মোরেইরেন্সে ফুটবল ক্লাব

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Moreirense F.C. থেকে পুনর্নির্দেশিত)
মোরেইরেন্সে
পূর্ণ নামমোরেইরেন্সে ফুতেবল ক্লুবে
ডাকনামওস ইয়েরদেস এ ব্রাঙ্কোস (সবুজ এবং সাদা)
ওস হোমেন্স দে মোরেইরা দে কোনেগোস (মোরেইরা দে কোনেগোসের ব্যক্তি)
প্রতিষ্ঠিতনভেম্বর ১, ১৯৩৮; ৮৫ বছর আগে (November 1, 1938)
মাঠপার্কে মোরেইরা দে কোনেগোস[১]
ধারণক্ষমতা৯,০০০
সভাপতিপর্তুগাল ভিতোর মাগালহায়েস
ম্যানেজারপর্তুগাল রিকার্দো সোয়ারেস
লিগপ্রিমেইরা লিগা
২০১৯–২০৮ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

মোরেইরেন্সে ফুতেবল ক্লুবে (ইংরেজি: Moreirense FC; এছাড়াও মোরেইরেন্সে এফসি নামে পরিচিত) হচ্ছে মিনহো প্রদেশ ভিত্তিক একটি পর্তুগিজ পেশাদার ফুটবল ক্লাব।[২] এই ক্লাবটি বর্তমানে পর্তুগালের শীর্ষ স্তরের ফুটবল লীগ প্রিমেইরা লিগায় খেলে। এই ক্লাবটি ১৯৩৮ সালের ১লা নভেম্বর তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। মোরেইরেন্সে এফসি তাদের সকল হোম ম্যাচ মিনহোর পার্কে মোরেইরা দে কোনেগোসে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৯,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন রিকার্দো সোয়ারেস এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ভিতোর মাগালহায়েস। পর্তুগিজ রক্ষণভাগের খেলোয়াড় জোয়াও আউরেলিও এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৩]

ঘরোয়া ফুটবলে, মোরেইরেন্সে এফসি এপর্যন্ত ৫টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১টি তাসা দা পর্তুগাল, ২টি সেগুন্দা লিগা এবং ২টি পর্তুগিজ দ্বিতীয় বিভাগ শিরোপা রয়েছে।

অর্জন[সম্পাদনা]

তাসা দা লিগা
সেগুন্দা লিগা
পর্তুগিজ দ্বিতীয় বিভাগ

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  2. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 
  3. "মোরেইরেন্সে এফসি: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:মোরেইরেন্সে ফুটবল ক্লাব টেমপ্লেট:প্রিমেইরা লিগা