জ্যাক (বেবুন)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Jack (baboon) থেকে পুনর্নির্দেশিত)
জ্যাক
জ্যাকের সাথে জেমস ওয়াইড
প্রজাতিবেবুন
বংশChacma baboon
মৃত্যুর কারণটিউবারকুলোসিস
পেশারেলওয়ে সিগনালম্যানের সাহায্যকারী

জ্যাক (মৃত্যু:১৮৯০) একটি বেবুন, যা দক্ষিণ আফ্রিকায় একজন অক্ষম রেলওয়ে সিগনালম্যানের সাহায্যকারী হিসেবে খ্যাতি লাভ করেছিল।[১]

ইতিহাস[সম্পাদনা]

জ্যাক ছিল জেমস ওয়াইড নামক এক রেলওয়ে সিগনালম্যান পোষা প্রাণী এবং সহকারী। জেমস কেপ টাউন–পোর্ট এলিজাবেথ রেলওয়ে সার্ভিসে কাজ করতেন। তিনি কাজ করার সময় প্রায়ই ট্রেনের এক বগি থেকে অন্য বগিতে লাফালাফি করতেন। কিন্তু, এভাবে লাফাতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে তিনি দুর্ঘটনার কবলে পড়েন। এতে তার দুই পাই কাটা যায়।[২] তাই, ১৮৮১ সালে জেমস তার কাজে সাহায্য করার জন্য জ্যাক নামের একটি বেবুন ক্রয় করেন এবং একে হুইল চেয়ার ঠেলা এবং ট্রেনের সংকেত দেওয়ার প্রশিক্ষণ দেন।

পরবর্তীতে কতিপয় উদ্বিগ্ন যাত্রী কর্তৃপক্ষের কাছে অভিযোগ করে যে তারা একটি বেবুনকে পোর্ট এলিজাবেথের নিকটবর্তী উইটেনহেগে রেলওয়ে সিগনাল পরিবর্তন করতে দেখেছে। এতে রেলওয়ে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করে।[৩]

প্রাথমিক তদন্তে রেল কর্তৃপক্ষ জ্যাকের দক্ষতা যাচাই করে সন্তুষ্ট হয় এবং এটিকে আনুষ্ঠানিকভাবে চাকরিতে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেয়। বেবুনটিকে বেতন হিসেবে দৈনিক ২০ সেন্ট এবং প্রতি সপ্তাহে আধা বোতল বিয়ার দেওয়া হত। বলা হয়ে থাকে, জ্যাক তার ৯ বছরের কর্মজীবনে একটি ভুলও করেনি।[৪][৫]

নয় বছর দায়িত্ব পালনের পর, ১৮৯০ সালে জ্যাক টিউবারকুলোসিসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে।[৩] জ্যাকের খুলি গ্রাহামসটাউনের আলবানি জাদুঘরে সংরক্ষিত আছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Conway Morris ২০০৩, পৃ. ২৪২।
  2. উইলিয়ামস, মাইকেল (২ আগস্ট ২০১২)। "স্ট্রেঞ্জার দ্যান ফিকশন: জ্যাক দ্য সিগনালম্যান" (ইংরেজি ভাষায়)। নক্সভিল ডেইলি সান। সংগ্রহের তারিখ ২০১৪-১০-২৭ 
  3. Cheney ও Seyfarth ২০০৮, পৃ. ৩১।
  4. Wallechinsky ১৯৭৫, পৃ. ৬৯৭।
  5. "সিগনালম্যান জ্যাক: দ্য বেবুন হু ওয়ার্কড ফর দ্য রেলরোড—অ্যান্ড নেভার মেড আ মিসটেক"www.mentalfloss.com (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-১১। সংগ্রহের তারিখ ২০২০-০৩-১৪ 

গ্রন্থপঞ্জী[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]