মাহজা ইবনে সালেহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Mehjaa ibn Saleh থেকে পুনর্নির্দেশিত)
হযরত

মাহজা'য়া ইবনে সালেহ

রাদিয়াল্লাহু আনহু
مهجع بن صالح
বদরের যুদ্ধে শহীদদের নামের তালিকা সংবলিত স্মৃতিস্তম্ভ
অন্য নামমাহজা মাওলা উমর ইবনুল খাত্তাব
মাহজা মাওলা উমর ফারুক
ব্যক্তিগত তথ্য
জন্ম
মৃত্যু১৩ মার্চ ৬২৪(০৬২৪-০৩-১৩)
মৃত্যুর কারণযুদ্ধ
সমাধিস্থলবদরের ময়দান
ধর্মইসলাম
যে জন্য পরিচিতবদর যুদ্ধের প্রথম শহীদ
অন্য নামমাহজা মাওলা উমর ইবনুল খাত্তাব
মাহজা মাওলা উমর ফারুক

মাহজা ইবনে সালেহ (আরবি: مهجع بن صالح, প্রতিবর্ণীকৃত: মাহজা'য়া বিন সালিহ) ছিলেন ইসলামের নবি মুহাম্মদের একজন সাহাবি। তাঁকে বদর যুদ্ধের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয়।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

মাহজা ইয়েমেনে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম সালেহ। তিনি বন্দি দাস হিসেবে আরবে আসেন। পরবর্তীতে উমর তাকে ক্রয় করে মুক্ত করে দেন। এ কারণে মাহজা'কে মাহজা মাওলা উমর ফারুক বা মাহজা মাওলা উমর ইবনুল খাত্তাব (অর্থাৎ, উমরের অনুগত বা বিশ্বস্ত মাহজা) বলা হয়। তিনি ছিলেন মক্কা থেকে মদিনায় হিযরতকারী মুহাজির সাহাবিদের একজন।[১]

বদরের যুদ্ধ[সম্পাদনা]

বদর যুদ্ধে মাহজা বীরত্বের সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। বলা হয়ে থাকে, তিনি "আনা মাহজা, ওয়া ইলা রাব্বিল আরজা" (অর্থাৎ, আমি মাহজা এবং আমি আমার প্রভু (আল্লাহ)র দিকে প্রত্যাবর্তন করছি) বলতে বলতে লড়াই করেন।[১] যুদ্ধ করতে করতে আমের বিন আল-হাদরামীর নিক্ষিপ্ত তীরে বিদ্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেন। তাকেই বদর যুদ্ধের প্রথম শহীদ হিসেবে গণ্য করা হয়[২] (তবে, অনেকের মতে উবাইদাহ ইবনে হারিস ছিলেন প্রথম শহীদ)।

সাইদ ইবনুল মুসায়্যিব মাহজা'কে শ্রেষ্ঠ কৃষ্ণাঙ্গ আখ্যা দিয়ে বলেন, "কৃষ্ণাঙ্গদের মধ্যে তিনজন শ্রেষ্ঠ মানুষ ছিলেন: বিলাল ইবনে রাবাহ, মাহজা এবং লুকমান আল-হিকমাহ।"[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Men of Excellence"www.alislam.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২ 
  2. "مهجع بن صالح"www.sahaba.rasoolona.com (আরবি ভাষায়)। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৫-১২ 
  3. IslamKotob (২০১৬-১০-২৯)। Stories of The QUR'AN - Ibn Kathi'r (ইংরেজি ভাষায়)। IslamKotob।