বিষয়বস্তুতে চলুন

আইসিসি রেফারিদের সেরা তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Panel of ICC Referees থেকে পুনর্নির্দেশিত)

এমিরেটস আইসিসি রেফারিদের সেরা তালিকায় সাবেক আন্তর্জাতিক ক্রিকেট খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়। এ তালিকাটি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল কর্তৃপক্ষ কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়ে থাকে। এ ব্যবস্থায় প্রতিটি টেস্ট, একদিনের আন্তর্জাতিকটুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলায় ম্যাচ রেফারিকে খেলা পরিচালনার যাবতীয় দায়িত্বভার প্রদান করা হয়। এরফলে তিনি যাবতীয় আন্তর্জাতিক ক্রিকেট খেলায় নিয়ন্ত্রণভার গ্রহণ করেন ও আইসিসি প্রতিনিধি হিসেবে মাঠে প্রয়োজনীয় ভূমিকা নেন। আইসিসি কোড অব কন্ডাক্ট অনুযায়ী প্রয়োজনে জরিমানা ধার্য করেন। সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিযুক্তির ফলে তারা সঠিকমাত্রায় জরিমানা করে থাকেন। এছাড়াও তাঁরা আইসিসি কর্তৃক মনোনীত আম্পায়ারদের খেলা পরিচালনার বিষয়াদি পর্যালোচনাপূর্বক প্রতিটি খেলা শেষে আম্পায়ারদের বিষয়ে প্রতিবেদন দাখিল করেন।

বর্তমান সদস্য

[সম্পাদনা]

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত আইসিসি সেরা রেফারিদের তালিকায় নিম্নবর্ণিত সাবেক খেলোয়াড়দেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে:[]

রেফারিদের নাম জন্ম তারিখ বয়স (১১ নভেম্বর ২০২৫) টেস্ট সংখ্যা ওডিআই সংখ্যা টি২০আই সংখ্যা দেশ
ডেভিড বুন ২৯ ডিসেম্বর ১৯৬০৬৪ বছর, ৩১৭ দিন২১৪৭১৪অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
ক্রিস ব্রড ২৯ সেপ্টেম্বর ১৯৫৭৬৮ বছর, ৪৩ দিন৬০২৪৪৫৪ইংল্যান্ড ইংল্যান্ড
জেফ ক্রো ১৪ সেপ্টেম্বর ১৯৫৮৬৭ বছর, ৫৮ দিন৬৫১৯২৪৫নিউজিল্যান্ড নিউজিল্যান্ড
রঞ্জন মাদুগালে ২২ এপ্রিল ১৯৫৯৬৬ বছর, ২০৩ দিন১৪৮২৭৯৫৯শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
রোশন মহানামা ৩১ মে ১৯৬৬৫৯ বছর, ১৬৪ দিন৫১১৯৩২৯শ্রীলঙ্কা শ্রীলঙ্কা
অ্যান্ডি পাইক্রফট ৬ জুন ১৯৫৬৬৯ বছর, ১৫৮ দিন২৬১০২৩৫জিম্বাবুয়ে জিম্বাবুয়ে
জাভাগাল শ্রীনাথ ৩১ আগস্ট ১৯৬৯৫৬ বছর, ৭২ দিন৩২১৩২৩৪ভারত ভারত

সাবেক সদস্য

[সম্পাদনা]

নিম্নবর্ণিত সাবেক খেলোয়াড়গণ ২০০২ সালে নব-প্রবর্তিত সেরা তালিকায় অন্তর্ভুক্ত হয়েছিলেন। পরবর্তীতে তাঁরা অবসর গ্রহণ করেন:

বিতর্ক

[সম্পাদনা]

আগস্ট ২০০৬ এ বল টেম্পারিং বিতর্ক

[সম্পাদনা]

দক্ষিণ আফ্রিকান ম্যাচ রেফারি মাইক প্রোক্টর কর্তৃক ড্যারেল হেয়ারবিলি ডকট্রোভের খেলা চালিয়ে যেতে ব্যর্থ হওয়ায় ব্যাপক সমালোচিত হন। এরফলে বল টেম্পারিংয়ের অযুহাতে পাকিস্তান দল ফিল্ডিং করতে অস্বীকৃতি জানায় ও পরবর্তীতে ইংল্যান্ড ক্রিকেট দলকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হয়েছিল।[]

