বুরুন্ডি ফুটবল ফেডারেশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Fédération de Football du Burundi থেকে পুনর্নির্দেশিত)
বুরুন্ডি ফুটবল ফেডারেশন
ক্যাফ
প্রতিষ্ঠিত১৯৬২; ৬২ বছর আগে (1962)[১]
সদর দপ্তরবুজুম্বুরা, বুরুন্ডি
ফিফা অধিভুক্তি১৯৭২[১]
ক্যাফ অধিভুক্তি১৯৭২
সভাপতিবুরুন্ডি রেভেরিয়েন এনদিকুরিয়ো
সহ-সভাপতিবুরুন্ডি আইমাব্লে হাবিমানা
ওয়েবসাইটffb.bi

বুরুন্ডি ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération de football du Burundi, ইংরেজি: Football Federation of Burundi; এছাড়াও সংক্ষেপে বিএফএফ নামে পরিচিত) হচ্ছে বুরুন্ডির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই সংস্থাটি ১৯৬২ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি প্রতিষ্ঠার ১০ বছর পর ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করে, এর পাশাপাশি একই বছরে সংস্থাটি তাদের আঞ্চলিক সংস্থা ক্যাফের সদস্যপদ লাভ করে। এই সংস্থার সদর দপ্তর বুরুন্ডির রাজধানী বুজুম্বুরায় অবস্থিত।

এই সংস্থাটি বুরুন্ডির পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে বুরুন্ডি প্রিমিয়ার লীগ, বুরুন্ডীয় কাপ এবং বুরুন্ডি সুপার কাপের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে। বর্তমানে বুরুন্ডি ফুটবল ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করছেন রেভেরিয়েন এনদিকুরিয়ো এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন জেরেমি মানিরাকিজা।

কর্মকর্তা[সম্পাদনা]

২২ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত হালনাগাদকৃত।[১]
অবস্থান নাম
সভাপতি রেভেরিয়েন এনদিকুরিয়ো
সহ-সভাপতি আইমাব্লে হাবিমানা
সাধারণ সম্পাদক জেরেমি মানিরাকিজা
কোষাধ্যক্ষ ডেনিস কারেরা
গণমাধ্যম এবং যোগাযোগ পরিচালক এলভিস মুতোনি
প্রযুক্তিগত পরিচালক মহসিন মুপেন্দা
ফুটসাল সমন্বয়কারী জুমা মুসোমা
জাতীয় দলের কোচ (পুরুষ) অলিভিয়ে নিয়ুঙ্গেকো
জাতীয় দলের কোচ (নারী) দানিয়েলা নিয়িবিমেনিয়া
রেফারি সমন্বয়কারী জঁ-ক্লাউদে নিয়ঙ্গাবো

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "অ্যাসোসিয়েশনের তথ্য"fifa.com (ইংরেজি ভাষায়)। ফিফা। ৮ আগস্ট ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ সেপ্টেম্বর ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]