উত্তর কোরিয়া জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(North Korea national football team থেকে পুনর্নির্দেশিত)
উত্তর কোরিয়া
দলের লোগো
ডাকনামচল্লিমা[১]
অ্যাসোসিয়েশনউত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচইয়ুন জং-সু
অধিনায়কজং ইল-গোয়ান
সর্বাধিক ম্যাচরি মিয়ং-গুক (১১৮)
শীর্ষ গোলদাতাজং ইল-গোয়ান (২৬)
মাঠকিম ইল-সুং স্টেডিয়াম
ফিফা কোডPRK
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান ১১৬ অপরিবর্তিত (২১ ডিসেম্বর ২০২৩)[২]
সর্বোচ্চ৫৭ (নভেম্বর ১৯৯৩)
সর্বনিম্ন১৮১ (অক্টোবর–নভেম্বর ১৯৯৮)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ১১৪ হ্রাস ৩ (১২ জানুয়ারি ২০২৪)[৩]
সর্বোচ্চ১০ (জানুয়ারি ১৯৭০[৪])
সর্বনিম্ন১৩১ (জুন ২০১৯[৪])
প্রথম আন্তর্জাতিক খেলা
 উত্তর কোরিয়া ১–০ চীন 
(বেইজিং, চীন; ৭ অক্টোবর ১৯৫৬)[৫]
বৃহত্তম জয়
 উত্তর কোরিয়া ২১–০ গুয়াম 
(তাইপেই, তাইওয়ান; ১১ মার্চ ২০০৫)
বৃহত্তম পরাজয়
 পর্তুগাল ৭–০ উত্তর কোরিয়া 
(কেপ টাউন, দক্ষিণ কোরিয়া; ২১ জুন ২০১০)
বিশ্বকাপ
অংশগ্রহণ২ (১৯৬৬-এ প্রথম)
সেরা সাফল্যকোয়ার্টার-ফাইনাল (১৯৬৬)
এএফসি এশিয়ান কাপ
অংশগ্রহণ৫ (১৯৮০-এ প্রথম)
সেরা সাফল্যচতুর্থ স্থান (১৯৮০)
এএফসি চ্যালেঞ্জ কাপ
অংশগ্রহণ৩ (২০০৮-এ প্রথম)
সেরা সাফল্যচ্যাম্পিয়ন (২০১০, ২০১২)
ইএএফএফ ই-১ ফুটবল চ্যাম্পিয়নশিপ
অংশগ্রহণ৪ (২০০৫-এ প্রথম)
সেরা সাফল্যতৃতীয় স্থান (২০০৫, ২০১৫)

উত্তর কোরিয়া জাতীয় ফুটবল দল (কোরীয়: 조선민주주의인민공화국 축구 국가대표팀, ইংরেজি: North Korea national football team; এছাড়াও গণতান্ত্রিক গণপ্রজাতন্ত্রী কোরিয়া জাতীয় ফুটবল দল এবং কোরিয়া ডিপিআর নামে পরিচিত[৬]) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে উত্তর কোরিয়ার প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম উত্তর কোরিয়ার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা উত্তর কোরিয়া ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়।[৭] এই দলটি ১৯৫৮ সাল হতে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং ১৯৭৪ সাল হতে তাদের আঞ্চলিক সংস্থা এশিয়ান ফুটবল কনফেডারেশনের সদস্য হিসেবে রয়েছে। ১৯৫৬ সালের ৭ই অক্টোবর তারিখে, উত্তর কোরিয়া প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; চীনের বেইজিংয়ে অনুষ্ঠিত উক্ত ম্যাচে উত্তর কোরিয়া চীনকে ১–০ গোলের ব্যবধানে পরাজিত করেছে।

৫০,০০০ ধারণক্ষমতাবিশিষ্ট কিম ইল-সুং স্টেডিয়ামে চল্লিমা নামে পরিচিত এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে। এই দলের প্রধান কার্যালয় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ং ইয়াংয়ে অবস্থিত। বর্তমানে এই দলের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ইয়ুন জং-সু এবং অধিনায়কের দায়িত্ব পালন করছেন রিমিয়ংসুর আক্রমণভাগের খেলোয়াড় জং ইল-গোয়ান

উত্তর কোরিয়া এপর্যন্ত ২ বার ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৬৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালে পৌঁছানো, যেখানে তারা পর্তুগালের কাছে ৫–৩ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। অন্যদিকে, এএফসি এশিয়ান কাপে উত্তর কোরিয়া এপর্যন্ত ৫ বার অংশগ্রহণ করেছে, যার মধ্যে সেরা সাফল্য হচ্ছে ১৯৮০ এএফসি এশিয়ান কাপে চতুর্থ স্থান অর্জন করা, যেখানে তারা ইরানের কাছে ৩–০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। এছাড়াও এএফসি চ্যালেঞ্জ কাপে উত্তর কোরিয়া অন্যতম সফল দল, যেখানে তারা ২টি (২০১০ এবং ২০১২) শিরোপা জয়লাভ করেছে।