২০০৭ ক্রিকেট বিশ্বকাপ বিতর্ক

[সম্পাদনা]

২০০৭ সালের ক্রিকেট বিশ্বকাপে আম্পায়ার স্টিভ বাকনার, আলীম দার, রুডি কোয়ের্তজেন এবং বিলি বাউডেনসহ জেফ ক্রো অভিযুক্ত হয়েছিলেন। আইসিসি’র খেলার অবস্থা অনুযায়ী ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ফলাফল আসা স্বত্ত্বেও ক্রো বেশ কয়েকটি ওভারের খেলা চালিয়েছিলেন। অস্ট্রেলিয়াশ্রীলঙ্কার মধ্যকার খেলায় প্রায় অন্ধকার ঘনিয়ে আসায় তারা খেলা থেকে চলে আসতে চাইছিলেন ও পরদিন খেলতে আগ্রহী ছিলেন। খেলার পর উভয় দলের কাছেই নিজ দোষ স্বীকার করেছিলেন তিনি।[]

রেকর্ডসমূহ

[সম্পাদনা]

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক টেস্ট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[]

রেফারিসময়কালখেলার সংখ্যা
শ্রীলঙ্কা রঞ্জন মাদুগালে১৯৯৩-বর্তমান১৪৮
নিউজিল্যান্ড জেফ ক্রো২০০৫-বর্তমান৬৫
ইংল্যান্ড ক্রিস ব্রড২০০৪-বর্তমান৬০
গায়ানা ক্লাইভ লয়েড১৯৯২-২০০৬৫৩
শ্রীলঙ্কা রোশন মহানামা২০০৪-বর্তমান৫১
নিউজিল্যান্ড জন রিড১৯৯৩-২০০২৫০
দক্ষিণ আফ্রিকা মাইক প্রোক্টর২০০২-২০০৮৪৭
অস্ট্রেলিয়া অ্যালান হার্স্ট২০০৪-২০১১৪৫
বার্বাডোস ক্যামি স্মিথ১৯৯৩-২০০২৪২

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[]

রেফারিসময়কালখেলার সংখ্যা
শ্রীলঙ্কা রঞ্জন মাদুগালে১৯৯৩-বর্তমান২৭৯
ইংল্যান্ড ক্রিস ব্রড২০০৪-বর্তমান২৪৪
নিউজিল্যান্ড জেফ ক্রো২০০৪-বর্তমান১৯২
শ্রীলঙ্কা রোশন মহানামা২০০৪-বর্তমান১৯৩
দক্ষিণ আফ্রিকা মাইক প্রোক্টর২০০২-২০০৮১৬২
গায়ানা ক্লাইভ লয়েড১৯৯২-২০০৭১৩৩

১৯ মার্চ, ২০১৪ তারিখ পর্যন্ত সর্বাধিকসংখ্যক টুয়েন্টি২০ আন্তর্জাতিক ক্রিকেট খেলা পরিচালনাকারী রেফারিদের তালিকা নিম্নরূপ:[]

রেফারিসময়কালখেলার সংখ্যা
শ্রীলঙ্কা রঞ্জন মাদুগালে২০০৬-বর্তমান৫৯
ইংল্যান্ড ক্রিস ব্রড২০০৫-বর্তমান৫৪
নিউজিল্যান্ড জেফ ক্রো২০০৫-বর্তমান৪৫
জিম্বাবুয়ে অ্যান্ডি পাইক্রফট২০০৯-বর্তমান৩৫
ভারত জাভাগাল শ্রীনাথ২০০৬-বর্তমান৩৪
শ্রীলঙ্কা রোশন মহানামা২০০৪-বর্তমান২৯
অস্ট্রেলিয়া অ্যালান হার্স্ট২০০৮-২০১১২৬
দক্ষিণ আফ্রিকা মাইক প্রোক্টর২০০৬-২০০৮১৫

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "ICC Elite Referee Panel"Cricinfo। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৪
  2. See 4th from bottom paragraph
  3. "Crowe admits error"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৪
  4. "Most matches as a referee: Test"Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০
  5. "Most matches as a referee: ODI"Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০
  6. "Most matches as a referee: T20I"Cricinfo। সংগ্রহের তারিখ ২৩ সেপ্টেম্বর ২০১০

আরও দেখুন

[সম্পাদনা]