বিষয়বস্তুতে চলুন

শন মাইকেলস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Shawn Michaels থেকে পুনর্নির্দেশিত)
শন মাইকেলস
২০০৮ সালে মাইকেলস
জন্ম
মাইকেল শন হিকেনবটম

(1965-07-22) ২২ জুলাই ১৯৬৫ (বয়স ৫৯)
উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)[]
দাম্পত্য সঙ্গীথেরাস উড (বি. ১৯৮৮; বিচ্ছেদ. ১৯৯৪)
রেবেকা কুর্সি (বি. ১৯৯৯)
সন্তান
পরিবারম্যাট বেন্টলি (cousin)
শন মাইকেলস
পেশাদারি কুস্তি ক্যারিয়ার
রিংয়ে নাম
  • Sean Michaels
  • Shawn Michaels
কথিত
প্রশিক্ষণকেন্দ্র
সান অ্যান্টোনিও, টেক্সাস
প্রশিক্ষকহোসে লোথারিও
অভিষেক১০ অক্টোবর ১৯৮৪
অবসর২৮ মার্চ ২০১০

মাইকেল শন হিকেনবটম (ইংরেজি: Michael Shawn Hickenbottom; জন্ম ২২ জুলাই ১৯৬৫) হলেন একজন অবসরপ্রাপ্ত আমেরিকান কুস্তিগির। তিনি বর্তমানে ডাব্লিউডাব্লিউইর সাথে চুক্তিবদ্ধ আছেন, যেখানে তিনি এনএক্সটি ব্র‍্যান্ডের ট্যালেন্ট ডেভেলপমেন্ট ক্রিয়েটিভ এর সহ সভাপতি হিসেবে নিযুক্ত আছেন এবং প্রমোশনটির উন্নয়ন সংস্থাগুলোর সৃজনশীল দিকগুলো দেখাশোনা করেন।[] তিনি তার রিং নেম শন মাইকেলস /(HBK)নামে অধিক পরিচিত।তাকে সর্বকালের সেরা ইন রিং ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়।

তিনি বর্তমানে ব্র্যান্ডে যুক্ত রয়েছেন। ২০১৬ সাল থেকে তিনি ডাব্লিউডাব্লিউই পারফর্মেন্স সেন্টার এর একজন ট্রেইনার হিসেবে নিযুক্ত রয়েছে। তিনি ১৯৮৮ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত ডাব্লিউডাব্লিউএফ এ কুস্তি করেন। কিন্তু ১৯৯৮ সালে ইঞ্জুরিতে পড়লে অবসর নেন। ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত তিনি ডাব্লিউডাব্লিউএফ এর অনস্ক্রিন কমিশনারের ভূমিকা পালন করেন। ২০০২ সাল থেকে তিনি আবার কুস্তি করা শুরু করেন। ২০১০ সালে তিনি আন্ডারটেকারের কাছে হেরে অবসর নেন।[] ডাব্লিউডাব্লিউই সুপার শো-ডাউন এর পরের "র" তে অক্টোবর ৬,২০১৮ এর এপিসোডে মাইকেলস ট্রিপল এইচ এর সাথে ডিএক্স আবার পুনর্গঠন করে। এবং বলে ক্রাউন জুয়েলব্রাদার্স অফ ড্রিসট্রাংকশন (দ্য আন্ডারটেকার এবং কেইন) এর সাথে ম্যাচ খেলবে।

তিনি ডাব্লিউডাব্লিউএফ/ই তে পাচঁবার রেসলম্যানিয়ার মেইন ইভেন্ট করেছেন। তাই তাকে মি রেসলম্যানিয়া বলা হয়। তিনবার ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন তিনবার ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন তিনবার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ একবার ডাব্লিউডাব্লিউই ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ তিনবার ডাব্লিউডাব্লিউএফ/ই ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন প্রথম গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন এবং চতুর্থ ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন। এছাড়াও তিনি ১৯৯৫, ১৯৯৬ এর রয়্যাল রাম্বল বিজেতা। তিনি ১৫ বার স্ল্যামি অ্যাওয়ার্ড জিতেছেন।

