শিরোপরবর্তী অঞ্চল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Postcrania থেকে পুনর্নির্দেশিত)

শিরোপরবর্তী অঞ্চল (ইংরেজিঃ postcranium) বলতে প্রাণিবিজ্ঞানভার্টিব্রাটা প্রত্ননৃবিজ্ঞানে বুঝানো হয় করোটি ব্যতীত কঙ্কালের সমস্ত অংশ। উদাহরণস্বরুপ ডায়ানোসরের ন্যায় বিলুপ্ত প্রাণীর যতগুলো জীবাশ্ম পাওয়া গিয়েছে, সব জীবাশ্মের খুলি পাওয়া যায় না, অন্যান্য হাড়গোড় পাওয়া গিয়েছে। এসব হাড়্গোড়কে একত্রে পোস্টক্রানিয়া বা শিরোপরবর্তী অঞ্চল বলা যায়।

কখনো কখনো হাড়্গোড় দেখে বুঝা দায় হয়ে যায়, কঙ্কালের মাথা আর বাকি কঙ্কালগুলো একই প্রাণীর কিনা। প্রত্ননৃবিজ্ঞানের গবেষণায়, বিভিন্ন প্রজাতির মধ্যে সম্পর্ক নির্ধারণের বেলায়, জীবাশ্মের শিরপরবর্তী অঞ্চলের তুলনায়, শির গবেষণায় বেশি ফলপ্রসূ। যদিও এই ধারণাটা সম্পূর্ণ প্রমাণিত নয়।

তথ্যসূত্র[সম্পাদনা]


টেমপ্লেট:Vertebrate anatomy-stub