মায়সান প্রদেশ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Maysan Governorate থেকে পুনর্নির্দেশিত)
মায়সান প্রদেশ
আরবি: ميسان
প্রদেশ
মায়সান প্রদেশের অবস্থান
স্থানাঙ্ক: ৩১°৫৪′ উত্তর ৪৭°২′ পূর্ব / ৩১.৯০০° উত্তর ৪৭.০৩৩° পূর্ব / 31.900; 47.033
দেশইরাক
রাজধানীআমারাহ
জনসংখ্যা
 • মোট৭,৮৫,০৬৮
প্রধান ভাষাসমূহআরবি

মায়সান (আরবি: ميسان) ইরাকের একটি প্রদেশ। এটি দেশটির পূর্ব অংশে ইরানের সাথে সীমান্তে অবস্থিত। এর রাজধানী শহরের নাম আমারাহ, যেটি ফোরাত নদীর উপর অবস্থিত। প্রদেশটির দ্বিতীয় বৃহৎ লোকালয়ের নাম মাজার আল-কাবির। ১৯৭৬ সালের আগে প্রদেশটি আমারা প্রদেশ নামে পরিচিত ছিল।

মায়সানের জনগণের অধিকাংশই শিয়া মুসলিম। ইরান-ইরাক যুদ্ধের সময় এটি ছিল একটি প্রধান যুদ্ধক্ষেত্র, ফলে এখানকার জনগণের অনেকেই ক্ষয়ক্ষতি ও প্রাণহানির শিকার হন। পরবর্তীকালে ১৯৯১ সালে শিয়া অভ্যুত্থানের সময়েও এখানে প্রচুর ক্ষয়সাধন হয়। জলাময় এই প্রদেশে অনেক ঐতিহ্যবাহী জলা আরবের (Marsh Arabs) বাস।

২০০৩ সালে ইঙ্গ-মার্কিন যৌথ বাহিনী এটির নিয়ন্ত্রণ নেয়।

২০০৫ সালে মায়সান, বাসরাহ ও জি কার প্রদেশকে একত্র করে দক্ষিণ-পূর্ব ইরাকে একটি বৃহত্তর প্রদেশ গঠনের উপর আলোচনা চলছিল। [১]

আরও দেখুন[সম্পাদনা]