প্রাথমিক জীবন

[সম্পাদনা]

হিকেনবটম ১৯৬৫ সালের ২২ জুলাই আরিজনায় জন্মগ্রহণ করে। তিনি তার চার ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট। সে ব্রেকশির ইংল্যান্ডএর একটি মিলিটারি পরিবারের মধ্যে বড় হয়। যখন সে ছোট ছিল তার মাইকেল নামটি অপছন্দ ছিল। তাই তার বন্ধু এবং পরিবারের লোকজন তাকে শন বলে ডাকতেন। তার বয়স যখন ১২ বছর তখন তার রেসলার হওয়ার ইচ্ছে হয়। গ্র্যাজুয়েট হওয়ার পর সে সাউথওয়েস্ট টেক্সাস স্টেট ইউনিভার্সিটিতে ভর্তি হয়। কিন্তু তখন সে বুঝতে পারে কলেজের জীবন তার জন্য না।

ন্যাশনাল রেসলিং অ্যালায়েন্স (১৯৮৪-১৯৮৫)

[সম্পাদনা]

হিকেনবটম হোসে লোথারিওর অধীনে প্রশিক্ষণ নেওয়া শুরু করে। তখন সে শন মাইকেলস নামটি গ্রহণ করে। প্রশিক্ষণ নেওয়ার পর সে শন মাইকেলস নামে ১৯৮৪ সালের অক্টোবর ১৬ তারিখে মিড সাউথ রেসলিং এ অভিষেক করেন। এটি মূলত ন্যাশনাল রেসলিং অ্যালায়েন্স এর উন্নয়ন শাখা। ১৯৮৫ সালের জানুয়ারিতে সে ডালাস, টেক্সাসের ওয়ার্ল্ড ক্লাস চ্যাম্পিয়নশিপ রেসলিং এ অভিষেক ঘটান। এটিও ছিল ন্যাশনাল রেসলিং অ্যালায়েন্স এর উন্নয়ন শাখা। এপ্রিল ১৯৮৫ সালে সেন্ট্রাল স্টেট রেসলিং এ তিনি অভিষেক করেন। তখন তিনি মার্টি জেনেথির সাথে টিমআপ করেন।

টেক্সাস অল স্টার রেসলিং (১৯৮৫-১৯৮৬)

[সম্পাদনা]

শন টেক্সাসে ফিরে গেলে সে টেক্সাস অল স্টার রেসলিং এ রেসলিং করা শুরু করে।

আমেরিকান রেসলিং অ্যাসোসিয়েশন (১৯৮৬-১৯৮৭)

[সম্পাদনা]

মাত্র ২০ বছর বয়সে শন জাতীয় পর্যায়ে রেসলিং করা শুরু করে। তখন তার রিং নেম ছিল Sean Michael। এরপর সে আবার মার্টি জেনেথির সাথে টিমআপ করে গঠন করে দ্য মিডনাইট রকার্স। এবং তারা এডাব্লিউএ ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে।

ওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন (১৯৮৭)

[সম্পাদনা]

দ্য মিডনাইট রকার্স ১৯৮৭ সালে ডাব্লিউডাব্লিউএফ এর সাথে কন্ট্রাক্ট সাইন করে। কিন্তু দুই সপ্তাহ পরেই তাদেরকে ডাব্লিউডাব্লিউএফ থেকে বের করে দেওয়া হয়। কারণ হিসেবে বলা হয় একটি বার দুর্ঘটনা (শন মাইকেলস তার অটোবায়োগ্রাফিতে এটিকে ভুল বোঝাবুঝি বলেছেন)।

আমেরিকান রেসলিং অ্যাসোসিয়েশনে ২য় বার ফিরে আসা (১৯৮৮)

[সম্পাদনা]

WWF থেকে বের হওয়ার পর তারা আবার AWA তে ফিরে যায় এবং তাদের দ্বিতীয় ট্যাগ টিম টাইটেল জিতে।

বিশ্ব রেসলিং ফেডারেশনে ফিরে আসা

[সম্পাদনা]

দ্য রকার্স (১৯৮৮-১৯৯১)

