কামিল গ্রসিৎস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Kamil Grosicki থেকে পুনর্নির্দেশিত)
কামিল গ্রসিৎস্কি
২০১০ সালে কামিল গ্রসিৎস্কি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কামিল পাওয়েল গ্রসিৎস্কি [১]
জন্ম (1988-06-08) ৮ জুন ১৯৮৮ (বয়স ৩৫)
জন্ম স্থান স্টেচিন, পোল্যান্ড
উচ্চতা ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি)
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
হাল সিটি
জার্সি নম্বর
যুব পর্যায়
পগোন স্টেচিন
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৬–২০০৭ পগোন স্টেচিন ২৩ (২)
২০০৭–২০০৯ লেগিয়া ওয়ারশ ১১ (১)
২০০৮সিয়ন (ধার) (২)
২০০৯ইয়াগিলোনিয়া (ধার) ১৩ (৪)
২০০৯–২০১০ ইয়াগিলোনিয়া ৪৫ (১০)
২০১১–২০১৩ সিভাস্পোর ৯০ (১৪)
২০১৪–২০১৭ রেনেস ৮১ (১৩)
২০১৭– হাল সিটি ৫০ (৯)
জাতীয় দল
২০০৬–২০০৭ পোল্যান্ড অনূর্ধ্ব ১৯
২০০৭–২০১০ পোল্যান্ড অনূর্ধ্ব ২১ ১২ (২)
২০০৮– পোল্যান্ড ৫৬ (১২)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪ এপ্রিল ২০১৮ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

কামিল পাওয়েল গ্রসিৎস্কি (পোলীয় উচ্চারণ: [ˈkamil ɡrɔˈɕit͡skʲi]; জন্ম: ৮ জুন ১৯৮৮) হলেন পোল্যান্ডের একজন পেশাদার ফুটবলার, যিনি হাল সিটি এবং পোল্যান্ড জাতীয় দলে একজন আক্রমণভাগের খেলোয়াড়ের ভূমিকায় খেলেন।

তিনি পোল্যান্ডের হয়ে ২০০৮ সালে অভিষেক করেন; এপর্যন্ত তিনি প্রায় ৫০-এর অধিক ম্যাচ খেলেছেন যেখানে তিনি ১০-এর অধিক গোল করেছেন। তিনি ২০১২ উয়েফা ইউরো এবং ২০১৬ উয়েফা ইউরোয় পোল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন।

ক্লাব ক্যারিয়ার[সম্পাদনা]

কামিল গ্রসিৎস্কি ২০০৬ সালে পগোন স্টেচিনের হয়ে খেলার মাধ্যমে ক্লাব ক্যারিয়ারের শুরু করেন। ২০০৭ সালে, তিনি লেগিয়া ওয়ারশ ক্লাবটিতে যোগদান করেন, যদিও যোগদানের কিছু মাস পরেই তিনি ব্যক্তিগত কারণে উক্ত ক্লাব হতে ধারে অন্য ক্লাবে যাওয়ার জন্য আবেদন করেন। ২০০৮ সালের ১৩ই ফেব্রুয়ারি তারিখে, লেগিয়া ওয়ারশ ঘোষণা করে যে, গ্রসিৎস্কি ধারে সিয়নে যোগদান করেছে, যেখানে তিনি ২০০৮ সালের ৩১শে অক্টোবর পর্যন্ত ছিলেন।[২] তিনি উক্ত মৌসুমে ৮টি ম্যাচে খেলেছিলেন এবং মাত্র ২টি গোল করেছিলেন। এরপরের মৌসুমের শুরুতে ক্লাব ম্যানেজার তাকে অনূর্ধ্ব-২১ দলে নামিয়ে দেয়। এর কিছু মাস পরে তিনি ক্লাবটি ছেরে চলে যান।

সম্মাননা[সম্পাদনা]

লেগিয়া ওয়ারশ
ইয়াগিলোনিয়া বিয়ালিস্টক

ব্যক্তিগত[সম্পাদনা]

  • পিএফএ ভক্তদের প্রিমিয়ার লিগে মাসের সেরা খেলোয়াড়: এপ্রিল ২০১৯[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Squads for 2016/17 Premier League confirmed"। Premier League। ২ ফেব্রুয়ারি ২০১৭। সংগ্রহের তারিখ ১৩ ফেব্রুয়ারি ২০১৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. Source: Legia Warszawa official website (পোলীয়)
  3. http://www.skysports.com/football/news/11661/10861151/hull-city-midfielder-kamil-grosicki-wins-pfa-fans-premier-league-player-of-the-month

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:হাল সিটি এএফসি দল