মালভেসি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Malvaceae থেকে পুনর্নির্দেশিত)

মালভেসি
Malva parviflora small.jpg
Malva parviflora
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস
জগৎ: Plantae
শ্রেণীবিহীন: Angiosperms
শ্রেণীবিহীন: Eudicots
শ্রেণীবিহীন: Rosids
বর্গ: Malvales
পরিবার: Malvaceae
Juss.[১]
উপপরিবার

Bombacoideae
Brownlowioideae
Byttnerioideae
Dombeyoideae
Grewioideae
Helicteroideae
Malvoideae
Sterculioideae
Tilioideae

মালভেসি সপুষ্পক উদ্ভিদের একটি পরিবার যাতে প্রায় ২৪৪টি গণ এবং ৪২২৫+ প্রজাতি রয়েছে।[২] এই পরিবারের সুপরিচিত সদস্য ঢেঁড়শ, তুলা, এবং কোকো। প্রজাতির সংখ্যার দিক থেকে বৃহত্তম গণ হচ্ছে Hibiscus (৩০০ প্রজাতি), Sterculia (২৫০ প্রজাতি), Dombeya (২৫০ প্রজাতি), Pavonia (২০০ প্রজাতি), and Sida (২০০ প্রজাতি).[৩]

শ্রেণীবিন্যাস[সম্পাদনা]

এই গোত্রের শ্রেণীবিন্যাস অত্যন্ত জটিল ও প্রশ্নবিদ্ধ। এখানে Angiosperm Phylogeny Website থেকে প্রকাশিত মালভেসি গোত্রের বিস্তৃতি দেখানো হল।[২]

Byttnerioideae: ২৬টি গণ, ৬৫০টি প্রজাতি, প্যান্ট্রপিকাল, বিশেষত দক্ষিণ আমেরিকা

Grewioideae: ২৫টি গণ, ৭৭০টি প্রজাতি, প্যানট্রপিকাল

Sterculioideae: ১২টি গণ, ৪৩০টি প্রজাতি, প্যানট্রপিকাল

Tilioideae: ৩টি গণ, ৫০ টি প্রজাতি, উত্তরীয় নাতিশীতোষ্ণ অঞ্চল এবং মধ্য আমেরিকা

Dombeyoideae: প্রায় ২০টি গণ, প্রায় ৩৮০টি প্রজাতি, প্যালিয়ট্রপিকাল, বিশেষত মাদাগাস্কার এবং Mascarenes

Brownlowioideae: ৮টি গণ, প্রায় ৭০টি প্রজাতি, বিশেষত প্যালিয়ট্রপিকাল

Helicteroideae: ৮-১২টি গণ, ১০-৯০টি প্রজাতি, ট্রপিকাল, বিশেষত দক্ষিণ-পূর্ব এশিয়া

Malvoideae: ৭৮টি গণ, ১,৬৭০টি প্রজাতি, নাতিশীতোষ্ণ থেকে ট্রপিকাল

Bombacoideae: ১২টি গণ, ১২০টি প্রজাতি, ট্রপিকাল, বিশেষত আফ্রিকা এবং আমেরিকা

সাধারণ বৈশিষ্ট্য[সম্পাদনা]

স্বরুপ[সম্পাদনা]

বীরুৎ,গুল্ম বা বৃক্ষ জাতীয়। রোমযুক্ত এবং মিউসিলেজপূর্ণ বা পিচ্ছিল রসযুক্ত।

মূল[সম্পাদনা]

প্রধান মূলতন্ত্র বিদ্যমান।

কাণ্ড[সম্পাদনা]

প্রায়ই কাষ্ঠল, তন্তুযুক্ত ও তারকাকার বা বেলনাকার। বেশ শাখান্বিত।

পাতা[সম্পাদনা]

Stellate hairs on the underside of a dried leaf of Malva alcea

সরল পত্র। একান্তর পাতা, মুক্তপার্শ্বীয় উপপত্র যুক্ত। জালিকা শিরাবিন্যাস বিদ্যমান। পাতার কিনারা অখণ্ড বা খণ্ডিত। পাতা সবৃন্তক ও ডিম্বাকার।

ফুল[সম্পাদনা]