রি মিয়ং-গুক, পাক ডু-ইক, জং ইল-গোয়ান, পাক সং-চল এবং পাক কোয়াং-রিয়ংয়ের মতো খেলোয়াড়গণ উত্তর কোরিয়ার জার্সি গায়ে মাঠ কাঁপিয়েছেন।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে, ১৯৯৩ সালের নভেম্বর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে উত্তর কোরিয়া তাদের ইতিহাসে সর্বোচ্চ অবস্থান (৫৭তম) অর্জন করে এবং ১৯৯৮ সালের অক্টোবর মাসে প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা ১৮১তম স্থান অধিকার করে, যা তাদের ইতিহাসে সর্বনিম্ন। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে উত্তর কোরিয়ার সর্বোচ্চ অবস্থান হচ্ছে ১০ম (যা তারা ১৯৭০ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ১৩১। নিম্নে বর্তমানে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং এবং বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং
২১ ডিসেম্বর ২০২৩ অনুযায়ী ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১৪ অপরিবর্তিত  আজারবাইজান ১১৭৪.২২
১১৫ অপরিবর্তিত  নামিবিয়া ১১৬৮.৩৮
১১৬ অপরিবর্তিত  উত্তর কোরিয়া ১১৬৮.১২
১১৭ অপরিবর্তিত  অ্যাঙ্গোলা ১১৬৮.০৫
১১৮ অপরিবর্তিত  টোগো ১১৬৫.৭৪
বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[৩]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
১১২ বৃদ্ধি ১৫  তাজিকিস্তান ১৩৭৭
১১৩ হ্রাস ১০  উগান্ডা ১৩৬৮
১১৪ হ্রাস  উত্তর কোরিয়া ১৩৬৭
১১৫ বৃদ্ধি ১৩  মোজাম্বিক ১৩৬৬
১১৬ হ্রাস ২৬  এস্তোনিয়া ১৩৬৩

প্রতিযোগিতামূলক তথ্য[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ[সম্পাদনা]

ফিফা বিশ্বকাপ বাছাইপর্ব
সাল পর্ব অবস্থান ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো ম্যাচ জয় ড্র হার স্বগো বিগো
জাপানের অংশ হিসেবে জাপানের অংশ হিসেবে
উরুগুয়ে ১৯৩০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
ইতালি ১৯৩৪
ফ্রান্স ১৯৩৮
কোরিয়ার অংশ হিসেবে কোরিয়ার অংশ হিসেবে
ব্রাজিল ১৯৫০ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
উত্তর কোরিয়ার অংশ হিসেবে উত্তর কোরিয়ার অংশ হিসেবে
সুইজারল্যান্ড ১৯৫৪ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
সুইডেন ১৯৫৮
চিলি ১৯৬২
ইংল্যান্ড ১৯৬৬ কোয়ার্টার-ফাইনাল ৮ম
মেক্সিকো ১৯৭০ প্রত্যাহার প্রত্যাহার
পশ্চিম জার্মানি ১৯৭৪ উত্তীর্ণ হয়নি
আর্জেন্টিনা ১৯৭৮ প্রত্যাহার প্রত্যাহার
স্পেন ১৯৮২ উত্তীর্ণ হয়নি
মেক্সিকো ১৯৮৬
ইতালি ১৯৯০ ১১ ১৩
মার্কিন যুক্তরাষ্ট্র ১৯৯৪ ১৩ ২৪ ১৮
ফ্রান্স ১৯৯৮ অংশগ্রহণ করেনি অংশগ্রহণ করেনি
দক্ষিণ কোরিয়া জাপান ২০০২
জার্মানি ২০০৬ উত্তীর্ণ হয়নি ১২ ১৬ ১৬
দক্ষিণ আফ্রিকা ২০১০ গ্রুপ পর্ব ৩২তম ১২ ১৬ ২০
ব্রাজিল ২০১৪ উত্তীর্ণ হয়নি
রাশিয়া ২০১৮ ১৪
কাতার ২০২২ অনির্ধারিত অনির্ধারিত
মোট কোয়ার্টার-ফাইনাল ২/২৩ ২১ ৮২ ৩৮ ১৯ ২৫ ১১৩ ৭৭

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Montague, James (১২ ডিসেম্বর ২০১৭)। "Inside the Secret World of Football in North Korea"Bleacher Report। সংগ্রহের তারিখ ৩ জানুয়ারি ২০১৮ 
  2. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  3. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 
  4. North Korea at World Football Elo Ratings
  5. North Korea matches, ratings and points exchanged
  6. "World Cup 2010 team guide: North Korea"। BBC News। ১৫ জুন ২০১০। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১০ 
  7. Birch, Paul (৩১ মে ২০১০)। "World Cup 2010 team guide: North Korea"BBC। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]