সেলমা এলিয়ে কাভাফ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Selma Aliye Kavaf থেকে পুনর্নির্দেশিত)
সেলমা এলিয়ে কাভাফ
314 x 208
প্রতিমন্ত্রী
(নারী ও পরিবার বিষয়ক)
কাজের মেয়াদ
১ মে ২০০৯ – ৬ জুন ২০১১
পূর্বসূরীনিমেট কুবুক্কু
উত্তরসূরীঅফিস বিলুপ্ত
ন্যায়বিচার ও উন্নয়ন দলের নারী শাখার সভাপতি
কাজের মেয়াদ
২০০২ – ১ মে ২০০৯
পূর্বসূরীঅফিস প্রতিষ্ঠিত
উত্তরসূরীফাতমা শাহিন
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1962-07-01) ১ জুলাই ১৯৬২ (বয়স ৬১)
ডেনিজলি, তুরস্ক
রাজনৈতিক দলন্যায়বিচার ও উন্নয়ন দল (একেএফ)
প্রাক্তন শিক্ষার্থীআঙ্কারা বিশ্ববিদ্যালয়
ধর্মইসলাম

সেলমা এলিয়ে কাভাফ (জন্ম ১ জুলাই ১৯৬৩) হচ্ছেন তুরস্কের একজন রাজনীতিবিদ। তিনি মহিলা ও পারিবার বিষয়ক প্রাক্তন প্রতিমন্ত্রী, এবং ক্ষমতাসীন ন্যায়বিচার ও উন্নয়ন দলের (একেএফ) ডেনিজলি নির্বাচনী এলাকার সংসদ সদস্য (একেপি)।

প্রারম্ভের জীবন ও কর্মজীবন[সম্পাদনা]

কাভাফ আঙ্কারা বিশ্ববিদ্যালয় এর ভাষা, ইতিহাস এবং ভূগোল অনুষদের টার্কোলজি বিভাগ থেকে স্নাতক করেছেন। তিনি সাত বছর ধরে উভয় সরকারি ও বেসরকারি স্কুলে শিক্ষকতা করেছেন।

রাজনৈতিক কর্মজীবন[সম্পাদনা]

ন্যায়বিচার ও উন্নয়ন দল (একেএফ) প্রতিষ্ঠার পর কভাফ ২০০২ সালে রাজনীতিতে যোগদান করেন। নির্বাচনের পরে, কাভাফকে ন্যায়বিচার ও উন্নয়ন দলের নারী শাখার প্রতিষ্ঠাতা জেনারেল প্রেসিডেন্সি পদে উন্নীত করা হয়। এটি সাংগঠনিক অর্থে একটি তুর্কি রাজনৈতিক দলের প্রথম মহিলা সংগঠন।

২০০৭-এর নির্বাচনে, কাভাফ সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ডেনিজলি থেকে নির্বাচিত প্রথম মহিলা সাংসদ। ১ মে ২০০৯-এ, তিনি এরদোগানের দ্বিতীয় মন্ত্রিসভায় নারী ও পরিবার বিষয়ক প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত হন। তিনি বলেছেন যে তিনি সমকামীতার বিরোধিতা করেন, নিজের ভাষায়: "আমি বিশ্বাস করি সমকামীতা একটি জৈবিক ব্যাধি, একটি রোগ। এটির চিকিৎসা করা প্রয়োজন।"[১] তার মন্তব্যের জেরে বিতর্ক ছড়িয়ে পড়ে এবং তুরস্কের বিরোধী-সমকামী কর্মীরা এর প্রতিবাদ করে।[২][৩]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

রাজনৈতিক দপ্তর
নতুন পদবী
অফিস প্রতিষ্ঠিত
ন্যায়বিচার ও উন্নয়ন দলের নারী শাখার সভাপতি]
২০০২ – ১ মে ২০০৯
উত্তরসূরী
ফাতমা শাহিন
পূর্বসূরী
নিমেট কুবুক্কু
প্রতিমন্ত্রী
(নারী ও পরিবার বিষয়ক)

১ মে ২০০৯ – ৬ জুন ২০১১
উত্তরসূরী
ফাতমা শাহিন
পরিবার ও সামাজিক নীতিমালা মন্ত্রী হিসেবে

টেমপ্লেট:Erdogan II Cabinet