মানব বন্ধন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Human bonding থেকে পুনর্নির্দেশিত)
বন্ধুদের আনন্দ

মানব বন্ধন হচ্ছে মানব জাতির মধ্যকার পারস্পরিক বিভিন্ন প্রকারের সম্পর্ক যেমনঃ মাতা-পিতা-সন্তান, বন্ধু-বান্ধবী, প্রেমিক-প্রেমিকা ইত্যাদি। দুই বা ততোধিক মানুষের মধ্যে বন্ধুত্ব বা যৌন সম্পর্ক এক প্রকারের মানব-বন্ধন। মানব বন্ধনের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে মানসিক এবং শারীরিক আনন্দ জিনিশটা রাখা।[১] একজন মানুষ আরেকজন মানুষকে বন্ধুত্বের আহ্বান জানাবে, অপরজন তাকে পছন্দ করলে তাকে সুন্দরভাবে সম্মতি জানাবে, আর পছন্দ না হলে প্রত্যাখ্যানটাও ধনাত্মকভাবে করবে। মানব-বন্ধনের কারণেই মানব-সমাজ এবং জাতিটা টিকে আছে।[২]

প্রেম-ভালোবাসা[সম্পাদনা]

নারী পুরুষের প্রেম-ভালোবাসা, প্রণয় এবং দৈহিক মিলনের ফলে যে নতুন মানুষ তৈরি হয় তাকে নিয়ে সংসার করা এক প্রকারের মানব-বন্ধন।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Webster's New World College Dictionary 1971.
  2. The Free Dictionary
  3. Holland, Maximilian. (2012) Social Bonding and Nurture Kinship: Compatibility between Cultural and Biological Approaches. North Charleston: Createspace Press.