পার্ক দেস প্রিন্সেস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Parc des Princes থেকে পুনর্নির্দেশিত)
পার্ক দেস প্রিন্সেস
প্রিন্সেস পার্ক
মানচিত্র
অবস্থানপ্যারিস, ফ্রান্স
মালিককাউন্সিল অফ প্যারিস
ধারণক্ষমতা৪৭,৯২৯
উপরিভাগঘাস
উদ্বোধন৪ঠা জুন, ১৯৭২
ভাড়াটে
প্যারিস সেন্ট জার্মেই(১৯৭৪-)

পার্ক দেস প্রিন্সেস প্যারিস শহরের অন্যতম স্টেডিয়াম। বিখ্যাত ফুটবল ক্লাব প্যারিস সেন্ট জার্মেই এর ঘরের মাঠ এটি।

ইতিহাস[সম্পাদনা]

প্রথম পার্ক(১৮৯৭-১৯৩২)[সম্পাদনা]

১৮৯৭ সালের ১৮ জুলাই একটি সাইকেল রেস কোর্স হিসেবে এই মাঠ প্রথম আত্মপ্রকাশ করে।

১৯০৩ সালে প্রথম আন্তর্জাতিক ম্যাচ হিসেবে ইংল্যান্ডপ্যারিস এর মাঝে ম্যাচ অনুষ্ঠিত হয়। তার ২ বছর পর , ফ্রান্স জাতীয় ফুটবল দল এই মাঠে সুইজারল্যান্ডের বিরুদ্ধে তাদের প্রথম ঘরের মাঠের ম্যাচ খেলে। ১৯২৪ সাল থেকে ধীরে ধীরে এই মাঠ তার জৌলুস হারাতে থাকে।

দ্বিতীয় পার্ক(১৯৩২-১৯৭২)[সম্পাদনা]

এই সময় স্টেডিয়ামটিতে প্রভূত সংস্কার হয় ও ধারণ ক্ষমতা ৪০,০০০ পর্যন্ত বাড়ানো হয়।

বর্তমান পার্ক(১৯৭২-)[সম্পাদনা]

বর্তমানে প্যারিস সেন্ট জার্মেই ক্লাবের ঘরের মাঠ হিসেবে ব্যবহৃত হচ্ছে।

সম্প্রসারণ পরিকল্পনা[সম্পাদনা]

২০২৪ গ্রীষ্ম অলিম্পিক গেমস এর জন্য স্টেডিয়ামটিতে অতিরিক্ত ১০,০০০ আসন বৃদ্ধি করে ধারণ ক্ষমতা ৬০,০০০ করার পরিকল্পনা রয়েছে।