ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(International Finance Corporation থেকে পুনর্নির্দেশিত)
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের লোগো
গঠিত১৯৫৬
ধরনউন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান
আইনি অবস্থাট্রিটি
উদ্দেশ্যবেসরকারি পর্যায়ে উন্নয়ন, দারিদ্র বিমোচন
সদরদপ্তরওয়াশিংটন ডিসি
সদস্যপদ
১৮৫ টি দেশ
নির্বাহী ভাই প্রেসিডেন্ট ও সিইও
জিন-ইয়ং কাই
প্রধান প্রতিষ্ঠান
বিশ্বব্যাংক গ্রুপ
ওয়েবসাইটifc.org

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন হল একটি আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান যা উন্নয়নশীল দেশসমূহকে বেসরকারি পর্যায়ে উন্নয়ন ও সম্পদ ব্যবস্থাপনায় বিনিয়োগ ও পরামর্শ প্রদান করে থাকে। আইএফসি হল বিশ্বব্যাংক গ্রুপের একটি প্রতিষ্ঠান এবং এর সদর দফতর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত। উন্নয়নশীল দেশসমূহতে শুধুমাত্র ব্যক্তিখাতের উন্নয়ন ও লাভজক প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ ও উন্নয়নের জন্য ১৯৫৬ সালে বিশ্বব্যাংকের একটি শাখা হিসেবে এটিকে প্রতিষ্ঠিত করা হয়। দারিদ্র বিমোচন, অণুন্নত ও উন্নয়নশীল দেশের সরকারের অর্থনীতির উপর থেকে চাপ কমিয়ে ব্যক্তিখাতে জনসাধারণের জন্য কর্মসংস্থান সৃষ্টি, দেশের বিদ্যমান সম্পদসমূহকে কাজে লাগিয়ে প্রাইভেট এন্টারপ্রাইজসমূহকে শক্তিশালী করা এবং ব্যক্তিপর্যায়ে ব্যবসার সম্প্রসারণই হল ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের অন্যতম লক্ষ্য।[১][২][৩]

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের সদস্য দেশসমূহই প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকে। এছাড়াও প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মকর্তা কর্মচারী ও নির্বাহী রয়েছে। প্রতিষ্ঠানটি অনেকটা পাবলিক লিমিটেড কোম্পানির মতই পরিচালিত হয় যেখানে সদস্য দেশসমূহ এর জন্য প্রয়োজনীয় মূলধন সরবরাহ করে এবং কোন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভোটাধিকার প্রয়োগ করার অধিকার রাখে।

ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশনের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য প্রত্যেক বছর একটি নিরপেক্ষ নিরীক্ষক কর্তৃক নিরীক্ষিত হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ottenhoff, Jenny (২০১১)। International Finance Corporation (প্রতিবেদন)। Center for Global Development। ২০১১-০৯-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৫ 
  2. International Finance Corporation। "IFC History"। World Bank Group। ২০১৬-০১-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-০৬-০৯ 
  3. Madura, Jeff (২০০৭)। International Financial Management: Abridged 8th Edition। Mason, OH: Thomson South-Western। আইএসবিএন 0-324-36563-2 

বহিঃসংযোগ[সম্পাদনা]