[সম্পাদনা]
মাইকেলস রকার্সের অংশ হিসেবে

দ্য রকার্স জুলাই ৭ ১৯৮৮ সালে ডাব্লিউডাব্লিউএফ এর লাইভ ইভেন্টে পুনরায় অভিষেক ঘটান। ডাব্লিউডাব্লিউএফ এর চেয়ারম্যান ভিন্স ম্যাকম্যান তাদের নতুন নাম দেন "দ্য রকার্স"। রকার্স বাচ্চা এবং নারীদের মাঝে ভীষণ জনপ্রিয় হয়ে উঠে। শন মাইকেলস তার প্রথম পিপিভিতে অংশ নেন ৪-অন-৪ সার্ভাইভার সিরিজ ম্যাচদ্য রকার্স এর অংশ হিসেবে। ১৯৯১ সালের ডিসেম্বর ২ তারিখে "বার্বার শপ" নামের একটি টক শোতে মাইকেলস মার্টি জেনেথিকে সুপারকিক মারে এবং জানালার কাঁচে ছুড়ে মারে। ১৯৯০ এর দশকের মাঝামাঝি মাইকেলস Boy Toy গিমিকে ভিলেন হয়ে যান।

যুগল (১৯৯২-১৯৯৫)

[সম্পাদনা]
ডিজেল আর মাইকেলস WWF ট্যাগ টিম চ্যাম্পিয়নস

কার্ট হেনিং এর পরামর্শ অনুযায়ী শন তার নিকনেম দি হার্ট ব্রেক কিড রাখেন। তখন "সেনসেশন শেরি" তার ম্যানেজার ছিল। শেরি শন মাইকেলসের থিম সং সেক্সি বয় এর প্রথম সংস্করণ গায়। শন টিটো সান্তানাকে রেসলম্যানিয়া ৮ হারায়। যেটি ছিল তার প্রথম একক বিজয়। অক্টোবর ২ তারিখে শন সানডে নাইট মেইন ইভেন্টব্রিটিশ বুলডগ কে হারিয়ে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হয়। ১৯৯৩ সালে মে ১৭ তারিখে শন মার্টি জেনেথির কাছে তার টাইটেলটি হারায়। জুন ৬ তারিখে শন আবার তার টাইটেল পুনুরূদ্ধার করে তার অনস্ক্রিন বডিগার্ড ডিজেল এর সহায়তায়। সেপ্টেম্বর ১৯৯৩ সালে শনকে ডাব্লিউডাব্লিউএফ থেকে বহিস্কার করা হয়। কারণ তার স্টেরয়েড টেস্ট পজিটিভ হয়। কিন্তু সে কখনো এটি গ্রহণ করে নি। কিন্তু ডাব্লিউডাব্লিউএফ এটিকে বর্ণনা করে সে তার টাইটেল ডিফেন্স করছে না তাই তাকে বের করে দেওয়া হয়। শন সারভাইভার সিরিজে ফিরে আসে। শন রেসলম্যানিয়া ১০রেজর রেমন এর সাথে একটি ল্যাডার ম্যাচ খেলে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ এর জন্য। কিন্তু হেরে যায়। এই ম্যাচটি ওই বছর পিডাব্লিউআই এর ম্যাচ অব দ্য ইয়ার হয়। এবং রেসলিং বিশেষজ্ঞ ডেভ মেল্টজার এটিকে ৫★ রেটিং দেয়। আগস্ট ২৮ এ শন এবং ডিজেল ডাব্লিউডাব্লিউএফ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতে। ডিজেল রেজর রেমন এর কাছে তার ইন্টারকন্টিনেন্টাল টাইটেল হারায় যখন শন তাকে ভুলবশত একটি সুপারকিক মারে। শন মাইকেল ১৯৯৫ রয়্যাল রাম্বল জিতে এবং চ্যাম্পিয়নশিপ ম্যাচের জন্য ডিজেলকে চ্যালেঞ্জ করে। রেসলম্যানিয়া ১১ তে ডিজেল শন মাইকেলকে হারায়।

ক্লীক গঠন (১৯৯৫-১৯৯৬)

[সম্পাদনা]

