে (1951)[১]
সদর দপ্তরমোগাদিশু, সোমালিয়া
ফিফা অধিভুক্তি১৯৬২[১]
ক্যাফ অধিভুক্তি১৯৬৮
সভাপতিসোমালিয়া আব্দিকানি সাঈদ আরব
সহ-সভাপতিসোমালিয়া মুহাম্মদ আলি আব্দি
ওয়েবসাইটwww.somsoccer.com

সোমালি ফুটবল ফেডারেশন (সোমালি: Xiriirka Soomaaliyeed ee Kubadda Cagta, আরবি: الاتحاد الصومالي لكرة القدم, ইতালীয়: Federazione Calcistica Somala, ইংরেজি: Somali Football Federation; এছাড়াও সংক্ষেপে এসএফএফ নামে পরিচিত) হচ্ছে সোমালিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৫১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১১ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি প্রতিষ্ঠার ১৭ বছর পর ১৯৬৮ সালে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে অবস্থিত।

এই সংস্থাটি সোমালিয়ার পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে সোমালিয়া লীগ, সোমালি দ্বিতীয় বিভাগ, সোমালিয়া কাপ এবং সোমালিয়া সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে সোমালি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন আব্দিকানি সাঈদ আরব এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন ইউসুফ মুহুদিন।

কর্মকর্তা[সম্পাদনা]

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি আব্দিকানি সাঈদ আরব
সহ-সভাপতি মুহাম্মদ আলি আব্দি
সাধারণ সম্পাদক ইউসুফ মুহুদিন
কোষাধ্যক্ষ আলি আহমেদ
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক শাফী আবকর
প্রযুক্তিগত পরিচালক আউইল ইসমাইল মুহাম্মদ
ফুটসাল সমন্বয়কারী
জাতীয় দলের কোচ (পুরুষ) বশির হেফোর্ড
জাতীয় দলের কোচ (নারী)
রেফারি সমন্বয়কারী হাগি উইশ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ১৬ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:সোমালিয়া-এ ফুটবল টেমপ্লেট:সোমালি ফুটবল ফেডারেশন