রয়্যাল আন্টভের্প ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Royal Antwerp F.C. থেকে পুনর্নির্দেশিত)
আন্টভের্প
পূর্ণ নামরয়্যাল আন্টভের্প ফুটবল ক্লাব
ডাকনামদ্য গ্রেট ওল্ড (প্রাচীন মহৎ)
ডে প্লাগ ভ্যান স্টাড
প্রতিষ্ঠিত১৮৮০; ১৪৪ বছর আগে (1880)
মাঠবোসইলস্টাডিওন
ধারণক্ষমতা১৬,১৪৪[১]
মালিকবেলজিয়াম পল গেসেন্স
ম্যানেজারক্রোয়েশিয়া ইভান লেকো
লিগবেলজীয় প্রথম বিভাগ এ
২০১৯–২০৪র্থ
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

রয়্যাল আন্টভের্প স্পোর্টিং ক্লাব (এছাড়াও আর আন্টভের্প এসসি অথবা শুধুমাত্র আন্টভের্প নামে পরিচিত) হচ্ছে আন্টভের্প ভিত্তিক একটি বেলজীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে বেলজিয়ামের শীর্ষ স্তরের ফুটবল লীগ বেলজীয় প্রথম বিভাগ এ-এ খেলে। এই ক্লাবটি ১৮৮০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আন্টভের্প তাদের সকল হোম ম্যাচ আন্টভের্পের বোসইলস্টাডিওনে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,১৪৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইভান লেকো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন পল গেসেন্স। বেলজীয় মধ্যমাঠের খেলোয়াড় ফারিস হারুন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।

ঘরোয়া ফুটবলে, আন্টভের্প এপর্যন্ত ৮টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৪টি বেলজীয় প্রথম বিভাগ, ২টি বেলজীয় দ্বিতীয় বিভাগ এবং ২টি বেলজীয় কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, আন্টভের্পের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৯২–৯৩ উয়েফা কাপ উইনার্স কাপের ফাইনালে পৌঁছানো, যেখানে তারা ইতালীয় ক্লাব পারমার কাছে ৩–১ গোলের ব্যবধানে পরাজিত হয়েছিল।

অর্জন[সম্পাদনা]

ঘরোয়া[সম্পাদনা]

চ্যাম্পিয়ন (৪): ১৯২৮–২৯, ১৯৩০–৩১, ১৯৪৩–৪৪, ১৯৫৬–৫৭
চ্যাম্পিয়ন (২): ১৯৯৯–২০০০, ২০১৬–১৭
চ্যাম্পিয়ন (২): ১৯৫৪–৫৫, ১৯৯১–৯২

আন্তর্জাতিক[সম্পাদনা]

রানার-আপ (১): ১৯৯২–৯৩

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:রয়্যাল আন্টভের্প স্পোর্টিং ক্লাব টেমপ্লেট:বেলজীয় প্রথম বিভাগ এ