মাইকেল ১৯৯৫ সালের মে মাসে ফিরে আসে। ৩ জুলাই ইন ইউর হাউস ২: দ্য লাম্বারজ্যাকজেফ জ্যারাটকে হারিয়ে তিনি ৩য় বারের মতো ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ টাইটেল জিতেন। সামারস্ল্যাম পিপিভিতে শন তার টাইটেলটি রেজর রেমন এর সাথে একটি ল্যাডার ম্যচে ডিফেন্স করে। যেটিতে সে জিতে যায়। এই সময়ে সে ব্যাকস্টেজ গ্রুপ দ্য ক্লিক এর লিডার হয়।

ডব্লিউডব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন (১৯৯৬-১৯৯৮)

[সম্পাদনা]
মাইকেলস তার গিমিককে ফুটিয়ে তোলার জন্য ঝলমলে পোশাক পড়ে আসত।

শন ১৯৯৬ রয়্যাল রাম্বলে রিটার্ন করেন। এবং ম্যাচটি জিতেন। এই সময়ে হোসে লোথারিও মাইকেলস এর ম্যানেজার হন। রেসলম্যানিয়া ১২ তে মাইকেলস ব্রেট হার্টকে একটি ৬০ মিনিটের আয়রন ম্যান ম্যাচে হারায়। এই ম্যাচটি প্রথমে ফলাফল শুন্য হয়। পরে আবার খেলা শুরু হলে মাইকেলস সুপারকিক মেরে জিতে যান। এবং ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হন। মাইকেলস তার টাইটেলটি সার্ভাইভার সিরিজে সাইকো সিড এর কাছে হারান। তিনি ১৯৯৭ রয়্যাল রাম্বল এ টাইটেলটি সাইকো সিডের কাছ থেকে পুনুরূদ্ধার করেন। মাইকেলস হাঁটুর ইঞ্জুরিতে ভুগেন। এবং চলে যান। এর কয়েক মাস পর তিনি ফিরে আসেন এবং স্টোন কোল্ড স্টিভ অস্টিন এর সাথে টিমআপ করে ডাব্লিউডাব্লিউএফ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন। মাইকেলস ব্রিটিশ বুলডগকে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন হন। তখন ফ্যানদের থেকে তিনি প্রচুর বু পান। এর সাথে তিনি হয়ে যান প্রথম গ্র্যান্ডস্ল্যাম চ্যাম্পিয়ন। ইন ইউর হাউস: ব্যাড ব্লাড এ তিনি দ্য আন্ডারটেকার এর মুখোমুখি হন সর্বপ্রথম হেল-ইন-অ্যা-সেল ম্যাচ এ। এই ম্যাচে তিনি কেইন (অভিষেক) এর সহায়তায় আন্ডারটেকারকে হারান। এবং ডাব্লিউডাব্লিউএফ হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য নাম্বার ওয়ান কন্টেনডার নির্বাচিত হন। এই ম্যাচটিকে রেসলিং বিশেষজ্ঞ ডেভ মেল্টজার থেকে ৫★ রেটিং দেয়। এই সময়ে মাইকেলস তার বন্ধু হান্টার হার্স্ট হেমসলি (ট্রিপল এইচ), চায়না (হান্টারের বাস্তব জীবনের বান্ধবী), ও রিক রুডের সাথে মিলে গঠন করেন স্টেবল ডি-জেনারেশন এক্স (DX). নভেম্বর ১৯৯৭ সার্ভাইভার সিরিজে মাইকেলস ব্রেট হার্টকে হারিয়ে ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন হয়। এই ম্যাচটি মন্ট্রিয়ল স্ক্রিউজব এর জন্য বিখ্যাত। মাইকেলস তখন ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ এবং হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ একইসাথে তার সঙ্গে রাখেন। মাইকেলস তার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ টি হান্টার হার্স্ট হেমসলির কাছে হারান।

প্রথম অবসর ও ডব্লিউডব্লিউএফ কমিশনার (১৯৯৮-২০০০)

