জ্যাক ম্যাকব্রায়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jack MacBryan থেকে পুনর্নির্দেশিত)
জ্যাক ম্যাকব্রায়ান
জন্ম
জন ক্রফোর্ড উইলিয়াম ম্যাকব্রায়ান

(১৮৯২-০৭-২২)২২ জুলাই ১৮৯২
মৃত্যু১৪ জুলাই ১৯৮৩(1983-07-14) (বয়স ৯০)
ক্যামব্রিজ, ইংল্যান্ড
জ্যাক ম্যাকব্রায়ান
পদক রেকর্ড
পুরুষদের ফিল্ড হকি
 যুক্তরাজ্য-এর প্রতিনিধিত্বকারী
অলিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯২০ অ্যান্টওয়ার্প দলীয় প্রতিযোগিতা
ক্রিকেট তথ্য
ব্যাটিংয়ের ধরনডানহাতি
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
একমাত্র টেস্ট
(ক্যাপ ২২১)
২৬ জুলাই ১৯২৪ বনাম দক্ষিণ আফ্রিকা
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯১১–১৯৩৬সমারসেট
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২০৬
রানের সংখ্যা ১০,৩২২
ব্যাটিং গড় ২৯.৪৯
১০০/৫০ –/– ১৮/৪৮
সর্বোচ্চ রান ১৬৪
ক্যাচ/স্ট্যাম্পিং –/– ১২৮/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ জানুয়ারি ২০১৯

জন জ্যাক ক্রফোর্ড উইলিয়াম ম্যাকব্রায়ান (ইংরেজি: Jack MacBryan; জন্ম: ২২ জুলাই, ১৮৯২ - মৃত্যু: ১৪ জুলাই, ১৯৮৩) উইল্টশায়ারের বক্স এলাকায় জন্মগ্রহণকারী বিখ্যাত ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেট তারকা ছিলেন। ইংল্যান্ড ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২৪ সময়কালে সংক্ষিপ্ত সময়ের জন্যে ইংল্যান্ডের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন। ঘরোয়া প্রথম-শ্রেণীর ইংরেজ কাউন্টি ক্রিকেটে সমারসেট দলের প্রতিনিধিত্ব করেছেন জ্যাক ম্যাকব্রায়ান। দলে তিনি মূলতঃ ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

বিশ্বযুদ্ধে অংশগ্রহণ[সম্পাদনা]

এক্সটার স্কুলে অধ্যয়ন করেছেন তিনি। সেখানেই ক্রিকেট খেলায় হাতেখড়ি হয় তার। ১৯১১ সালে বিদ্যালয় দলের অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন। বিদ্যালয় জীবন শেষে সমারসেট লাইট ইনফ্যান্ট্রিতে যোগদান করেন।

১৯১৪ সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হবার একমাস পরই কেতুর যুদ্ধে গুরুতরভাবে আহত হন ও পরবর্তীতে ধৃত হন। যুদ্ধের বাদ-বাকী সময় যুদ্ধবন্দী হিসেবে আটক ছিলেন।[১] যুদ্ধের পর তিনি ছাড়া পান ও ক্যামব্রিজের জেসাস কলেজে ভর্তি হন। ১৯২০ সালে ক্রিকেট খেলায় ব্লু লাভ করেন।[২]

কাউন্টি ক্রিকেট[সম্পাদনা]

১৯১১ থেকে ১৯৩৬ সময়কালে সমারসেট দলের পক্ষে কাউন্টি ক্রিকেটে অংশগ্রহণ করেছিলেন তিনি। এ সময়কালে দশ সহস্রাধিক প্রথম-শ্রেণীর রান তুলতে পেরেছিলেন জ্যাক ম্যাকব্রায়ান। এছাড়াও, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পক্ষে খেলেছেন।

শৌখিন খেলোয়াড় হিসেবে ক্রিকেট খেলায় অংশ নিতেন। ডানহাতি ব্যাটসম্যান ছিলেন তিনি। প্রথম বিশ্বযুদ্ধের পর সমারসেটের শীর্ষস্থানীয় ব্যাটসম্যানের মর্যাদা পেয়েছিলেন। এরফলে টেস্ট ক্রিকেটে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রিত হন।

টেস্ট ক্রিকেট[সম্পাদনা]

২৬ জুলাই, ১৯২৪ তারিখে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে জ্যাক ম্যাকব্রায়ানের। এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল। তবে, ঐ টেস্টের পরিসংখ্যানগত দিক দিয়ে অদৃশ্য অবস্থায় রয়েছেন। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত টেস্টে সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলাটি বৃষ্টিবিঘ্নিত হয়। ফলশ্রুতিতে, একমাত্র টেস্ট ক্রিকেটার হিসেবে দীর্ঘ ৬৬.৫ ওভার মাঠে অবস্থান করেও না ব্যাট, না বোল্ড, না ফিল্ডার হিসেবে কোন আউটের সাথে সম্পর্ক ছিল তার। এরপর আর তিনি কোন টেস্টে অংশগ্রহণের সুযোগ লাভ করেননি।[৩]

অর্জনসমূহ[সম্পাদনা]

ঘরোয়া ক্রিকেটে দূর্দান্ত ক্রীড়াশৈলী প্রদর্শনের স্বীকৃতিস্বরূপ ১৯২৫ সালে উইজডেন কর্তৃক অন্যতম বর্ষসেরা ক্রিকেটারের সম্মাননায় ভূষিত হন তিনি।

ক্রিকেটের পাশাপাশি হকি খেলায়ও পারদর্শীতা দেখিয়েছেন তিনি। ১৯২০ সালে বেলজিয়ামের অ্যান্টওয়ার্পে অনুষ্ঠিত গ্রীষ্মকালীন অলিম্পিক প্রতিযোগিতায় গ্রেট ব্রিটেন ও আয়ারল্যান্ডের প্রতিনিধিত্ব করেন। ঐ প্রতিযোগিতায় তার দল স্বর্ণপদক জয় করেছিল।[৪]

১৪ জুলাই, ১৯৮৩ তারিখে ৯১ বছর বয়সে ক্যামব্রিজে জ্যাক ম্যাকব্রায়ানের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "J. C. W. Macbryan" (ইংরেজি ভাষায়) দ্য টাইমস (লন্ডন)। 16 July 1983। (61586),
  2. "Cricket" (ইংরেজি ভাষায়) দ্য টাইমস (লন্ডন)। 21 May 1920। (42416),
  3. Frindall, Bill (২০০৯)। Ask BeardersBBC Books। পৃষ্ঠা 189–190। আইএসবিএন 978-1-84607-880-4 
  4. "Jack MacBryan Bio, Stats, and Results"। ২ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 

বহিঃসংযোগ[সম্পাদনা]

পূর্বসূরী
অ্যান্ড্রু স্যান্ডহাম
সর্ববয়োজ্যেষ্ঠ জীবিত টেস্ট ক্রিকেটার
২০ এপ্রিল, ১৯৮২ - ১৪ জুলাই, ১৯৮৩
উত্তরসূরী
পার্সি ফেন্ডার