কেন্দুয়া

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Kendua থেকে পুনর্নির্দেশিত)
কেন্দুয়া
কেন্দুয়া
জনসংখ্যা (২০০১)
 • মোট৫,৭৬৮

কেন্দুয়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলার একটি শহর। এই এলাকায় দুটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক/প্রত্নতাত্ত্বিক স্থান রয়েছে – পান্ডুয়া এবং জগজীবনপুর[১]

জনসংখ্যার উপাত্ত[সম্পাদনা]

ভারতের ২০০১ সালের আদমশুমারি অনুসারে কেন্দুয়া শহরের জনসংখ্যা হল ৫৭৬৮ জন।[২] এর মধ্যে পুরুষ ৫১% এবং নারী ৪৯%।

এখানে সাক্ষরতার হার ৬২%। পুরুষদের মধ্যে সাক্ষরতার হার ৭১% এবং নারীদের মধ্যে এই হার ৫৩%। সারা ভারতের সাক্ষরতার হার ৫৯.৫%, তার চাইতে কেন্দুয়া এর সাক্ষরতার হার বেশি।

এই শহরের জনসংখ্যার ১৩% হল ৬ বছর বা তার কম বয়সী।

আলকরা ইউনিয়নের একটি ঐতিজ্যবাহি গ্রামের নাম কেন্দুয়া।এই গ্রামে আছে একটি সরকারি বাজার, যেই টা রানির বাজার নামে পরিচিত এই বাজারে একটি জামেমসজিদ এবং নুরানী মাদ্রাসা ও একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের এই গ্রাম, আলকরা ইউনিয়নের শিক্ষিত গ্রাম গুলোর মধ্য অন্যতম ও আরবী শিক্ষায় সবার শেরা গ্রাম হিসেবে পরিচিত।আমাদের গ্রামে কাওমি শিক্ষায়  শিক্ষিত অনেক আলেম আছে, যা আলকরা ইউনিয়নের  অন্য কোন গ্রামে এত আলেমে দিন নাই। কয়েক জন আলেমের পরিচিতি। ১,মাওলানা আব্দু্লকাদের ,২,মাওলানা আব্দুল গফুর, ৩,মাওলানা মিজান, ৪,মাওলানা আব্দুচচাত্তার, ৫,মাওলানা অলিউর রহমান।আর অগণিত আলেম আছেন। বাংলাশিক্ষায় শেরা দুই জন। ১, ডক্টর জয়নাল আবদীন, ২, ডক্টর বেলাল। এ কয়েক জন গুনি মানুষের বাড়ি। কেন্দুয়া ভুঞা বাড়ি (মুহুরিবাড়ি নামে ও পরিচিত) লেখক মোঃ আতিকুর রহমান ( মোরশেদ)

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "District Census Handbook Maldah, Series 20, Part XII A" (পিডিএফ)Census of India 2011, Page 98: Brief Description of Places of Religious, Historical or Archaeological Importance and Places of Tourist Interest of the District। Directorate of Census Operations, West Bengal। সংগ্রহের তারিখ ৯ নভেম্বর ২০১৮ 
  2. "ভারতের ২০০১ সালের আদমশুমারি" (ইংরেজি ভাষায়)। Archived from the original on ১৬ জুন ২০০৪। সংগ্রহের তারিখ অক্টোবর ৭, ২০০৬