জাস্টিন হারউইৎস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Justin Hurwitz থেকে পুনর্নির্দেশিত)
জাস্টিন হারউইৎস
Justin Hurwitz
২০১৬ সালে হারউইৎস
জন্ম
জাস্টিন গ্যাব্রিয়েল হারউইৎস[১]

(1985-01-22) ২২ জানুয়ারি ১৯৮৫ (বয়স ৩৯)[১]
শিক্ষানিকোলেট হাই স্কুল
মাতৃশিক্ষায়তনহার্ভার্ড বিশ্ববিদ্যালয়
পেশাসুরকার, চিত্রনাট্যকার
সঙ্গীত কর্মজীবন
ধরন
  • চলচ্চিত্রের সঙ্গীত
  • জ্যাজ
পেশা
  • সুরকার
  • সঙ্গীতজ্ঞ

জাস্টিন গ্যাব্রিয়েল হারউইৎস (জন্ম ২২ জানুয়ারি ১৯৮৫) একজন মার্কিন চলচ্চিত্র সুরকার ও টেলিভিশন লেখক। তিনি পরিচালক ড্যামিয়েন শ্যাজেলের সাথে তার দীর্ঘকাল কাজের জন্য সুপরিচিত। তিনি শ্যাজেলের সবকয়টি চলচ্চিত্রের সুরারোপ করেছেন, সেগুলো হল গাই অ্যান্ড ম্যাডলিন অন আ পার্ক বেঞ্চ (২০০৯), হুইপল্যাশ (২০১৪), লা লা ল্যান্ড (২০১৬), ফার্স্ট ম্যান (২০১৮) ও ব্যাবিলন (২০২২)।

লা লা ল্যান্ড চলচ্চিত্রের জন্য তিনি শ্রেষ্ঠ মৌলিক সুর ও এই চলচ্চিত্রের "সিটি অব স্টার্স" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে একাডেমি পুরস্কার;[২] শ্রেষ্ঠ মৌলিক সুর ও এই চলচ্চিত্রের "সিটি অব স্টার্স" গানের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার;[৩] এবং শ্রেষ্ঠ মৌলিক সঙ্গীত বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ফার্স্ট ম্যানব্যাবিলন চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।

কর্মজীবন[সম্পাদনা]

কলেজ পাশ করার পর হারউইৎস ও শ্যাজেল লস অ্যাঞ্জেলেসে পাড়ি জমান। হারউইৎস সিটকম দ্য লিগ-এর জন্য হাস্যরসাত্মক গল্প লিখেন এবং অ্যানিমেটেড হাস্যরসাত্মক টিভি ধারাবাহিক দ্য সিম্পসন্স-এর একটি পর্ব লিখেন।[৪] শ্যাজেলের রচিত ও পরিচালিত ২০০৯ সালের গাই অ্যান্ড ম্যাডলিন অন আ পার্ক বেঞ্চ চলচ্চিত্রের সফলতার পর তারা তাদের পরবর্তী কাজ হুইপল্যাশ (২০১৪)-এর অর্থায়ন পান।[৫] হারউইৎস এই চলচ্চিত্রের সুর করেন এবং শ্যাজেল চলচ্চিত্রটি রচনা ও পরিচালনা করেন।[৬]

হারউইৎস শ্যাজেলের ২০১৬ সালের লা লা ল্যান্ড চলচ্চিত্রের সুরোরোপ করেন।[৭][৮] এই কাজের জন্য শ্যাজেল শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার লাভ করেন এবং হারউইৎস শ্রেষ্ঠ মৌলিক সুরশ্রেষ্ঠ মৌলিক গান বিভাগে দুটি পুরস্কার অর্জন করেন।

তিনি ফার্স্ট ম্যান (২০১৮) ও ব্যাবিলন (২০২২) চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ মৌলিক সুর বিভাগে আরও দুটি গোল্ডেন গ্লোব পুরস্কার অর্জন করেন।[৯]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর চলচ্চিত্র ভূমিকা
২০০৯ গাই অ্যান্ড ম্যাডলিন অন আ পার্ক বেঞ্চ সুরকার
২০১৪ হুইপল্যাশ সুরকার
২০১৬ লা লা ল্যান্ড সুরকার
২০১৮ ফার্স্ট ম্যান সুরকার
২০২২ ব্যাবিলন সুরকার

টেলিভিশন[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা টীকা
২০১১ দ্য সিম্পসন্স লেখক পর্ব: "দ্য ফ্যালকন অ্যান্ড দ্য ডিওহম্যান"
২০১১ দ্য লীগ লেখক ৭ পর্ব
২০১৭-২০২০ কার্ব ইয়োর এনথিউজিয়াজম লেখক/প্রযোজক ১১ পর্ব

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "California Birth Index, 1905-1995 (Database online)"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনAncestry.com। State of California Department of Health Services, Center for Health Statistics। ২০০৫। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  2. "'লা লা ল্যান্ডে'র রাতে 'মুনলাইটে'র বাজিমাত"বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২৭ ফেব্রুয়ারি ২০১৭। ১ মার্চ ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  3. "Justin Hurwitz wins best original score in a motion picture at Golden Globes"দ্য হলিউড রিপোর্টার। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  4. লেভি, পিয়েট (১৭ ফেব্রুয়ারি ২০১৭)। "Oscar-nominated 'La La Land' composer Justin Hurwitz got his start in Milwaukee"মিলওয়াউকি জার্নাল সেন্টিনেল। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  5. ব্লুম, নেট (২৭ ফেব্রুয়ারি ২০১৭)। "News go to the Oscars; Justin Hurwitz's proud Marin mom; etc."J. The Jewish News of Northern California। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২৩ 
  6. আবরামস, ব্রায়ান (২৩ সেপ্টেম্বর ২০১৪)। "Whiplash Composer Justin Hurwitz Settles the Score"হোয়ার টু ওয়াচ। অক্টোবর ২১, ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  7. ডিআলেসান্দ্রো, অ্যান্থনি (ডিসেম্বর ১০, ২০১৬)। "How 'La La Land' Director Damien Chazelle, His Team & Lionsgate Faced the Music & Resurrected the Original Hollywood Musical"ডেডলাইন হলিউড। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  8. ওর, ক্রিস্টোফার (ডিসেম্বর ৯, ২০১৬)। "The Novelty and Nostalgia of 'La La Land'"দি আটলান্টিক। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 
  9. "৭৬ গোল্ডেন গ্লোব : সেরা চলচ্চিত্র 'বোহেমিয়ান রাপসোডি', সেরা অভিনেতা রেমি মালিক"দৈনিক ইনকিলাব। ৮ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]