কেবুল লামজো জাতীয় উদ্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Keibul Lamjao National Park থেকে পুনর্নির্দেশিত)
কেবুল লামজো জাতীয় উদ্যানে হরিণ

কেবুল লামজো জাতীয় উদ্যান ভারতের মনিপুরে বিষ্ণুপুরের লোকটাক হ্রদ। এটি পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। অপরূপ সৌন্দর্য মণ্ডিত প্রাকৃতিক রঙ্গ-রসের অপূর্ব নিদর্শন[১][২]

বিবরণ[সম্পাদনা]

ভারতের মনিপুরে বিষ্ণুপুরের লোকটাক হ্রদ। এটি বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান। ১৯৭৭ সালে জাতীয় উদ্যান বলে ঘোষণা করা হয়। বিপন্ন প্রজাতির পশু-পাখি ও গাছপালা রক্ষার উদ্দেশ্যে উদ্যানটি তৈরি হয়েছিল। সেখানে বর্তমানে রয়েছে মনিপুরের সাংঘাই হরিণ, ২৩৩ প্রজাতির জলজ উদ্ভিদ, এক শ’ প্রজাতির পাখি, ৪২৫ প্রজাতির পশু।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ভারতের জাতীয় উদ্যান ও অভয়ারণ্য"www.anandabazar.com (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮ 
  2. admin (২০১৮-০৫-০৪)। "বিশ্বের একমাত্র ভাসমান জাতীয় উদ্যান: কেইবুল লামজাও"Mission Geography India (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-২৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]