মাইক ফিন্ডলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Mike Findlay থেকে পুনর্নির্দেশিত)
মাইক ফিন্ডলে
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামথাড্ডিয়াস মাইকেল ফিন্ডলে
জন্ম (1943-10-19) ১৯ অক্টোবর ১৯৪৩ (বয়স ৮০)
ট্রোমাকা, সেন্ট ভিনসেন্ট
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক, প্রশাসক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ১৩৩)
২৬ জুন ১৯৬৯ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১৬ ফেব্রুয়ারি ১৯৭৩ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৬৫ - ১৯৭৮উইন্ডওয়ার্ড আইল্যান্ডস
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি এলএ
ম্যাচ সংখ্যা ১০ ১১০
রানের সংখ্যা ২১২ ২৯২৭ ৭১
ব্যাটিং গড় ১৬.৩০ ২০.১৮ ১১.৮৩
১০০/৫০ ০/০ ০/১৪ ০/০
সর্বোচ্চ রান ৪৪* ৯০ ২৮
ক্যাচ/স্ট্যাম্পিং ১৯/২ ২০৯/৪৩ ২/১
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৪ ফেব্রুয়ারি ২০২০

থাড্ডিয়াস মাইকেল মাইক ফিন্ডলে (ইংরেজি: Mike Findlay; জন্ম: ১৯ অক্টোবর, ১৯৪৩) সেন্ট ভিনসেন্টের ট্রোমাকা এলাকায় জন্মগ্রহণকারী সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার ও প্রশাসক।[১] ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯৬৯ থেকে ১৯৭৩ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে কম্বাইন্ড আইল্যান্ডস ও উইন্ডওয়ার্ড আইল্যান্ডস দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষক হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে ব্যাটিং করতেন মাইক ফিন্ডলে

খেলোয়াড়ী জীবন[সম্পাদনা]

১৯৬৪-৬৫ মৌসুম থেকে ১৯৭৭-৭৮ মৌসুম পর্যন্ত মাইক ফিন্ডলে’র প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল।

সমগ্র খেলোয়াড়ী জীবনে দশটি টেস্টে অংশগ্রহণ করেছেন মাইক ফিন্ডলে। ২৬ জুন, ১৯৬৯ তারিখে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ১৬ ফেব্রুয়ারি, ১৯৭৩ তারিখে কিংস্টনে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

লিওয়ার্ড ও উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জের প্রথম খেলোয়াড় হিসেবে ওয়েস্ট ইন্ডিজ দলের প্রতিনিধিত্ব করেছেন। আলফন্সো রবার্টস সেন্ট ভিনসেন্টে জন্মগ্রহণ করলেও ত্রিনিদাদ দলে খেলার পর ওয়েস্ট ইন্ডিজের পক্ষে খেলেন। ১৯৬৮-৬৯ মৌসুমে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড, ১৯৬৯ ও ১৯৭৬ সালে দুইবার ইংল্যান্ড গমন করেন। ওয়েস্ট ইন্ডিজ দলে অন্তর্ভুক্ত হবার পর অভিজ্ঞতা লাভ করতে থাকেন ও দলীয় সঙ্গীদের কাছ থেকে আন্তরিক সহযোগিতা পান।

পরবর্তীকালে মন্তব্য করেন যে, আমি কখনো প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজ দলের সদস্যরূপে বিদেশ গমনের কথা ভুলতে পারবো না। অভিজ্ঞতাপূর্ণ খেলোয়াড় আমার ন্যায় তরুণ খেলোয়াড়ের উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন। ওয়েস হল আমার উপদেষ্টা ছিলেন। জ্যাকি হেনড্রিক্স দলের মূল উইকেট-রক্ষক ছিলেন। জ্যাকি আমার পাশে বসতেন ও তার অভিজ্ঞতা আমার মাঝে বিলিয়ে দিতেন।[২]

অবসর[সম্পাদনা]

ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণের পর মাইক ফিন্ডলে সাংবাদিক হিসেবে কাজ করেন ও খেলায় ধারাভাষ্যকর্মের সাথে যুক্ত ছিলেন। ওয়েস্ট ইন্ডিজ দলের নির্বাচকমণ্ডলীর সভাপতি হন ও ২০০২ সালে তাকে দায়িত্বভার ছেড়ে দিতে হয়েছিল।[৩] ৩ মে, ২০০৭ তারিখে ইংল্যান্ড সফরকে ঘিরে ওয়েস্ট ইন্ডিজ দলের ব্যবস্থাপকের দায়িত্বে নিযুক্তি লাভ করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mike Findlay"। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ১ মে ২০১০ 
  2. Garth Wattley (৪ জুন ২০১২)। "West Indies' fatherless class of 2012"ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১২ 
  3. "Jamaica and St. Vincent confirm World Cup delegates"ESPNCricinfo। ৮ ফেব্রুয়ারি ২০০৩। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]