[সম্পাদনা]
১৯৯৮ সালে মাইকেলস ডাব্লিউডাব্লিউএফ কমিশনার হিসেবে।

১৯৯৮ রয়্যাল রাম্বল এ মাইকেলস আন্ডারটেকার এর সাথে একটি কাসকেট ম্যাচ খেলে। এবং ম্যাচটি জিতে। কিন্তু এই ম্যাচে back body drop মুভটি দিতে গেলে সে ইঞ্জুরিতে পড়ে। রেসলম্যানিয়া ১৪ তে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এর কাছে হারার পর মাইকেলসকে রিটায়ার্ড নিতে বাধ্য করা হয়। এর চার মাস পর মাইকেলস অতিথি ধারাভাষ্যকার হিসেবে র ইস ওয়ার এর এপিসোডে ফিরে আসে। নভেম্বর ৩০ তারিখে মাইকেলসকে ডাব্লিউডাব্লিউএফ এর কমিশনার বানানো হয়। এরপর সে ভিন্স ম্যাকম্যান এর দ্য কর্পারেশন এ ভিলেন রূপে যোগদান করে। জানুয়ারি ৪ তারিখে মাইকেলস আবার ডিএক্স এ যোগদান করে।

হিয়াটাস (২০০০-২০০২)

[সম্পাদনা]

মাইকেলস যখন মনে করেন তার রেসলিং ক্যারিয়ার শেষ তখন তিনি তাদের প্রশিক্ষণ দেয়া শুরু করে যারা পেশাদার কুস্তিগির হতে চায়।[] তাই ১৯৯৯ সালে তিনি শন মাইকেলস রেসলিং একাডেমী নামে একটি প্রশিক্ষণাগার খুলেন। ২০০২ সালে তিনি সেটি ত্যাগ করেন। এবং এটির দায়িত্ব আরেকজন কে দেন।

ট্রিপল এইচ এর সাথে ফিউড (২০০২-২০০৪)

[সম্পাদনা]

এর একটি এপিসোডে শন প্রায় ১৮ মাস পরে ফিরে আসে এবং এনডাব্লিউও তে যোগদান করার ঘোষণা দেয়। তিনি প্রথম রেসলার যে এনডাব্লিউও এর সদস্য কিন্তু কখনো ডাব্লিউসিডাব্লিউ তে রেসলিং করেন নি।

পেশাদারি কুস্তিতে

[সম্পাদনা]

তাকে সর্বকালের সেরা ইন রিং ব্যক্তিত্ব হিসেবে গণ্য করা হয়। তার ফিনিশার হিসেবে সে "সুপারকিক" ব্যবহার করে। যেটি তার মাধ্যমে জনপ্রিয় হয়ে উঠেছে। সে এটিকে "Sweet Chin Music" বলে। এছাড়াও অবসর নেয়ার ৮ বছর পর ফিরে এসেও তার ইন রিং প্রদর্শন বিশ্লেষকদের প্রশংসা কুড়িয়েছে। বর্তমান এ তিনি WWE এর একটি ব্র্যান্ড NXT এর প্রধান এর দায়িত্বে আছেন।

কুস্তিতে

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. (Michaels ও Feigenbaum 2005, পৃ. 164)
  2. Nanda, Jay (জুন ৩, ২০০৯)। "It's always Sunny when the original diva's around"। San Antonio Express-News: 09T। [Tammy] Sytch has gone on record via YouTube detailing a 'nine-month' courtship in the 1990s with San Antonio native and World Wrestling Entertainment superstar Shawn Michaels 
  3. Brookhouse, Brent (সেপ্টেম্বর ৭, ২০২২)। "Shawn Michaels promoted to WWE senior vice president of talent development creative"CBS Sports। সংগ্রহের তারিখ জানুয়ারি ২৬, ২০২৩ 
  4. "The 50 greatest matches in WrestleMania history re-ranked" 
  5. উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; WWEprofile নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি

বহিঃসংযোগ

[সম্পাদনা]
পূর্বসূরী
ব্রেট হার্ট এবং লেক্স লুগার
রয়্যাল রাম্বল বিজয়ী
১৯৯৫ এবং ১৯৯৬
উত্তরসূরী
স্টোন কোল্ড স্টিভ অস্টিন