বিষয়বস্তুতে চলুন

লর্ড লুই মাউন্টব্যাটেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Lord Mountbatten থেকে পুনর্নির্দেশিত)
লর্ড লুই মাউন্টব্যাটেন
ভারতের ভাইসরয়
কাজের মেয়াদ
২৪ মার্চ ১৯৪৭ February 12, 1947 – ১৫ আগস্ট ১৯৪৭
সার্বভৌম শাসকGeorge VI
প্রধানমন্ত্রীক্লিমেন্ট অ্যাClement Attlee
পূর্বসূরীলর্ড ওয়াভেল
উত্তরসূরীশিরোনাম ভারত এবং পাকিস্তানের স্বাধীনতা নির্বাপন করেছিল
নিজে (ভারতের ভাইসরয় হিসাবে)
Muhammad Ali Jinnah (পাকিস্তানের গভর্নর জেনারেল)
ভারতের গভর্নর জেনারেল
কাজের মেয়াদ
১৫ আগস্ট ১৯৪৭ – জুন ১৯৪৮
সার্বভৌম শাসকGeorge VI
প্রধানমন্ত্রীJawaharlal Nehru
পূর্বসূরীনিজে (ভারতের ভাইসরয় হিসাবে)
উত্তরসূরীচক্রবর্তী রাজাগোপালাচারী
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯০০-০৬-২৫)২৫ জুন ১৯০০
Frogmore House, Windsor, Berkshire, ইংল্যান্ড
মৃত্যু২৭ আগস্ট ১৯৭৯(1979-08-27) (বয়স ৭৯)
Sligo Bay, County Sligo, আয়ারল্যান্ড
দাম্পত্য সঙ্গীএডউইনা মাউন্টব্যাটেন
সন্তানPatricia, Pamela
জীবিকাAdmiral of the Fleet
ধর্মAnglican

লর্ড লুই মাউন্টব্যাটেন (২৫ জুন ১৯০০২৭ আগস্ট ১৯৭৯) ব্রিটিশ নৌ বাহিনী অফিসার ও রানী দ্বিতীয় এলিজাবেথ-এর স্বামী প্রিন্স ফিলিপের মামা। ব্রিটিশ রাজপরিবারের সঙ্গে তার সম্পর্ক ছিল। এক ঐতিহাসিক সন্ধিক্ষণে ব্রিটিশ সরকার তাকে ভারতের গভর্নর জেনারেল করে পাঠায়।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

১৯০০ সালে তার জন্ম৷ তার কোন রাজনৈতিক উচ্চাশা ছিল না। পড়াশোনা শেষ করে তিনি নৌবাহিনীতে যোগদান করেন এবং নৌবাহিনীর উচ্চতম পদে পৌঁছেছিলেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষের দক্ষিণ পূর্ব এশিয়া কমান্ডের প্রধান নৌসেনাপতি ছিলেন।

পূর্ব ভারত সম্পর্কে

[সম্পাদনা]

মাউন্টব্যাটেন এর চিঠিতে লেখা ছিল, পূর্ব ভারতে দুনিয়ার অন্যতম পাহাড়ি শহর, থাকার কষ্ট হবে না। অর্থাৎ দার্জিলিং শহরকে বোঝাচ্ছেন![]

ভারতবর্ষের স্বাধীনতায়

[সম্পাদনা]

দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ১৯৪৬ সালে যুক্তরাজ্যের সরকারি অর্থভাণ্ডার নিঃশেষিত হয়ে গিয়েছিল। সেই সময়কার সদ্য নির্বাচিত লেবার সরকার মনে করে ক্রমে অস্থির হয়ে ওঠা ভারতের উপর নিয়ন্ত্রণ বজায় রাখার ক্ষেত্রে ব্রিটেনের জনসাধারণের সমর্থন পাওয়া যাবে না। এ ব্যাপারে আন্তর্জাতিক সাহায্য পাওয়াও দুষ্কর হবে। ১৯৪৭-এর ফেব্রুয়ারি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ক্লিমেন্ট অ্যাটলি ঘোষণা করেন ১৯৪৮-এর জুনে ব্রিটিশ সরকার ভারতের পূর্ণ স্বাধীনতা দেবে। ভাইসরয় মাউন্টব্যাটেন নাকি দাঙ্গা থামাতে অসমর্থ ব্রিটিশ বাহিনীর অক্ষমতার কথা মাথায় রেখে ক্ষমতা হস্তান্তরের তারিখটি সাত মাস এগিয়ে আনেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের দ্বিতীয় বর্ষপূর্তির তারিখ ১৫ অগস্ট বাছেন। []

মৃত্যু

[সম্পাদনা]
ইংল্যান্ডের হ্যাম্পশায়ারের রোমসে অ্যাবেতে মাউন্টব্যাটেনের সমাধি

মাউন্টব্যাটেন ১৯৭৯ সালের ২৭ আগস্ট আয়ারল্যান্ডের ডোনেগাল বে-তে তার নৌযানে এক বিস্ফোরণে নিহত হন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]