হাসান আল-তাম্বক্তি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Hassan Al-Tambakti থেকে পুনর্নির্দেশিত)
হাসান আল-তাম্বক্তি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম হাসান বিন মোহাম্মাদ বিন ওসামা আল-তাম্বক্তি[১]
জন্ম (1999-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৯৯ (বয়স ২৫)
জন্ম স্থান রিয়াদ, সৌদি আরব
মাঠে অবস্থান সেন্টার-ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল-শাবাব
জার্সি নম্বর
যুব পর্যায়
–২০১৮ আল-শাবাব
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮– আল-শাবাব ২৮ (০)
২০১৯–২০২০আল-ওয়েহ্দা (লোন) (০)
জাতীয় দল
২০১৭–২০১৯ সৌদি আরব অ১৯ ১৯ (২)
২০১৯– সৌদি আরব অ২৩
২০১৯– সৌদি আরব ১৯ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৫ অক্টোবর, ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৬ নভেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী সঠিক।

হাসান বিন মোহাম্মদ বিন ওসামা আল-তাম্বক্তি ( আরবি: حسان التمبكتي; জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৯৯) একজন সৌদি আরবের পেশাদার ফুটবলার। তিনি সৌদি প্রো লিগের ক্লাবআল-শাবাব এবং সৌদি আরব জাতীয় দলের হয়ে সেন্টার ব্যাক হিসেবে খেলেন। [২]

ক্যারিয়ার[সম্পাদনা]

আল-তাম্বক্তি সৌদি আরবের ক্লাব আল-শাবাবের একাডেমিতে খেলে বেড়ে উঠেছেন। ৩১ মে, ২০১৮-এ তিনি একই ক্লাবের সাথে প্রথম আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেন। [৩] ৫ ফেব্রুয়ারি, ২০১৯-এ তিনি ক্লাবের সাথে আরো একবছরের সম্প্রসারণ চুক্তিতে স্বাক্ষর করেন। [৪] ২ জানুয়ারি ২০১৯-এ আল-সাহেলের বিপক্ষে কিং কাপ ম্যাচে তার অভিষেক ঘটে। ৩১ আগস্ট ২০১৯-এ তাকে আল-ওয়েহ্দাতে লোনে পাঠানো হয় [৫] ২৭ সেপ্টেম্বর, ২০১৯-এ আল-ফাতেহের বিপক্ষে লিগের ম্যাচে আল-ওয়েহ্দার হয়ে তার অভিষেক হয়। [৬] মৌসুম শেষ হওয়ার পর আল-শাবাবে ফিরে আসার আগে তিনি আল-ওয়েহদার হয়ে আটটি ম্যাচ খেলেন।

ক্যারিয়ার পরিসংখ্যান[সম্পাদনা]

৩০ মে, ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
ক্লাব মৌসুম লিগ কিং কাপ এশিয়া অন্যান্য মোট
ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল ম্যাচ গোল
আল-শাবাব ২০১৮-১৯ - -
২০২০-২১ ১৩ ১৩
মোট ১৩ ১৫
আল-ওয়েহ্দা (লোন) ২০১৯-২০ - -
ক্যারিয়ার মোট ২১ ২৩

অর্জন[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

সৌদি আরব অ২০

সৌদি আরব অ২৩

  • এএফসি অ-২৩ এশিয়ান কাপ : ২০২২

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]