একক, বৃহৎ, অক্ষীয় বা শীর্ষ, সম্পূর্ণ, উভলিঙ্গ, গর্ভপাদ পুষ্প। সাধারণত একক ফুল। ফুল একলৈঙ্গিক ও হতে পারে এবং ফুলে ব্র্যাক্ট ও থাকতে পারে। বেশিরভাগ সময়ে ফুল তারকাকার বা রেডিয়াল হয়ে থাকে।

উপবৃতি[সম্পাদনা]

উপবৃত্যংশ ৩-১০ টি, মুক্ত অথবা যুক্ত। ( Sida এবং Abutilon গণে উপবৃতি নেই।

দলমণ্ডল[সম্পাদনা]

পাপড়ি ৫টি, মুক্ত, পুংকেশরীও নলের সাথে গোঁড়ায় যুক্ত, এস্টিভেসন বা পুষ্পপত্রবিন্যাস হল টুইস্টেড(পাকানো)।

পুংস্তবক[সম্পাদনা]

পুংকেশর অসংখ্য, একগুচ্ছ, পুংকেশরীয় দণ্ডগুলো যুক্ত হয়ে ফাঁপা পুংকেশরীও নালিকা সৃষ্টি করে। পরাগধানী বৃক্কাকার, এক প্রকোষ্ঠবিশিষ্ট পরাগরেণু বড় ও কণ্টকিত।

স্ত্রীস্তবক[সম্পাদনা]

সাধারণ গর্ভপত্র ৫-১০ টি, অধিগর্ভ গর্ভাশয়, ১ - বহু প্রকোষ্ঠবিশিষ্ট, সাধারণত ৫ প্রকোষ্ঠ বিশিষ্ট; ডিম্বক এর সংখ্যা প্রতি প্রকোষ্ঠে ১টি হতে বহু।

অমরাবিন্যাস[সম্পাদনা]

অক্ষীয় অমরাবিন্যাস।

ফল[সম্পাদনা]

একটি ডুরিয়ান ফল

সাধারণত ক্যাপসিউল, কখনো বেরি অথবা সাইজোকার্প[৪][৫]

পরাগায়ন[সম্পাদনা]

স্ব-পরাগায়ন হয় না। এই পরিবারের সদস্যরা পতঙ্গপরাগী

অর্থনৈতিক গুরুত্ব[সম্পাদনা]

ঢেঁড়শ(Abelmoschus esculentus) সবজি হিসেবে ব্যবহার করা হয়। জবা(Hibiscus rosa-sinensis) নামক ফুল গাছ বাগানে লাগানো হয়। কার্পাস(Gossypium herbaceum) এর বীজের ত্বক থেকে কার্পাস তুলা পাওয়া যায়। বীজ থেকে ভোজ্য তেল ও পাওয়া যায়। কেনাফ(Hibiscus cannabinus) এর বাকল থেকে পাটজাতীয় শক্ত আঁশ পাওয়া যায়। মেস্তাপাট(Hibiscus sabdariffa var. altissima) হতে চট, দড়ি পাওয়া যায়। [৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Angiosperm Phylogeny Group (২০০৯)। "An update of the Angiosperm Phylogeny Group classification for the orders and families of flowering plants: APG III" (PDF)Botanical Journal of the Linnean Society161 (2): 105–121। ডিওআই:10.1111/j.1095-8339.2009.00996.x। সংগ্রহের তারিখ ২০১৩-০৭-০৬ 
  2. "Angiosperm Phylogeny Website"। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪ 
  3. Judd, W. S., C. S. Campbell, E. A. Kellogg, P. F. Stevens and M. J. Donoghue (২০০৮)। Plant Systematics: A Phylogenetic Approach (third সংস্করণ)। আইএসবিএন 0878934073 
  4. জীববিজ্ঞান প্রথম পত্র- গাযী আজমল, সফিউর রাহমান
  5. জীববিজ্ঞান প্রথম পত্র- ড. মোহাম্মদ আবুল হাসান। জীববিজ্ঞান দ্বিতীয় পত্র- আশরাফ, রফিকুল, গোকুল, হাফেজা, নাদীরা।
  6. জীববিজ্ঞান প্রথম পত্র- এনায়েত হোসেন,গাযী আজমল, সফিউর রাহমান,তরিকুল ইসলাম।

বহিঃসংযোগ[সম্পাদনা]