রূপঙ্কর বাগচী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Rupankar Bagchi থেকে পুনর্নির্দেশিত)
রূপঙ্কর বাগচী
রূপঙ্কর বাগচী
রূপঙ্কর বাগচী
প্রাথমিক তথ্য
উদ্ভবকলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত
ধরনআধুনিক, ক্লাসিকাল
পেশাগায়ক
ওয়েবসাইটwww.rupankar.com

রূপঙ্কর বাগচী ভারতীয় বাংলার এক জনপ্রিয় শিল্পী। তিনি ভারতীয় বাংলা ছবিতে অনেক গান করেছেন। রূপঙ্কর বাগচী তার অন্যতম জনপ্রিয় গান গুলার মধ্যে জাতিস্মর (চলচ্চিত্র) এর "এ তুমি কেমন তুমি" এই গানের জন্য ৬১ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন।[১][২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

রূপঙ্কর বাগচী জন্মগ্রহণ করেন ভারতীয় এক সঙ্গীত পরিবারে। রূপঙ্কর বাগচী তার বাবা রিথেন্দ্র নাথ বাগচী এর কাছ থেকে ক্লাসিকাল গান শিখেন, আর তার মা সুমিত্রা বাগচী এর কাছ থেকে রবীন্দ্রসংগীত শিখেন। রূপঙ্কর বাগচী ক্লাসিক্লাল সঙ্গীত শিখেন সুকমার মিত্র এর কাছ থেকে আর আধুনিক গান শিখেন জটিলেশ্বর মুখোপাধ্যায় এর কাছ থেকে।

একক অ্যালবাম[সম্পাদনা]

  • নীল
  • বেস্ট অফ রূপঙ্কর
  • বেস্ট অফ রূপঙ্কর ২
  • ভো কা ট্টা
  • হাইওয়ে
  • ও চাঁদ
  • শপিং মল
  • তোমার টানে

জনপ্রিয় গান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

ইন্টারনেট মুভি ডেটাবেজে রূপঙ্কর বাগচী (ইংরেজি)