সিদি বশীর মসজিদ

স্থানাঙ্ক: ২৩°০১′৪০″ উত্তর ৭২°৩৬′০৪″ পূর্ব / ২৩.০২৭৬৭৭১° উত্তর ৭২.৬০১১৬৭৬° পূর্ব / 23.0276771; 72.6011676
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Sidi Bashir Mosque থেকে পুনর্নির্দেশিত)
সিদি বশীর মসজিদ
কাঁপানো মিনার
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থান
অবস্থানআহমেদাবাদ, গুজরাত, ভারত
পৌরসভাআহমেদাবাদ পৌরষভা কর্পোরেশন
রাজ্যগুজরাত
সিদি বশীর মসজিদ গুজরাত-এ অবস্থিত
সিদি বশীর মসজিদ
গুজরাতের মধ্যে প্রদর্শিত
স্থানাঙ্ক২৩°০১′৪০″ উত্তর ৭২°৩৬′০৪″ পূর্ব / ২৩.০২৭৬৭৭১° উত্তর ৭২.৬০১১৬৭৬° পূর্ব / 23.0276771; 72.6011676
স্থাপত্য
ধরনমসজিদ
সম্পূর্ণ হয়১৪৫২
মিনার

সিদি বশীর মসজিদ ভারতের গুজরাত রাজ্যের আহমেদাবাদ শহরের একটি প্রাচীন মসজিদ। বর্তমানে শুধুমাত্র এর কেন্দ্রীয় প্রবেশদ্বার এবং দুটি মিনার টিকে আছে। এগুলো "ঝুলতা মিনার" বা "কাঁপানো মিনার" নামে পরিচিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

১৮৬৬ সালে সিদি বশীর মসজিদের ধ্বংসাবশেষ
১৮৬৬ সালে সিদি বশীর মসজিদের মিনার

মসজিদটি সুলতান আহমেদ শাহ'র ক্রীতদাস "সিদি বশীর" বা গুজরাতের আরেক সুলতান মাহমুদ বেগাদার দরবারের একজন সম্ভ্রান্ত মালিক সারং নির্মাণ করেছিলেন বলে মনে করা হয়। এটি ১৪৫২ সালে নির্মাণ করা হয়।[২] যদিও মিনারের শৈলী এবং উপাদানসমূহ মাহমুদ বেগাদার শাসনামল (১৫১১) বা তারও পরের সময়কালকে নির্দেশ করে।[৩] ১৭৫৩ সালে মারাঠা এবং গুজরাত সালতানাতের খানের মধ্যে যুদ্ধের সময় ভবনটির অনেকাংশ ধ্বংস হয়ে যায়। শুধুমাত্র দুটি মিনার এবং তাদের সংযোগকারী খিলানযুক্ত কেন্দ্রীয় প্রবেশপথ অবশিষ্ট রয়েছে।[৩]

মিনার[সম্পাদনা]

মসজিদের মিনারগুলো আহমেদাবাদের স্থাপত্যগুলোর মধ্যে সবচেয়ে উঁচু। বর্তমানে এগুলো আহমেদাবাদ জংশন রেলওয়ে স্টেশনের উত্তরে অবস্থিত। যদিও মিনারগুলো অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে পায়ের কাছে। তবুও মিনারের ভিতরের সিঁড়ি এখনও ব্যবহার করা যেতে পারে।[৩] মিনারগুলো খোদাই করা বারান্দাসহ প্রায় তিনতলা উঁচু। যেকোনো একটি মিনারের মৃদু ঝাঁকুনির ফলে অন্য মিনারটিও কয়েক সেকেন্ড পর কম্পিত হয়।[১] কিন্তু, দুটি মিনারের মধ্যে সংযোগকারী পথটি কম্পনমুক্ত থাকে।[১] এর প্রক্রিয়াটি জানা যায়নি, যদিও স্তরযুক্ত নির্মাণকে একটি ফ্যাক্টর বলে মনে করা হয়। ঘটনাটি ইংরেজ সংস্কৃতের পণ্ডিত "মনির এম. উইলিয়ামস" দ্বারা ১৯ শতকে প্রথম পর্যবেক্ষণ করা হয়।[৪] মিনারগুলো খুব দ্রুতগতিতে চলমান ট্রেনগুলোকে পাশ দিয়ে যাওয়া সহ্য করতে সক্ষম।[৫]

অন্যান্য কাঁপানো মিনার[সম্পাদনা]

আহমেদাবাদে "রাজ বিবি মসজিদ" নামে পরিচিত আরেকটি মসজিদেও সিদি বশির মসজিদের মতো কাঁপানো মিনার ছিল। কিন্তু, ব্রিটিশ রাজত্বের অধীনে নির্মাণ পরিশীলন করার জন্য একটি মিনার ভেঙে ফেলা হয়, যা পরবর্তিতে আর একত্রিত করা হয়নি।

ইরানের এসফাহন নগরে মোনার জোনবান (কাঁপানো মিনার) নামে প্রায় একই বৈশিষ্ট্যসম্পন্ন আরেকটি মিনার রয়েছে।

আরও একটি উদাহরণ হলো, সুলতান কুতুবুদ্দিন আহমদ শাহ দ্বিতীয় এর মা "মখদু-মা-ই-জাহান" দ্বারা ১৪৫৪ খ্রিস্টাব্দে নির্মিত একটি বড় মসজিদ। মখদু-মা-ই-জাহান কে মসজিদের পূর্ব দিকের সমাধিতে সমাহিত করা হয়েছে।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

১৯৮১ সালে দিল্লির কুতুব মিনারে একটি দূর্ঘটনার পর কাঁপানো মিনারে প্রবেশ নিষিদ্ধ করা হয়। সে ঘটনায় পদদলিত হয়ে বহু শিশুর মৃত্যু হয়, এছাড়াও মিনারের উপরের অংশেরও ব্যপক ক্ষতি হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Desai, Z. A. (১৯৮৭)। "Sidi Bashir Mosque with Shaking Minarets at Ahmadabad: Its Date and History."। Archaeology and History: Essays in Memory of Shri A. Ghosh. (2): 553–561। 
  2. "Sultanate Architecture"। The Ahmedabad Chronicle: Imprints of a millennium। Vastu-Shilpa Foundation for Studies and Research in Environmental Design। ২০০২। পৃষ্ঠা 134। 
  3. Gazetteer of the Bombay Presidency: Ahmedabad। Government Central Press। ১৮৭৯। পৃষ্ঠা 267 
  4. "Siddi bashir mosque (shaking minarets"All India Tour Travel Guide। সংগ্রহের তারিখ ২০০৬-০৯-০৭ 
  5. "Jhulta Minar - Jhulta Minar in Ahmedabad - Jhulta Minar Ahmedabad India"www.ahmedabad.org.uk। সংগ্রহের তারিখ ২০২২-০৫-০৩ 

বহিসংযোগ[সম্পাদনা]