সবুজ
সবুজ | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||
বর্ণালি স্থানাঙ্ক | |||||||||
তরঙ্গদৈর্ঘ্য | ৪৯৫ – ৫৭০ nm | ||||||||
কম্পাঙ্ক | ~৫৭৫ – ৫২৫ THz | ||||||||
![]() | |||||||||
হেক্স ট্রিপলেট | #00FF00 | ||||||||
sRGBB (r, g, b) | (0, 255, 0) | ||||||||
উৎস | sRGB approximation to NCS S 2060-G[ক] | ||||||||
B: [০-২৫৫] (বাইট)-এ নিয়মমাফিক |
সবুজ একটি রঙ বা বর্ণ । ৫২০ - ৫৭০ ন্যানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোকরশ্মি চোখে আপতিত হলে যে রঙ দর্শনের অনুভূতি জন্মায়, তাই হলো সবুজ। সবুজ একটি মৌলিক রঙ [১]। এইচ এস ভি বর্ণ চাকতিতে সবুজের পরিপূরক বর্ণ হলো ম্যাজেন্টা। সাধারণ বর্ণ চাকতিতে সবুজের পরিপূরক বর্ণ হচ্ছে লাল[২]।
ইংরেজিতে সবুজের প্রতিশব্দ গ্রীণ ইংরেজি ক্রিয়াপদ টু গ্রো বা বৃদ্ধি পাওয়া থেকে এসেছে। সবুজ সাধারণত উদ্ভিদ বা মহাসাগরকে বর্ণনা করতে ব্যবহৃত হয়। কখনো কখনো নবীন,কাচা, অপরিপক্ক ইত্যাদি বোঝাতে সবুজ ব্যবহার করা হয়। যেমন রবীন্দ্রনাথ লিখেছেনঃ
“ | ওরে সবুজ ওরে আমার কাচা
আধমরাদের ঘা মেরে তুই বাঁচা |
” |
ঈর্ষাতুরতা বা অসুস্থতা বোঝাতেও অনেক সময় সবুজ ব্যবহার করা হয়। আমেরিকাতে চলতি কথায় কখনো কখনো সবুজ বলে টাকা বোঝানো হয়।
বেশ কিছু খনিজ পদার্থের রঙ সবুজ। যেমন পান্না বা এমারেল্ড। পান্নাস্থিত ক্রোমিয়ামের জন্য এর বর্ণ সবুজ হয়। ব্যাং, গিরগিটিসহ কিছু সরীসৃপ ও প্রাণীর রঙ এদের সবুজ ও নীল স্তর বিশিষ্ট চামড়ার জন্য সবুজ হয়। প্রকৃতির নিজস্ব রঙ সবুজ। সালোক সংশ্লেষণের জন্য উদ্ভিদে উপস্থিত ক্লোরোফিল উদ্ভিদেকে সবুজ বর্ণ দিয়েছে। অনেক প্রাণী সবুজ প্রকৃতিতে মিশে আত্মগোপন করার জন্য নিজেদের গায়ের রঙে সবুজাভ আভা অভিযোজিত করেছে।
পৃথিবীজুড়ে বিভিন্ন সংস্কৃতিতে সবুজের রয়েছে সরব,মাঝে মাঝে পরস্পরবিরোধী,উপস্থিতি। কিছু দেশে সবুজ হচ্ছে আশা আর বৃদ্ধির প্রতীক, আবার কিছু জায়গায় এটি মৃত্যু, ঈর্ষা এবং শয়তানের চিহ্ন। তবে সবুজের সম্পৃক্ততা সবচেয়ে বেশী প্রকৃতির সাথে। যেমন ইসলাম ধর্মে সবুজ রংকে উচ্চ মর্যাদা প্রদান করা হয়েছে কারণ ধারণা করা হয় স্বর্গ বা বেহেস্ত সবুজে পরিপূর্ণ থাকবে। আবার বাংলাদেশের বিস্তৃত সবুজ প্রকৃতির প্রতীক হিসেবে বাংলাদেশের জাতীয় পতাকার প্রধান রঙ সবুজ। প্রকৃতির সাথে সম্পর্কযুক্ত বলে এটি উর্বরতা, পূণর্জন্ম ইত্যাদির প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সম্প্রতি কিছু সংগঠন সবুজকে প্রকৃতি রক্ষা ও সামাজিক ন্যায়বিচারের প্রতীক হিসেবে নিয়েছে। সাম্প্রতিক সবুজ আন্দোলন প্রকৃতিকে রক্ষার প্রতীক হিসেবে সবুজকে বেছে নিয়েছে। এরই সূত্র ধরে বিভিন্ন কোম্পানী সবুজ দ্বারা তাদের পণ্যকে প্রকৃতি বান্ধব বলে প্রচার করছে।
গ্যালারি[সম্পাদনা]
"সবুজ" নামকরনের পেছনে রয়েছে প্রকৃতি এবং বৃদ্ধি।
পান্নার রঙ সবুজ।
ব্যাঙের সবুজ রঙের জন্য ত্বকের নিচের সবুজ স্তর দায়ী।
আমেরিকার এক ডলারের নোট, অন্যান্য সব আমেরিকান ডলার নোটের মত ঐতিহ্যগতভাবে সবুজ।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড প্রকাশিত নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বই, পৃষ্ঠা ২৩৭
- ↑ "Glossary Term: Color wheel"। Sanford Corp.। ২০০৫। ২০০৮-০৯-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-১১-২২।
উদ্ধৃতি ত্রুটি: "lower-alpha" নামক গ্রুপের জন্য <ref>
ট্যাগ রয়েছে, কিন্তু এর জন্য কোন সঙ্গতিপূর্ণ <references group="lower-alpha"/>
ট্যাগ পাওয়া যায়নি, বা বন্ধকরণ </ref>
দেয়া হয়নি