জন কেন্ট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jon Kent (cricketer) থেকে পুনর্নির্দেশিত)
জন কেন্ট
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামজন কার্টার কেন্ট
জন্ম (1979-05-07) ৭ মে ১৯৭৯ (বয়স ৪৪)
কেপ টাউন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি মিডিয়াম-ফাস্ট
ভূমিকাঅল-রাউন্ডার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
ওডিআই অভিষেক
(ক্যাপ ৬৯)
৩ এপ্রিল ২০০২ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই৬ এপ্রিল ২০০২ বনাম অস্ট্রেলিয়া
ঘরোয়া দলের তথ্য
বছরদল
ডলফিন্স
কোয়াজুলু-নাটাল
স্কটল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৯৪ ১৪০
রানের সংখ্যা ৪৬২০ ২৮৩৫
ব্যাটিং গড় ৩৫.২৬ ২৮.৬৩
১০০/৫০ ৯/২২ ১/২০
সর্বোচ্চ রান ১৭৮* ১১৫*
বল করেছে ৪৮ ৯৭৩৭ ৫০১৬
উইকেট ১৪৯ ১১১
বোলিং গড় ৩১.৬৩ ৩৬.৬৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৬/৭৭ ৪/২৯
ক্যাচ/স্ট্যাম্পিং ১/– ৬৮/– ৪৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ২০ জানুয়ারি ২০২১

জন কার্টার কেন্ট (ইংরেজি: Jon Kent; জন্ম: ৭ মে, ১৯৭৯) কেপ প্রদেশের কেপ টাউন এলাকায় জন্মগ্রহণকারী সাবেক দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার।[১][২] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ২০০০-এর দশকের সূচনালগ্নে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে ব্যাটিংয়ের পাশাপাশি ডানহাতে মিডিয়াম-ফাস্ট বোলিংয়ে পারদর্শী ছিলেন জন কেন্ট

প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]

আট বছর বয়সে ক্রিকেট খেলতে শুরু করেন তিনি। নাফিল্ড এন্ড এসএ স্কুলসের পক্ষে খেলার পাশাপাশি অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এছাড়াও, নাটাল অনূর্ধ্ব-১৮ দলের পক্ষে ক্রিকেট ও হকি খেলায় পরপর দুই বছর খেলেন। নিজ প্রদেশের পক্ষে তিনি বেশ সফল হয়েছিলেন। এক পর্যায়ে তিনি শন পোলকমার্ক ওয়াহ’র ন্যায় খ্যাতনামা ক্রিকেটারদের নজর কেড়েছিলেন।

১৯৯৭-৯৮ মৌসুম সাল থেকে ২০১১ সাল পর্যন্ত জন কেন্টের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ক্রিকেটের বাইরে পড়াশুনো নিয়ে সময় অতিবাহিত করতেন। এছাড়াও, গল্ফ ও চলচ্চিত্রের প্রতি বেশ আকৃষ্ট ছিলেন।

আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র ওডিআইয়ে অংশগ্রহণ করেছেন জন কেন্ট। ৩ এপ্রিল, ২০০২ তারিখে ডারবানে সফরকারী অস্ট্রেলিয়া দলের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে তার। এরপর, ৬ এপ্রিল, ২০০২ তারিখে পোর্ট এলিজাবেথে একই দলের বিপক্ষে সর্বশেষ ওডিআইয়ে অংশ নেন তিনি। তাকে কোন টেস্টে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হয়নি।

ডলফিন্স ক্রিকেট দলের সাথে চুক্তি শেষ হবার পর তাকে অবমুক্তি দিলে ২০১১ সালে তিনি সকল স্তরের ক্রিকেট থেকে নিজের অবসর গ্রহণের কথা ঘোষণা করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Players / South Africa / ODI caps"Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১ 
  2. "South Africa ODI Bowling Averages"Cricinfo। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২১ 

আরও দেখুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]