বিষয়বস্তুতে চলুন

নাত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Na`at থেকে পুনর্নির্দেশিত)

নাত (আরবি: نعت) একপ্রকারের কবিতা যা রাসূল মুহাম্মদ এর প্রশংসা করে লেখা হয়। দক্ষিণ এশিয়ায় এই প্রচলন জনপ্রিয়। বাংলা, উর্দু, ফারসি ইত্যাদি ভাষায় নাত লেখা হয়।

ইতিহাস

[সম্পাদনা]

ঠিক কবে নাতের সূচনা হয়েছিল তা সঠিকভাবে বলা যায় না। সাহাবি হাসসান ইবনে সাবিত ছিলেন মুহাম্মদ এর সময়কার কবি ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বেও তিনি কবিতা লিখতেন তবে ইসলাম গ্রহণের পর তার কবিতার ধারায় পরিবর্তন আসে এবং তিনি মুহাম্মদ এর সম্মানে কবিতা লিখতে থাকেন। মুহাম্মদ এর বিরুদ্ধে প্রতিপক্ষ কর্তৃক লিখিত কবিতার বিপক্ষে হাসসান কবিতা লিখতেন। তাকে সানা খাওয়ান (নাত আবৃত্তিকারক) বলা হত। তাকে এ ব্যাপারে রাসূল নিজে উৎসাহ দিতেন। পরবর্তীতে অন্যান্য কবিরা তার ধারা অনুসরণ করেন।

তালা' আল বাদরু আলাইনা নাতটি সর্বপ্রাচীন নাত বলে ধরা হয়। মুহাম্মদ হিজরত করে মদিনায় যাওয়ার পর এই নাতটি গাওয়া হয়েছিল।[][]

নাতকে সাধারণত নাত শরিফ বলা হয়। বাংলা, উর্দু, ইংরেজি, তুর্কি, ফারসি, আরবি, পাঞ্জাবি, সিন্ধি ভাষায় এর ব্যবহার রয়েছে।

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Islam and Islamic History in Arabia and The Middle East"  line feed character in |শিরোনাম= at position 36 (সাহায্য)
  2. "Technology of the Heart"। ২৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০১৫